![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x
মাত্র কয়েক টুকরো মাংসের লোভে
মানুষ করে পাখি শিকার।
আর কিছু নয় এ তো স্রেফ
অসুস্থ মনের বিকার।
ফুল সে তো পবিত্রতার প্রতীক,
ফসলের আবাহন।
ছিড়ে নাও তারে ,গন্ধ নিতে,
একি জ্বালাতন!
নিজের স্বার্থে পরকে কেন
দিতে হবে আত্নবলি?
প্রত্যেকের আছে বাঁচার অধিকার
একটু মেনে চলি ৷
এমন চাওয়া নয়তো সঠিক
যা'তে ক্ষতি চিরস্থায়ী।
নিজের স্বার্থে অন্যের অধিকার কেড়ে
কেন মিছে হও দায়ী ?
© রফিকুল ইসলাম ইসিয়াক
১৯ ফেব্রুয়ারি ২০২১
২৩ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু্ ,শুভকামনা রইলো।
২| ২২ শে মার্চ, ২০২১ সকাল ১১:৩৭
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।
২৩ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।
৩| ২২ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৮
ওমেরা বলেছেন: এমন করে ভাবলে তো গরু,ভেরা মহিষ কোন কিছুই খাওয়া যাবে না। আবার শাক, সবজি ফুল ছেড়া যাবে না ।
তবুও কবিতায় ভালোলাগা।
২৩ শে মার্চ, ২০২১ সকাল ৯:৪৫
ইসিয়াক বলেছেন: আমি মনে হয় আমার বক্তব্যটা সঠিকভাবে তুলে ধরতে পারিনি। আমি বলতে চেয়েছি অপ্রয়োজনে মানুষ অনেক কাজ করে যেমন
অনাহুত পাখি শিকার বা টুপ করে অপ্রয়োজনে একটা ফুল ছিড়ে নেয়া যা কোন কাজেই লাগে না। তাহলে কেন সেই কাজ করা। মিছে অন্যকে কষ্ট দেওয়া। তার তো বাঁচার অধিকার ,টিকে থাকার অধিকার আছে।
শুভ কামনা রইলো আপু।
শুভসকাল।
৪| ২৩ শে মার্চ, ২০২১ সকাল ১০:০৮
জুল ভার্ন বলেছেন: আমার পাখির মাংস খুব প্রিয়
২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৫৩
ইসিয়াক বলেছেন: হায় হায় হায় তবে আমার কেন জানি মনে হচ্ছে সেই পাখিগুলো হাঁস আর মুরগী
৫| ২৩ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
ওমেরা বলেছেন: আপনি বক্তব্য আমি ঠিক মতই তুলে ধরতে পেরেছেন, আমিও বুঝেছি।
আমি শুধু মজা করে ওটা বলেছি । সরি।
২৯ শে মার্চ, ২০২১ রাত ৯:২৮
ইসিয়াক বলেছেন: আবার ফিরে এসে মন্তব্য করাতে আমি সত্যি আবেগ আপ্লূত হলাম।
শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০২১ সকাল ১০:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর