নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
মধুমঞ্জুরী ফুলের মধু গন্ধ ছড়ানো
মোহময়ী মিষ্টি সন্ধ্যায়
তুমি এলে না।
আমি নিরালায় বসে থাকি একা একা
দেখি আকাশের বুক জুড়ে প্রাচীন তারাদের সমারোহ।
সুন্দর! বড় সুন্দর!
অপার্থিব
অদ্ভুত!
তবু কি যেন কি নেই।
কীসের যেন অভাব বোধ
কোথা চাঁদ, কোথা চাঁদ?
তাই তো
ওঠেনি কেন সে?
তবে কি সেও আজ অভিমানী হলো?
ধ্রুবতারা তুমি ও কি ওদের দলে
নাকি রয়ে গেছো মেঘের আড়ালে।
বলতো
সবাই এত অভিমান করলে আমায় চলবে কি করে?
দখিনা মলয় আমার উতলায় হেসে কয়
তুমি এত প্রেম কাতুরে কেন ছেলে?
চাইলেই সবকিছু তোমার ইচ্ছে মত হবে কেন বলো তো?
যে আসার সে আসবে।
যে ভালোবাসার সে ভালোবাসবে।
যে ওঠার সে উঠবে।
সময় হতে দাও।
বিরহের বেলা কাটে একেলা
সময় বয়ে চলে আপনটানে।
আরেকটি মধু সন্ধ্যায় আমি অপেক্ষায় থাকি।
আসবে কি তুমি?
উঠবে কি চাঁদ?
উঁকি দেবে কি ধ্রুবতারা?
© রফিকুল ইসলাম ইসিয়াক
০৫ ই জুন, ২০২১ সকাল ৯:০২
ইসিয়াক বলেছেন:
বিরহ কাতরতায় যে আমার সকল প্রেম ভালোবাসা আর সুখ,তাই বিরহের কাব্যে খুঁজে ফিরি নিজেকে।
কেউ কেউ থাকে না এমন, এই যেমন, দুঃখ বিলাসী।
শুভ কামনা রইলো প্রিয় দাদা।
২| ৩১ শে মে, ২০২১ রাত ১২:০২
নয়ন বড়ুয়া বলেছেন:
অসাধারণ দাদা...
০৫ ই জুন, ২০২১ সকাল ৯:০৩
ইসিয়াক বলেছেন: অজস্র ধন্যবাদ প্রিয় দাদা।
ভালো থাকবেন।
শুভ সকাল।
৩| ৩১ শে মে, ২০২১ রাত ১২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৫ ই জুন, ২০২১ সকাল ৯:০৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
ভালো থাকুন সবসময়।
৪| ৩১ শে মে, ২০২১ রাত ২:২২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কভিতা। ভাষা সুন্দর।
০৫ ই জুন, ২০২১ সকাল ৯:০৪
ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা সতত।
৫| ০৩ রা জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৭
জুন বলেছেন: বিরহের কবিতা পড়ে ভাবনায় পরে গেলাম ইসিয়াক। আপনি কি বর্তমানে এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন নাকি? ভালো লাগলো কবিতা
০৫ ই জুন, ২০২১ সকাল ৯:০৬
ইসিয়াক বলেছেন: আমি মনে হয় একটু দুঃখ বিলাসী তাই প্রেমের কবিতা লিখতে গেলে কেবল ই বিরহের কবিতা হয়ে যায়, এছাড়া অন্য কিছু নয় আপু।
ভালো থাকবেন। কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০২১ রাত ৯:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: বিরহ বিলাস নাকি বিরহ বেদনা? যদি বেদনাই হয় তাহলে মনের যন্ত্রণা দূর হোক।আর তা যদি নিতান্তই অধরা থাকে তবে তাই হোক। সেক্ষেত্রে প্রেম না হয় ধ্রুবতারাই হয়ে ব্যথাতুর হৃদয়ে অনুরণিত হবে....