নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কৌতুক

১৩ ই মে, ২০২১ সকাল ১১:০০



আসুন একটু হাসি । গতকাল যখন সামুর বিরহে এদিক ওদিক ঢুঁ মারছিলাম। তখন এই কৌতুকটি চোখে পড়লো। আপনারা পড়ে থাকবেন হয়তো। তবুও শেয়ার করাল লোভ সামলাতে পারলাম না। যাক এবার কৌতুকটা পড়া যাক......

নোয়াখালির এক ছেলে প্রথম সাময়িক পরীক্ষায় অনেক বিষয়ে ফেল করেছে।রিপোর্ট কার্ড দেখে তো মায়ের চক্ষু চড়কগাছ , মা তো রেগেমেগে সেই রকম অস্থির,
.
মা : এই, তুই কিসে কিসে হেল কইচ্চস?
.
ছেলে : ইংরেজি, ইতিহাস আর হিটিতে
( পিটি-শরীরচর্চায়) হেল কইচ্চি।
.
মা : ইংরেজিতে হেল কইচ্চস কিল্লাই?
.
ছেলে : টিচার আঁরে কয় ট্রানস্লেশন কর, তোমার মা করিম মিয়ার লগে ঘুরতে যায়।আঁই কইছি, আঁর মা কি খারাফনি যে করিম মিয়ার লগে ঘুরতে যাইব?
.
মা :তা, ইতিহাসে হেল কইচ্চস কিল্লাই ?
.
ছেলে : টিচার আঁরে জিগায়, হানি হথের যুদ্ধ কেন হয়ছিল ? আঁই কইছি, হুকনা হথে সুবিধা কইত্ত হারে নাই, ইয়াল্লাই হানি হথে যুদ্ধ কইচ্চে।
.
মা : হিডিতে হেল কইচ্চস কিল্লাই। হিডিতে তো আত ফাও লারি চারি দিলেই ফাশ হরন যায়।

ছেলে : টিচার আঁরে কয় ডাইন আত তোল, আঁই তুইলচি হেরপর কয় বা আত তোল, আঁই হিডাও তুইলচি। হেরপর কয় বাম ফা তোল, আন্নে ছান আঁই হিডাও তুইলচি আই সব উডাই রাখছি হেরপর আরো কয় ডাইন ফা তোল,ইবার চেইত্তা আঁই কইছি চাইর আত পাও তুলি আই কি আন্নের আন্ডার উপর খাড়াইতামনি?
.
মা : অংক আর বাঙলায়ও তো হেল কইচ্চস। অংকে হেল কচ্চস কিল্লাই?

.
ছেলে - অসৎ ব্যবসার হশ্ন কইচ্চে দেহি আই উত্তর দেই নো। প্রশ্ন কইচ্চে ২০ টাহা সেরে ১০ সের দুধ কিনে ৩ সের হানি মিশিয়ে আবার ২০ টাকা করে বিক্রি করলে কত লাভ অয়। আঁর বাপ দাদা চৌদ্দপুরুষ কোনদিন এই ব্যবসা কইচ্চেনি?
আইয়ো কইত্তামনা কোনদিন। হেরলাই উত্তর দেই- নো।
.
মা : ঠিক আছে তো, বাংলায় হেল কইল্লিক্যা?

.
ছেলে - ডাক্তারি হশ্ন কইচ্চে আই কেমনে হারুম। ফ্রশ্ন কইচ্চে, লিঙ্গ ফরিবর্তন কর। আন্নে হারবেন নি? এডা কি কোন জামা-কাফড় নি যে ফরিবর্তন করি ফালামু । =p~ =p~ =p~

সংগৃহীত

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২১ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: আমার আজকাল কোনো কিছুতেই হাসি পায় না।

১৩ ই মে, ২০২১ দুপুর ১২:৫২

ইসিয়াক বলেছেন: আমার লেখা লুঙ্গী সমাচার পড়ে কিন্তু হেসেছিলেন। সেজন্য বলবো একেবারে যে হাসেন না তা কিন্তু নয়।

# হাসি স্বাস্থ্যের পক্ষে ভালো। আবার কমেন্ট কইরেন না যে বইয়ের ভাষায় কথা বলছি।


শুভ কামনা রইলো।

২| ১৩ ই মে, ২০২১ দুপুর ২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: এইটা আগে পড়ি নাই, ভালো হইছে।

৩| ১৪ ই মে, ২০২১ রাত ২:২০

ঢুকিচেপা বলেছেন: হাহাহা দারুণ........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.