নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

# save_Palestine

১৮ ই মে, ২০২১ সকাল ৮:৪৯



#Save Palestine

কেউ বাড়িয়েছিল হাত যেদিন তোমরা চেয়েছিলে আশ্রয়?

কেউ দেখেছিল কি ফিরে, যেদিন তোমরা হাহাকার ভরা আর্তনাদে সব হারিয়ে দিয়েছিলে চিৎকার?

কেউ হয়েছিল কি সমব্যথী যখন তোমার জনগোষ্ঠী বিলুপ্ত হতে যাচ্ছিল?

হ্যাঁ বাড়িয়েছিল হাত।
দেখেছিল ফিরে।
হয়েছিল সমব্যথী।

একটি জনগোষ্ঠী।
হ্যাঁ,ফিলিস্তিন জনগোষ্ঠী।
অন্য কেউ তো নয়!
তবে কেন আজ তাদের আশ্রয়ের সুযোগ নিয়ে তাদের করো বিনাশ?

তারা কি তোমাদের সকল শিশুর মুখে বিনা স্বার্থে খাবার তুলে দেয়নি?

তারা কি তোমাদের জীবন জীবিকাকে সচল করে মূল স্রোতে ফিরে আনতে সাহায্য করেনি?

তারা কি তোমাদের মুক্ত বাতাসে একটু হাঁটা চলা করার সুযোগ দিয়ে আনন্দ লাভ করেনি?

দিয়েছিল তো আশ্রয়, জুগিয়েছিল তো তোমাদের শিশুদের মুখের অন্ন।
নিয়েছিল তো ভাগ করে যা ছিল দরিদ্রের সংসারে।

সব ভুলে গিয়ে,

দিনে দিনে সেই তোমরা সেই আশ্রিতরা একটু একটু করে নিয়েছো দখলে আশ্রয়দাতার
ঘর গেরস্থালী মাঠ প্রান্তর।

প্রতিবাদে জেগে উঠলে তাকে করেছো তুমুল প্রতিরোধ
দিনশেষে তারা হয়েছে বাস্তুচ্যুত।
তোমাদের সুপরিকল্পিত আঘাতে।

তোমার শিশুর মুখের আহারের জোগানদাতার শিশুগুলোর দিকে নিক্ষেপ করো আজ
বুলেট বোমা।
তাদের রক্তাক্ত করো, ক্ষতবিক্ষত করো, এতিম করো,তার পরিবারকে করো নিঃশ্চিহ্ন।

তাদের জীবনকে করো অনিশ্চিত।

হায় প্রতিদান!
অকৃতজ্ঞ জাতি!
এই বুঝি উপকারীর প্রতিদান?

জেনে রেখো,

জালিম আর জুলুম কখনো চিরস্থায়ী হয়নি কখনো।
তুমিও বা তোমরাও নও চিরস্থায়ী এই পৃথিবীতে।
ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না এটাই আফসোস।
তাই ইতিহাস ফিরে আসে বার বার।

এমন কিছু করো না
যাতে ইতিহাস তোমাদের মুখে ছিটায় ঘৃণার থুতু, বারংবার, বারংবার।

তোমাদের ধিক্কার জানাই।
তোমাদের ধিক্কার জানাই।
তোমাদের ধিক্কার জানাই।

তোমাদের অহংকার,
তোমাদের দর্প,
তোমাদের আত্মগরিমা।
ধ্বংস হোক।
ধ্বংস হোক।
ধ্বংস হোক।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২১ সকাল ১০:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই ধ্বংস হোক প্রিয় কবি দা

২৯ শে মে, ২০২১ ভোর ৬:২৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।

২| ১৮ ই মে, ২০২১ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

২৯ শে মে, ২০২১ ভোর ৬:২৪

ইসিয়াক বলেছেন: ভালো থাকুন আপু।

মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।

শুভ কামনা সতত।

৩| ১৮ ই মে, ২০২১ সকাল ১১:৪০

বিজন রয় বলেছেন: আপনার কবিতায় অনেক পালাবদল হয়েছে। এই কবিতাটি তার উৎকৃষ্ট প্রমাণ!
অনেক ভাল সৃষ্টি এই কবিতাটি।

এভাবেই কবিতা চাই।
নির্মেদ, উত্তরাধুনিক, প্রভাবক।

শুভকামনা।

২৯ শে মে, ২০২১ ভোর ৬:৫৭

ইসিয়াক বলেছেন: মন্তব্যে দারুণ মুগ্ধতা। এমন মন্তব্যে আরও লিখতে উৎসাহ পাই।
ভালো থাকুন প্রিয় দাদা।

শুভেচ্ছা রইলো।

৪| ১৮ ই মে, ২০২১ দুপুর ১:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: "তোমার শিশুর মুখের আহারের যোগানদাতার শিশুগুলোর দিকে আজ নিক্ষেপ কর বুলেট, বোমা।" ++++

৫| ১৮ ই মে, ২০২১ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: গতকাল রাতে ভয়াবহ এক দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখি- ঢাকা শহরে ভুমিকম্প হয়েছে। পাঁচ লাখ লোক মারা গেছে। আমার পরিচিত সবাই মরে গেছে।
আনন্দের ব্যাপার হচ্ছে- আমার স্বপ্ন কখনও সত্যি হয় না। যদি সত্যি হতো তাহলে এতদিনে আমি হতাম বাংলা সিনেমার নায়ক বা বাদাম বিক্রেতা অথবা অর্থমন্ত্রী।

১৮ ই মে, ২০২১ দুপুর ২:২৩

ইসিয়াক বলেছেন: কিসের মধ্যে কী, পান্তা ভাতে ঘি B-))

৬| ১৮ ই মে, ২০২১ দুপুর ২:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:



জালিম আর জুলুম কখনো চিরস্থায়ী হয়নি কখনো।
তুমিও বা তোমরাও নও চিরস্থায়ী এই পৃথিবীতে।
ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না এটাই আফসোস।
তাই ইতিহাস ফিরে আসে বার বার।


এমনটাই হয় বার বার।

০৫ ই জুন, ২০২১ সকাল ৯:১৪

ইসিয়াক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা জানবেন।

৭| ১৮ ই মে, ২০২১ বিকাল ৫:৪৮

নেওয়াজ আলি বলেছেন: Save Palestine, save muslims

০৫ ই জুন, ২০২১ সকাল ৯:১৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই।

৮| ১৯ শে মে, ২০২১ রাত ১০:১৯

ঢুকিচেপা বলেছেন: তোমাদের অহংকার,
তোমাদের দর্প,
তোমাদের আত্মগরিমা।
ধ্বংস হোক।
ধ্বংস হোক।
ধ্বংস হোক।

০৫ ই জুন, ২০২১ সকাল ৯:১৫

ইসিয়াক বলেছেন: দেরিতে প্রতি মন্তব্যে আসার জন্য দুঃখিত প্রিয় ব্লগার।


ভালো থাকুন সবসময়।

৯| ২৩ শে মে, ২০২১ দুপুর ১২:০৫

কল্পদ্রুম বলেছেন: সহজ ভাষায় প্রতিবাদি কবিতা লিখেছেন। কবির বক্তব্য একেবারে স্পষ্ট।

০৫ ই জুন, ২০২১ সকাল ৯:১৬

ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.