নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
সতর্কতাঃ প্রাপ্ত বয়স্কদের জন্য
~~~~~~~~~~~~~~~~~~
রম্য গল্পঃ লুঙ্গী সমাচার
~~~~~~~~~~~~~~
সকাল সকাল বাড়িতে হা হা হি হি তুফান আর তুমুল হৈচৈ এ আমার আরামের ঘুম হারাম হয়ে গেল।
মহা বিরক্তি নিয়ে উঠতে যাবো তখনি বুঝলাম বিব্রতকর অবস্থায় আছি। কি যেন একটা নেই।
তো বিছানা থেকেই হাঁক দিলাম, কই গো শুনছো? কি হলো এত হল্লা পাল্লা কিসের? চেঁচামেচি কিসের। আমার ঘুমের তো বারোটা বেজে গেল।
ওমা বলতে না বলতে দেখি সেই মুহুর্তে আমার রুমে ছোট শ্যালিকা হুড়মুড়িয়ে ঢুকে পড়ল।
-আরে দুলাভাই লকডাউন সেলিব্রেট করতে এলাম আর আপনি এখনো ঘুমে, সো স্যাড।
- কি করবো রোজা রমজানের মাস, সেহেরি খেয়ে একটু ঘুমিয়ে ছিলাম।
-ওঠেন ওঠেন চলেন ছাদে যাই। আপনার সাথে কথা আছে।বলেই সে আমায় জড়িয়ে থাকা বিছানার চাদর ধরে টান মারতে গেল অমনি আমি চিল চিৎকার দিলাম।
আমার চিৎকার শুনে সে বেশ খানিকটা হকচকিয়ে গেল। থতমত খেয়ে বড় বড় চোখ মেলে চেয়ে রইলে।
আসল ঘটনা হলো আমি বিছানা ছেড়ে উঠবো কি করে চাদরের নিচ দিয়ে হাতড়ে হাতড়ে আমার লুঙ্গী খুঁজে পাচ্ছি না। ততক্ষণে গিন্নিও হাজির।
আমি গিন্নি কে ইশারা করতে সেও ঠোঁট বাকিয়ে ইশারা করল।
আমি একটা চোখ টিপ মেরে মুখভঙ্গিতে তাকে বোঝাতে চেষ্টা করলাম আমার লুঙ্গী পাচ্ছি না। উল্টো সে আরও ভুল বুঝে আমায় ভৎসনার করে উঠলো,
- রোজা রমজানের দিনে কী লাজ শরমের মাথা খেয়েছো? চোখ টিপি মারো!
বেহায়া বেশরম পুরুষ মানুষ কোথাকার।
আমি নিরুপায় হয়ে বললাম,
- আরে মাথা গরম করো কেন? আমার লুঙ্গী তো পাই না।
-তোমার লুঙ্গী তো হুইল পাউডারে ভিজায়ে দিছি।রোজার মাসে পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরী। বুঝলা।
শালিকার সাথে ছাদে ঘুরতে যাওয়ার এমন সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে আমি অসহায় হয়ে বললাম,
- তাহলে আমি কি পরবো?
আমার শালিকাটি যেমন রসিক তেমন চটুল,
- কি ব্যাপার দুলাভাই রাতে বুঝি জন্মদিনের পোশাক পরে ঘুমান। খুব রোমান্টিক তো আপনি হি হি হি
তাড়াতাড়ি আমার বউ বলে উঠল
- আরে না না ওসব কিছু না তোর দুলাভাইয়ের একটা সমস্যা হলো সে রাতে লুঙ্গী পরে ঘুমায় ঠিকই মাঝরাত্তিরে আর সেই লুঙ্গীর খোঁজ থাকে না।আজ সকালে ঘর ঝাড় দিতে এসে দেখি তোর দুলাভাইয়ের লুঙ্গী খাটের নিচে গড়াগড়ি খায়। ভাবলাম লকডাউনে কাজের লোক তো আর আসবে না তো কাপড়চোপড় আমাকেই কাঁচতে হবে তো ভিজিয়ে দিলাম। আর ঘুম থেকে উঠলে বলবো চাদরটা জড়িয়ে নাও।
-চাদর??????
শালিকার লজ্জা বুঝি এবার ফিরে এলো। সে মুখে কাপড় চাপা দিয়ে এক দৌড়ে পাশের রুমে চলে গেল। বেচারার লজ্জা পাওয়া দেখে আমারই লজ্জা পেয়ে গেল।
কি আর করা আমি বিছানার চাদরটাকে জড়িয়ে ব্যলকনিতে এসে আরাম করে পায়ের উপর পা দিয়ে বসলাম।
এখনো গরমটা তেমন পড়েনি। হালকা ঝিরিঝিরি বাতাস বয়ে যাচ্ছে। আহ শান্তি!
আমার ফ্ল্যাটের ঠিক মুখোমুখি রহমান সাহেবের ফ্ল্যাট। উনি আবার আমার অফিসের স্টাফ। যদিও আমার জুনিয়র তবুও হ্যাস্যরস,মজা আড্ডা সবই চলে তার সাথে অন্য দিন তিনি চা বা কফি নিয়ে ব্যস্ত থাকেন আজ মনে হয় রোজা। কেমন যেন বিরস মুখে বসে আছেন। মনে হচ্ছে এখনই তার পানি পিপাসা পেয়েছে। হঠাৎ যেন আমায় খেয়াল করলো,এমন ভাবে বললেন
-আরে হাসান ভাই এটা আবার কোন মডেলের লুঙ্গী। আগে পরেন নি তো নতুন কিনেছেন বুঝি? বড় বড় তাজা গোলাপের মাঝে বেশ ফুটে আছে ভ্রমর কালো সুঁচ। দারুণ কম্বিনেশন।
- আমি বেশ ডাটের সাথে পায়ের উপর পা তুলে দিয়ে ভাব নিলাম।
-হ্যাঁ এটা তো নিউ মার্কেট থেকে কেনা।কিছুদিন আগে।
বিদেশি প্রোডাক্ট।
- বিদেশি না হয়ে যায়ই না সে তো বুঝতেই পারছি।আর যাই বলেন সাইজটা কিন্তু খানদানি। তিনি কেন যেন আমারদিকে গভীরভাবে লক্ষ করছেন। এভাবে তাকিয়ে আছেন কেন কে জানে তবুও আমি হো হো করে হেসে সঙ্গ দিলাম। প্রশংসা শুনতে কার না ভালো লাগে।
হঠাৎ রহমান সাহেব বললেন
- তা আপনার লুঙ্গিটা সেলাই করেননি বুঝি? দিন দুনিয়া তো সব আলগা পালগা হয়ে গেল গা হা হা হা।ঢাকেন ঢাকেন।হা হা হা।
মুহুর্তে আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। আমার গা মাথা ভো করে চক্কর উঠলো দ্রুত ঘরে ঢুকে দরজা আটকে দিলাম। হায় হায় মান ইজ্জত আর কিছুই রইলো না।
ওদিকে রহমান সাহেবের গলা শোনা যাচ্ছে,
- আমি কিন্তু কিছু দেখি নাই হো হো হো
© রফিকুল ইসলাম ইসিয়াক৷
গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক।
২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:১৯
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো জেনে অনুপ্রাণিত হলাম।
শুভ কামনা রইলো।
২| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১০
সভ্য বলেছেন: দারুন হয়েছে, ভালো লেগেছে।
২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:২০
ইসিয়াক বলেছেন: সভ্য আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভ কামনা।
৩| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৩৬
মা.হাসান বলেছেন: কিছু দেখলেই কি, আমরা আমরাই তো
শালিকে দেখলে অনেকেই এরকম লুঙ্গি খুলে চাদর জড়ায় । আপনার শালি কয়জন?
ব্লগার গিয়াস উদ্দিন লিটন ভাইয়ের একটা গল্প আছে, লুঙ্গি আর ডাব পাড়া নিয়ে। সময় হলে খুঁজে পড়তে পারেন। আফসোস উনি ব্লগে এখন খুব কম আসেন।
২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:২২
ইসিয়াক বলেছেন: হা হা হা.......
বিয়া আমার কেমনে হইবো মা বাপ তো নাই.... অতএব শালীও নাই।
৪| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও কিছু দেখি নাই
শালি ও না !!
২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:২৪
ইসিয়াক বলেছেন: আমিও কিছু দেখি নাই, খান সাহেব দেখছেন কিনা কে জানে।তার তো এখন হাত পা বাঁধা
৫| ২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: মজা পাইছি।
বেচারা!
আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। বিয়েশাদী করেননি যেখানে সেখানে এমন মিষ্টি শালীকে সঙ্গ দেওয়া বা দেওয়ার সুযোগ নষ্টের কথা আপনি জানবেন কেমনে? আপনি একজন ব্যাচেলর মানুষ মিথ্যে কথা নিয়ে গল্প না ফাঁদলেই কি হতো না,? আর যদি টুকলি করে কোনো বন্ধুর প্রক্সি করে লেখেন তাহলে অবশ্য দোষ দেখিনা। বরং প্রক্সিতে শালী/বৌ নিয়ে গল্প বাঁধুন।হেহেহে
০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৪৬
ইসিয়াক বলেছেন: হা হা হা কত জনে তো কত কিছু ভাবলো আমারে নিয়া । আমি যামু কই। বউ এর সাথে একখান জম্পেস হট ছবি ফেবুতে পোস্ট না দিলে নয় দেখছি
৬| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪৭
অনেক কথা বলতে চাই বলেছেন: বড় বড় তাজা গোলাপের মাঝে.......। হাহাহা, মজা পেলাম।
০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৪৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাই শুভকামনা সতত।
৭| ২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫১
ভুয়া মফিজ বলেছেন: প্রথমে তো ভাবলাম, লুঙ্গি ডান্স নিয়া কিছু। এখন তো দেখি, ঘটনা জটিল!! তবে আপনের একটাই লুঙ্গি দেইখা দুঃখ পাইলাম। বউএর পেটিকোট দিয়া সাময়িক কাজ চালাইলে এই দূর্গতিতে পড়তে হইতো না।
০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৪৯
ইসিয়াক বলেছেন: গরীব মাইনষের তো একখান বউ আর একখান লুঙ্গীই সম্বল
# আপনে বুঝি সময়ে সময়ে ভাবীসাবের পেটিকোট পইরা অবস্থা সামাল দেন ।আর কিছু কমু না রোজা রমজানের মাস ।
৮| ০৫ ই মে, ২০২১ রাত ২:৪৮
রাজীব নুর বলেছেন: হা হা হা---
০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৫০
ইসিয়াক বলেছেন: হো হো হো.......।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৩৪
মেহেদি_হাসান. বলেছেন: মন খারাপ ছিলো গল্পটা পড়ে মজা পাইলাম