নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আসুন জমিয়ে ব্লগিং করি

১২ ই মে, ২০২১ রাত ৯:১৮

পুরো একটা দিন পরে সামুতে এসে মনে হলো।আহ! প্রাণ ফিরে পেলাম।আজ ছুটির দিন ছিল কিন্তু সামুতে লগ ইন করতে না পারার কারণে মনটা কেন জানি আনচান করছিল। যাক ফিরে এলাম সামুতে। আপাতত আর কোন সমস্যা যেহেতু তো আসুন জমিয়ে ব্লগিং করি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।


আজ সারাদিন কিছু আজুড়ে কাজ করেছি। সেগুলোই পোস্ট দিলাম।







মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২১ রাত ৯:২৫

জটিল ভাই বলেছেন: সুন্দর হয়েছে।
জটিলবাদ :)

১২ ই মে, ২০২১ রাত ৯:৫০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো।

২| ১২ ই মে, ২০২১ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: আপনি কম্পিউটারে ভালোই কাজ পারেন।

১২ ই মে, ২০২১ রাত ৯:৫১

ইসিয়াক বলেছেন: কি যে বলেন। এগুলো তেমন কোন কাজ না। ভালো থাকুন।
শুভ কামনা রইলো।

৩| ১২ ই মে, ২০২১ রাত ৯:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বিরতীর পরে শুরু হোক আবার

১২ ই মে, ২০২১ রাত ৯:৫৩

ইসিয়াক বলেছেন: হ্যাঁ প্রিয় ব্লগার, মনে হচ্ছে নতুন জীবন পেলাম। চলুন সবাই জমিয়ে ব্লগিং করি।
শুভ কামনা রইলো।

৪| ১২ ই মে, ২০২১ রাত ১০:১৪

বিবেকহীন জ্ঞানি বলেছেন: সামুর প্রতি প্রেম আবার শুরু হোক নতুনত্বের টানে।

১২ ই মে, ২০২১ রাত ১০:২১

ইসিয়াক বলেছেন: খানিক বিরহে প্রেম আরও মজবুত হয়।
শুভ কামনা রইলো। ভালো থাকুন সবসময়।

৫| ১২ ই মে, ২০২১ রাত ১১:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমার বেশ কিছু লাটিম ছিলো। লাটিমের এক ধরনের নেশা ছিলো বলা চলে। কবিতাটি ভালো লেগেছে।

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৩৪

ইসিয়াক বলেছেন:


আমি লাটিম ঘোরাতে পারি না। এটা আমার সারা জীবনের আফসোস।

৬| ১৩ ই মে, ২০২১ রাত ১২:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ক্যাচাল পোস্ট না হলে জমিয়ে ব্লগিং করা যায়না তো।

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৩৫

ইসিয়াক বলেছেন: হা হা হা ......ক্যাচাল পোস্ট ছাড়া ব্লগিং জমে। একদম সত্যি।
তবে ক্যাচালে আমার বড্ড ভয়।

ভালো থাকুন । শুভকামনা রইলো।

৭| ১৩ ই মে, ২০২১ রাত ১২:০৮

সোহানী বলেছেন: হাঁ আপনাদেরতো ঈদের বন্ধ। জমিয়ে ব্লগিং করবেন কিন্তু আমরা আছি চিপায়। কোনরকমে ঈদ পার করছি।

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৩৮

ইসিয়াক বলেছেন: আমরাও কোন রকমে ঈদ পার করছি। করোনা ভাইরাসের ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ভয়ে বেশ জড়োসড় অবস্থা। তার ভিতর ঈদের কেনাকাটা। আরও কত রকম ঝামেলা। তবে আমাদের এলাকায় আগের থেকে মানুষ ভালোই সচেতন হয়েছে। সেটুকু ভরসা।
ঈদ মোবারক আপু।
ভালো থাকুন সবসময়।

৮| ১৩ ই মে, ২০২১ রাত ১২:১৭

শায়মা বলেছেন: খোকা আর মায়ের স্মৃতিতে ভাইয়ামনি।

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৪০

ইসিয়াক বলেছেন:










মা বড় ধন রক্তের বাঁধন ছিন্ন হবার নয়। এপারে ওপারে সকল মায়েরা ভালো থাকুক।

ঈদ মোবারক আপু।

৯| ১৩ ই মে, ২০২১ রাত ২:৪৪

নেওয়াজ আলি বলেছেন: ভাল লাগলো ।
শুভ কামনা রইলো।

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৪০

ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক মহী ভাই।

ভালো থাকুন সবসময়।

১০| ১৩ ই মে, ২০২১ রাত ২:৪৫

আমি সাজিদ বলেছেন: জমিয়ে একেবারে

১৩ ই মে, ২০২১ সকাল ১০:৪২

ইসিয়াক বলেছেন: ব্যস্ততার জন্য লগ ইন না করলেও সামু অন করলে কোন কারণে সামুর পেজ ওপেন না হলে প্রচন্ড অস্থির লাগে।

ভালো থাকবেন ভাইয়া।
ঈদ মোবারক ।

১১| ১৩ ই মে, ২০২১ সকাল ১০:১১

মনিরা সুলতানা বলেছেন: আসুন এই ঈদের ছুটিতে জমিয়ে আড্ডা দেই !
হ্যাপি ব্লগিং !!

মা ও খোকা, লাটিম ও খোকা ভালোলাগা।

১৩ ই মে, ২০২১ সকাল ১১:০৫

ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন আপু। ভালো লেগেছে জেনে অনেক অনুপ্রাণিত হলাম।
মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা রইলো।


ঈদ মোবারক ।

১২| ১৩ ই মে, ২০২১ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কি যে বলেন। এগুলো তেমন কোন কাজ না। ভালো থাকুন।
শুভ কামনা রইলো।

আমি এতটুকুও পারি না।

১৩| ১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: িকছুটা ভয় পেয়েছিলাম সামু কি আবারও ব্লক হয়ে গেল কিনা ভেবে। এবার জমিয়ে ব্লগিং করুন। ঈদের শুভেচ্ছা।

১৪| ১৩ ই মে, ২০২১ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: বন্ধু ঈদ মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.