নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

সহজ সরল প্রেমগীত

০৭ ই মে, ২০২১ সকাল ১১:৫৭



সখা ও সখী
~~~~~~~~~~

সখাঃ
সুন্দরী লো, চাইয়া দেখ
আমারও নয়ন পানে।
তোমার লাগি এই বিবাগীর
বড়ই মনটা টানে।

সখীঃ
ও প্রেমিক রসিক, নকল আশিক
অন্য দিকে যাও।
কেন এই তীরে, নাও ভিড়াইয়্যা
মজা লইতে চাও।
সখাঃ
মজা নয়গো প্রাণ সখী
মন দিয়েছি তোমারে।
এমন কথায়, পাই যে ব্যাথা
কষ্ট পাই অন্তরে।

সখীঃ
আমার কথায় কষ্ট পাও
শুনে পাইলাম ব্যথা।
কইতে চাইলে কইতে পারো
তোমার মনের কথা।

সখাঃ
রূপগঞ্জে বাড়ি আমার
পাড়া দক্ষিণ খান।
সুনামগঞ্জের বড় ব্যপারী
আমার আব্বাজান।
আমি নিজে চাকরি করি
জীবন নগরে।
সেই সুত্রে এদিক আইসা
দেখা পাইলাম তোমারে।

সখীঃ
কথায় দেখি বড়ই পটু
চালাক তুমি খুব।
কেন গো নাগর এই উতল গাঙে
দিতে চাও ডুব?

সখাঃ
ভালোবাসি তাই চাইগো তোমারে
জানাই মিনতি।
পরিণয় তুমি কবুল কর
রইলো আকুতি।

সখীঃ
ভুল বুইঝোনা প্রাণসখা
বাড়াইয়া দাও হাত।
সারাজীবন সঙ্গী হব
সইয়া সকল আঘাত।
সাচ্চা রসিক,প্রেমের আশিক
তুমি জাদুকর।
মায়াজালে জয় করিলা
আমারও অন্তর।

সখা সখীঃ
আমরা দুজন ভাসবো স্রোতে
প্রেমের তরী লইয়া।
সুখে দুঃখে কাটবে জীবন
এমনি করে বইয়া।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২১ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: আহ্লাদে গদগদ।

০৭ ই মে, ২০২১ দুপুর ১:১৬

ইসিয়াক বলেছেন: হা হা হা আহ্লাদে গদ গদ কে? আপনি?

২| ০৭ ই মে, ২০২১ দুপুর ১:০৫

স্বর্ণবন্ধন বলেছেন: খুব সুন্দর লিখেছেন কবি। আদি বাংলার শ্বাশত সাহিত্যিক রূপের পুনর্নিমাণ। পদাবলীর ছন্দের ছোয়া পেলাম কিছুটা। শুভকামনা।

০৭ ই মে, ২০২১ দুপুর ১:২৩

ইসিয়াক বলেছেন: ব্লগে যে কয়জন আমার প্রিয় কবি আছেন তার মধ্যে আপনি অন্যতম। আপনার কবিতা আমি নিয়মিত পড়ি,আমার নিজের জ্ঞানের স্বল্পতার জন্য বেশিরভাগ কবিতাগুলো কয়েকবার পড়তে হয়,তারপর বুঝতে পারি। কি চমৎকার যে লেখেন আপনি। আমি অবশ্য আপনার মত লিখতে পারি না।
প্রিয় কবি আপনার মন্তব্য পেয়ে সত্যি আমি অনুপ্রাণিত হলাম।

ভালো থাকুন সবসময়।
শুভ কামনা রইলো।

৩| ০৭ ই মে, ২০২১ দুপুর ২:৩২

জটিল ভাই বলেছেন:
তুমি আর আমি কাহিণী বাংলার ঘরে-ঘরে,
মিলনে বিরহে পাশাপাশি রবো হাজার বছর ধরে.......

ভালো লাগলো :)

০৯ ই মে, ২০২১ সকাল ১০:০০

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। শুভকামনা রইলো।

৪| ০৭ ই মে, ২০২১ বিকাল ৪:১১

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ উপস্থাপন,

০৯ ই মে, ২০২১ সকাল ১০:০১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় মহী ভাই্ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.