নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

তুমি এখন মুক্ত

১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:২৩




একদা আমার প্রতি তোমার কি প্রেম ছিল!
সেই রকম দারুণ দিন ছিল।
ছিল মোহাবিষ্ট মায়া,অন্ধ ভালোবাসা ও টান!

সেই এতো এতো প্রেম হঠাৎ কোথা হারালো আজ?

এখন যত হাসি, গান শুধুই কি সেলফোনের ওপারে যে আছে তার জন্য সংরক্ষিত?

অবশেষে তুমিও মরীচিকা পিছু নিলে?
সহস্র নির্বোধের মত!

কি দেখে মজেছো জানি না আমি।
কিসে এত প্রেম পায় তোমার পরপুরুষে তাও বুঝি না।
আচ্ছা ভেবেছো কি ব্যক্তিটি কে, দেখেছো কি তারে কখনো?

নিজের এতোদিনের সংসার, সন্তান, প্রিয় ঘর..... সব ভুলে।

কথার মায়াজালে জড়িয়ে গেলে অমনি হুট করে?

সকল বাস্তবতা ভুলে!

এতটাই সহজ বুঝি আজকাল সব কিছু?

কি করে এমন নির্বুদ্ধিতার পরিচয় দিতে পারলে?
কি করে প্রবঞ্চনার ফাঁদে ধরা দিলে?

ভাবলেই হতাশা আর ক্ষোভ জমে মনে।
মিছে মোহে ছুটে চলার সময় বুঝি এখন?

তাই সকলে ব্যস্ত বুঝি সেলফোন,স্যোসাল মিডিয়ায় আর ফেসবুকে।

সময় কাটানোর একি অবাস্তব কল্পলোক?

বিবেকবোধ, মানবিকতা, সামাজিক মূল্যবোধ সম্পর্কের বাঁধন তুচ্ছ করে সব।
চলে যায়, হারিয়ে যায় তোমার মত মোহাবিষ্ট,অলীক স্বপ্নে বিভোর মানুষেরা।

হা দূর্গতি
এভাবে বুঝি কালে কালে একটি সমাজ অবক্ষয়ে নিমজ্জিত হয়ে ধ্বংসপ্রাপ্ত হয়?

যে যেতে চায় তারে বেঁধে রাখা যায় না।

দেখার অপেক্ষায় তোমার সেই দূর্দশার দিন।

খুলে দিলাম বাঁধন।

ফিরিয়ে নিলাম তোমায় দেওয়া সংসারের সকল দায়িত্ব।

করো যা খুশি তোমার মনে চায়।

তুমি এখন মুক্ত।
তুমি এখন মুক্ত।।
তুমি এখন মুক্ত।।।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:৩৬

শেরজা তপন বলেছেন: “অবশেষে তুমিও মরীচিকা পিছু নিলে?
সহস্র নির্বোধের মত!”

কবিতায় মন্তব্য করতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না।তারপরও এমনি বেশ কয়েকটি লাইন ভালো লেগেছে জানিয়ে গেলাম...

১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৭

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন প্রিয় ব্লগার।

শুভকামনা সতত।

২| ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:৫০

ওমেরা বলেছেন: কবিতা ভালো লাগলো।

১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৮

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম আপু।

শুভ কামনা রইলো।

৩| ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৪৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আর যাই হোক মামুনুলের মতো একজনের ফাঁদে না পরে,সেটা সাবধান করে দিবেন।টুপি দাড়ি থেকে যেন সাবধান থাকে।

১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৯

ইসিয়াক বলেছেন: হা হা হা.... কি যে কন।

৪| ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:০০

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লিখেছেন ।

১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই।

শুভ কামনা সতত।

৫| ১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: সমাজে সবচেয়ে আক্ষেপ বেশী কবিদের। অথচ এই সমাজ এই রকমই।

১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১১

ইসিয়াক বলেছেন: কি আর করা। শান্ত হউন। পারলে বিশ্রাম নিন। বিশ্রামেই প্রশান্তি।

৬| ১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২৮

জগতারন বলেছেন:

তুমি এখন মুক্ত।
তুমি এখন মুক্ত।।
তুমি এখন মুক্ত।।।



ওহঃ
কী নির্মম।
(বর্ননা উঠে এসেছে কবিতায়)
ঐ সমস্ত মহিলা বা পুরুষদের
কুত্তা, কুত্তি, শূওর না শূওরন্নী
বলে গালী দিলেও কম হয়য়ে যায়।

ঠিক এই মূহর্তে আমার মামুনুল হক-এর কথা মনে আসলো।
সে কি কুত্তা না শূওর ?

তার পরও সে কিছু মানুষের নেতা (!)
হায় মানুষ !!
হায় মুসলমান !!!

১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ স্বপন ভাই।

ভালো আছেন নিশ্চয়। সাবধানে থাকবেন। শুভকামনা রইল।

৭| ১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ভিন্ন রকম চমৎকার।

১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাই। কৃতজ্ঞতা রইলো।

৮| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২০

নজসু বলেছেন:



প্রিয় ভাই আমার কবিতাটি পাঠ করলাম।
আপনার জন্য রেখে গেলাম তরতাজা একটি গোলাপ ফুল।
হৃদয় দিয়ে অনুভব করবেন আশা করি।

সালেহার লকডাউন গল্পটি পাঠ করে মনটা ব্যথাতুর হয়েছে।
ভালো থাকবেন প্রিয় ভাই।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০০

ইসিয়াক বলেছেন: ওয়াও! এমন মন্তব্য পেলে কার না ভালো লাগে। আমি গোলাপের সুবাস পাচ্ছি। সত্যি মন ভরে গেল।
ভালো থাকবেন প্রিয় ভাই।
শুভ কামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.