নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ছড়াঃ বৈশাখ

২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৭





ঝিম ধরা দুপুর
দুর বহু দুর
বিচ্ছিন্ন মেঘ ভাসে।

উতপ্ত চারিপাশ
রুক্ষ বৈশাখ মাস
কৃষ্ণচূড়া ফুল হাসে।

পুকুর তলানি জল
মাঠে সোনালী ফসল
কোকিলের কুহুতান।

ব্যস্ত কৃষাণ কৃষাণী
সদা হাস্যমুখখানি
অক্লান্ত অম্লান।

মৌমাছি যত ধায়
মধু অভিপ্রায়
ফুল হাসে সলাজে।

ঘুড়িরা আকাশে
ঝলমলিয়ে হাসে
নানা বর্ণিল সাজে।

পাখির ডানা মেলে
ইচ্ছে হয় যাই চলে
যেদিক যেতে চায় মন।

তৃষিত চাতক হয়ে
হাজার তৃষা বুকে নিয়ে
আশায় গুনি ক্ষণ।

সাজো সাজে মেঘ দল
ঝরাও কাঙ্খিত জল
ধরনীর শীতল হোক।

বৃষ্টি আয় বৃষ্টি
মেঘপানে যায় দৃষ্টি
লক্ষ কোটি চোখ।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২৭

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
দারুণ ছন্দময় কবিতা।

২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:২৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভ কামনা সতত।

২| ২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৩

অক্পটে বলেছেন:
'মৌমাছি যত ধায়
মধু অভিপ্রায়
ফুল হাসে সলাজে।'

কবিতায় ভাললাগা। প্রতিটা ৩ লাইনে একটি করে গল্প লেখা আছে যেন। মুগ্ধ!

৩০ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৯

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানবেন। অনুপ্রাণিত হলাম।
শুভ কামনা সতত।

৩| ২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৭

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার অনুভূতির উপস্থাপনা l

৩০ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় মহী ভাই।

৪| ২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: খুব সুন্দর কাব্য।

৩০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:০০

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভ কামনা।

৫| ২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৮

জগতারন বলেছেন:
অক্পটে বলেছেন:
'মৌমাছি যত ধায়
মধু অভিপ্রায়
ফুল হাসে সলাজে।'

কবিতায় ভাললাগা। প্রতিটা ৩ লাইনে একটি করে গল্প লেখা আছে যেন। মুগ্ধ!

সহমত !

৩০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:০১

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম প্রিয় স্বপন ভাই।

ভালো থাকুন সবসময়।

৬| ০৫ ই মে, ২০২১ রাত ৩:২১

রাজীব নুর বলেছেন: খুবই সুন্দর।

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৪২

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো। কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.