নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মধ্য রাতের ওম

২৯ শে মে, ২০২১ রাত ১১:১৮






নীল পাজামা খুলে রেখে
ড্রিম লাইট জ্বেলে দিলে তুমি।
তাই দেখে,
জোনাকিরা সব উড়ে চলে গেল।

আমি ঘরে ঢুকতেই তুমি জানালে,
এই চার পায়াতে রাত কাটাবে না আর।

শুধু নাকি শব্দ হয়!

আমি হতাশ হয়ে রাতের চাঁদ দেখি
বুকের মাঝে কী সব এলোমেলো শব্দ।
কি হলো? কি হতে পারতো
কিন্তু হলো না যে কিছু।
ভেবে ভেবে বিরহকাতর আমি।
ঘুম এলো কি?

কে যেন অনেক রাতে টেনে নিলো আমায়
শীতের মধ্যরাতের এমন ওম
বেশ লাগে কিন্তু!
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২১ রাত ১১:৩৬

স্প্যানকড বলেছেন: যেই গরম পড়ছে তারমধ্যে এসব ওম টুম ক্ষতির কারণ হতে পারে =p~

৩০ শে মে, ২০২১ রাত ৯:০১

ইসিয়াক বলেছেন: মাঝে মাঝে ওম না পাইলে কাম কাজে এনার্জি আসে না যে ব্রো।
ভালো থাকবেন

২| ২৯ শে মে, ২০২১ রাত ১১:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ সাহসী কবিতা।

শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

৩০ শে মে, ২০২১ রাত ৯:০২

ইসিয়াক বলেছেন: সাহসী বলছেন। যাক অন্য কিছু বলেন নাই। হা হা হা


শুভ কামনা জানবেন।

৩| ৩০ শে মে, ২০২১ রাত ২:১৬

রাজীব নুর বলেছেন: গরমে শীতের কবিতা মন্দ নয়।

৩০ শে মে, ২০২১ রাত ৯:০৪

ইসিয়াক বলেছেন: গরমে ঘুম আসে না। একটু ওম টম হলে যদি ঘুম আসে। সেই চেষ্টা আর কি হা হা হা

৪| ৩০ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে মে, ২০২১ রাত ৯:০৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।



ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.