নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

বকুল কথা

০৫ ই জুন, ২০২১ ভোর ৬:৫১




সদ্য ফোটা ছোট্ট বকুল
দেখতে তুমি বেশ।
পাপড়িগুলো মেলেছো এমন,
মেঘ শুভ্র কেশ।

পরিস্ফুটিত হও রাত নিশীথে
সৌরভে পরান ভরে।
ঝরে গেলেও সুরভি অটুট
হৃদয় স্পর্শ করে।

বকুল তুমি ফুটেছো আজি
আনমনে টুপটাপ।
এত প্রশংসা করছি আমি
শুনছো কি চুপচাপ?

বকুল তুমি বালিকার
খোঁপার সাজের ফুল।
কখনও আবার কান লতিকায়
তারার ছোট্ট দুল।

বকুল তুমি বইয়ের পাতায়
যত্নে রাখা স্মৃতি।
প্রেয়সীর মন শায়র জুড়ে
হৃদয় নিংড়ানো প্রীতি।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২১ সকাল ১০:০৬

নজসু বলেছেন:


প্রথম লাইক প্রিয় ভাই।
ভালো লাগা।
ভালোবাসা।
শুভকামনা।

১২ ই জুন, ২০২১ সকাল ৯:০৭

ইসিয়াক বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় সুজন ভাই।
ভালো থাকুন সবসময়।

২| ০৫ ই জুন, ২০২১ সকাল ১০:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: আহা বেশ!

১২ ই জুন, ২০২১ সকাল ৯:০৮

ইসিয়াক বলেছেন: ফাঁকিবাজি মন্তব্য :-P


ব্লগে আপনাকে নিয়মিত চাই প্রিয় দাদা।

শুভকামনা সতত।

৩| ০৫ ই জুন, ২০২১ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: এই নিন বকুল।

১২ ই জুন, ২০২১ সকাল ৯:০৯

ইসিয়াক বলেছেন:
নিলাম। কিন্তু দেখতে ভালো ,গন্ধ নেই।

৪| ০৫ ই জুন, ২০২১ রাত ৯:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বকুল তুমি ছোট্ট অতি, আঁজলা ভরে তোমায় তুলি
তোমার সুবাসে যেন ফিরে আসে হারিয়ে যাওয়া দিনগুলি।।

সুন্দর কবিতা। ++++

১২ ই জুন, ২০২১ সকাল ৯:১০

ইসিয়াক বলেছেন:



চমৎকার মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার।
শুভকামনা নিরন্তর।

৫| ০৯ ই জুন, ২০২১ সকাল ৯:৩৬

খায়রুল আহসান বলেছেন: ছোটবেলায় আমাদের পাড়ায় একটা বিরাট বকুল গাছ ছিল। খুব ভোরে উঠে রাতে ঝরা বকুল সংগ্রহে আমাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। কুড়িয়ে এনে আমরা মেয়েদেরকে দিতাম, ওরা মালা গেঁথে দিত। বকুল ফুল যত বাসি হয়, তার সুগন্ধ ততো তীব্র হয়।

কবিতা ভাল লেগেছে। স্মৃতির ঝাঁপিতে দোলা দিয়ে গেল।

১২ ই জুন, ২০২১ সকাল ৯:১৪

ইসিয়াক বলেছেন: কবিতাটি আপনার স্মৃতির ঝাঁপিতে দোলা দিতে পেরেছে জেনে আমার লেখাটি স্বার্থকতা পেল। আপনার স্মৃতিকথাটিও সুন্দর। অশেষ কৃতজ্ঞতা জানবেন প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.