নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
মা
~~~
একলা থাকি একলা জাগি মনটা ছুটে যায়।
মা গো তুমি কোথায় গেলে? কোন অজানায়?
তোমায় ছাড়া ঘুম আসেনা,ভয় জাগে মনে,
বুকটা কেবল হাহা করে নিবিড় সঙ্গোপনে।
রাত্রি গুলো তোমায় ছাড়া অসীম অন্ধকার?
মাগো তুমি প্রতিটা ক্ষণে একান্ত আপনার।
কিন্তু,
বোঝার আগে দেখলাম আমি তোমার নিথর দেহ।
আর ফিরবে না সে কথাটা, জানায় নি তো কেহ!
ফিরবে আবার ভাবলাম আমি, তোমার ছোট্ট খোকা।
সান্তনা দিলো ,সকলেই বলল, কাঁদিস কেন বোকা?
কাঁদিনি আমি, আশায় ছিলাম।,তুমি ফিরবে আবার।
কোলে চড়ে আদর খাবো, লোভ ধরাবো সবার।
ফিরলে না কেন? অভিমান? কি করেছি আমি?
তুমি না আমার ছোট্ট মেয়ে ?রাখো তো পাগলামী।
বাতাস বহে দুর শনশন ,ওরে বাতাস শোন।
খোঁজ নিয়ে জানাস তো ,মা! আছে গো কেমন?
মেঘ তুমি ছুটে ছুটে চলো, লক্ষ পারাপার।
আনতে পারবে ফিরিয়ে তুমি মাকে আমার?
চাঁদ তুমি মামা হও ,মা একদিন বলেছিলো।
কোথায় আছে মাগো আমার? তোমায় জানালো?
কেন কথা বলছো না কেউ? তাহলে কি ঠিক!
মা কি সত্যি হারিয়ে ফেলেছে ,আমার পথের দিক?
© রফিকুল ইসলাম ইসিয়াক
১০ ই মে, ২০২১ দুপুর ২:৩৮
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার।
শুভ কামনা সতত।
২| ১০ ই মে, ২০২১ সকাল ১০:৫০
নুরহোসেন নুর বলেছেন: মা-বাবা হচ্ছে সন্তানের আইডল, তারা না থেকেও থাকে সন্তানের হৃদয়ে।
১০ ই মে, ২০২১ দুপুর ২:৩৫
ইসিয়াক বলেছেন: অনেকদিন পর এলেন। ভালো আছেন নিশ্চয়?
শুভ কামনা রইলো।
৩| ১০ ই মে, ২০২১ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: শুধু কি নিজের মাকে ভালোবাসতে হবে? নাকি অসহায় দরিদ্র মা। যে মা রাস্তায় থাকে। চিকিৎসা পায় না, খাবার পায় না- তাকেও ভালোবাসতে হবে।
১০ ই মে, ২০২১ দুপুর ২:৩২
ইসিয়াক বলেছেন: সকল মাকে,সকল নারীজাতিকে সম্মানের চোখে দেখতে হবে। ভালোবাসতে হবে। মা তো মা। মায়ের সাথে কারও তুলনা হয় না। মায়ের মত আপন কেউ হয় না।
৪| ১০ ই মে, ২০২১ দুপুর ২:৪৯
শায়মা বলেছেন: মায়ের জন্য দোয়া ভাইয়া।
১০ ই মে, ২০২১ বিকাল ৪:৪৬
ইসিয়াক বলেছেন: আপনার জন্যও দোয়া রইলো আপু।
ভালো থাকুন সবসময়।
৫| ১৪ ই মে, ২০২১ রাত ২:৩৯
ঢুকিচেপা বলেছেন: মা শুধুই মা এবং মা।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২১ সকাল ১০:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: মা কিংবা বাবা একবার ওপারে চলে গেলে আর ফিরে আসনে। কাব্যে তা সুন্দরভাবে প্রকাশ পেয়েছে।