নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ছড়াঃ নিয়ম মেনে খাও

৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৮




এক ছিল এক কোলা ব্যাঙ
দেখতে মোটা সোটা।
খিদে পেলে যা তা খেতো
আস্ত গোটা গোটা।

একদিন কি একটা খাবার
আটকালো তার গলায়।
লাফালাফি করলো সে
বেদম কষ্টের জ্বালায়।

তারপর থেকে ব্যাঙটি আর
খায়না কোন কিছু।
দিনে দিনে নানা রোগ
নিল তার পিছু।

আহার বিনা কোন প্রাণি
বাঁচতে কি আর পারে?
পুষ্টির অভাবে কদিন পরে
গেল সে মরে।

খাওয়ার বেলায় ধৈর্য ধরো
নিয়ম মেনে খাও।
দেখবে তুমি ভালো আছো
থাকতে যেমন চাও।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: নিয়ম করে পরিমিত খাওয়াই ভালো।
দারুণ একটি শিক্ষনীয় কবিতা, অনেক ধন্যবাদ।

০২ রা মে, ২০২১ রাত ১০:৫০

ইসিয়াক বলেছেন: শুধু খাওয়া নয় সকল কাজে নিয়ম মানতে হবে তা হলে বিপদ অনিবার্য। ধন্যবাদ প্রিয় ব্লগার।

শুভ কামনা রইলো।

২| ৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সব কিছু যে খেতে নাই
সবাই বোঝে না।
তানা হলে ত্রাণের টিন
চেয়ারম্যন খেতোনা।

বদহজম হলে পরে
আম ও ছালা যাবে।
হিসাব করে আগে ভাগে
তার পরেতে খাবে।

০২ রা মে, ২০২১ রাত ১০:৫২

ইসিয়াক বলেছেন: হা হা হা ঠিক ঠিক ঠিক। ১০০℅


শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।

৩| ৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাঙরে ধৈর্য ধরতে বলেন। সুস্থ হওয়ার পর আবার বেদম হারে খাইতে পারবে :)

ছড়া ভালো হইছে

০২ রা মে, ২০২১ রাত ১০:৫৪

ইসিয়াক বলেছেন: ব্যাঙ বাবাজী একটু অস্থির মতি। এজন্যই তো ধরা খাইছে।৷


মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভ কামনা সতত।

৪| ৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

নজসু বলেছেন:



বাহ!
ছন্দে ছন্দে একশ ভাগ খাঁটি কথা।
ভালো থাকবেন প্রিয় ভাই।
প্রথম লাইক।

০২ রা মে, ২০২১ রাত ১০:৫৫

ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন।
শুভ কামনা সতত।

শুভ রাত্রি।

৫| ৩০ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০৫

নীল আকাশ বলেছেন: ছড়া জম্পেস হয়েছে। ১৬ নাম্বার লাইন আরেকবার চিন্তা করতে পারেন। কিছুটা ছন্দে ছন্দ পতন লেগেছে। লাইনে বর্ণ সংখ্যা কম।
শালার, দেশের রাজনীতিবিদদের যদি এইরকম হতো কতই দারুন হতো?
নুরু ভাইয়ের মন্তব্য ভালো লেগেছে।

০২ রা মে, ২০২১ রাত ১০:৫৬

ইসিয়াক বলেছেন: সময় করে ঠিক করে দেবো প্রিয় নীল আকাশ ভাই। মন্তব্যে ভালোলাগা জানবেন।



শুভেচ্ছা রইলো।

৬| ৩০ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫২

নয়ন বড়ুয়া বলেছেন: দারুণ কবিতা দাদা...

০২ রা মে, ২০২১ রাত ১০:৫৭

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা।

শুভ কামনা জানবেন।

৭| ৩০ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৩০

মা.হাসান বলেছেন: ব্যাঙ কি আর সুস্থ হবে? মনে হচ্ছে যাবজ্জীবন হয়ে গেছে:(

০২ রা মে, ২০২১ রাত ১০:৫৯

ইসিয়াক বলেছেন: হা হা হা। এসব পার্টি আবার বেঁচে ফেরার তরিকা ভালো মতোই জানে। সমস্যা তো সেখানেই।



শুভ কামনা রইলো।

৮| ৩০ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: ছড়া ভালো লাগিছে।
শুভেচ্ছা প্রিয় কবিবরকে।

০২ রা মে, ২০২১ রাত ১১:০১

ইসিয়াক বলেছেন: আপনার প্রতিও অজস্র শুভকামনা রইল প্রিয় দাদা।


ভালো থাকুন। সাবধানে থাকুন।

৯| ০১ লা মে, ২০২১ রাত ১২:৩১

কামাল১৮ বলেছেন: কবিরা যদি ছড়া লিখতে শুরু করে,ছড়াকাররা কোথায় যাবে।ছড়া ভালো লেগেছে।

০২ রা মে, ২০২১ রাত ১১:০২

ইসিয়াক বলেছেন: ছড়া দিয়েই তো আমার ব্লগ লেখা শুরু। প্রথম দিকের পোস্ট গুলো পড়তে পারেন।

১০| ০১ লা মে, ২০২১ রাত ১:২০

সিগনেচার নসিব বলেছেন: খাওয়ার বেলায় ধৈর্য ধরো
নিয়ম মেনে খাও।
দেখবে তুমি ভালো আছো
থাকতে যেমন চাও।
++++

০২ রা মে, ২০২১ রাত ১১:০৬

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা রইল।

১১| ০১ লা মে, ২০২১ বিকাল ৪:২৪

শেহজাদী১৯ বলেছেন: বেহিসাবী খাওয়া দাওয়া জীবনে করুন হাল বয়ে আনে।

০২ রা মে, ২০২১ রাত ১১:০৭

ইসিয়াক বলেছেন: ঠিক তাই, নিয়ম মেনে চললে কোথাও কোন সমস্যা হবার কথা নয়।

১২| ০৫ ই মে, ২০২১ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: চমৎকার।

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:৪৪

ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.