নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ঝাঁপিয়াছো রূপ লহরী রংধনু রং বসনে।
মন তব বাঁধিয়াছো কি কারণ,নিজ কঠিন শাসনে?
যে দেখিবে ওই রূপ,সে নির্ঘাত যাইবে মুরছিয়া
এক নিমেষে লুটিয়াছো মম কঠোর পাষাণ হিয়া।
উজিয়ার মোমিতদাম তব অংঙ্গে শোভিত
অপলক দেখিয়া চাহিয়া আমি হই মোহিত।
লক্ষ হাজার মধুমঞ্জুরী ওই ফুটিয়াছে কাননে
তোমাতে সঁপিয়াছি প্রাণ, রাখিয়াছি মন তব মননে।
পাদটীকা
------------
ঝাঁপিয়াছোঃ- আবৃত করেছো।
উজিয়ারঃ- উজ্জ্বল।
মোমিতদামঃ- মুক্তার মালা।
© রফিকুল ইসলাম ইসিয়াক
১৪ ই জুন, ২০২১ সকাল ৮:১৩
ইসিয়াক বলেছেন: মধ্য যুগের বাংলা গীতিকবিতাগুলো যখন পড়ি তখন আমার কেবলি মনে হয় আহা! আমি যদি অমন করে লিখতে পারতাম।
সেই ইচ্ছে থেকে এই ক্ষুদ্র প্রয়াস।
ভালো থাকবেন শুভকামনা রইল।
২| ১৪ ই জুন, ২০২১ সকাল ৮:১২
ডঃ এম এ আলী বলেছেন:
কঠীন শাসনে বাধা পাষান হিয়া
মোহিত হয়েছে তার মননে ।
ভাল লাগল কবিতার কথনে ।
শুভেচ্ছা রইল
১৪ ই জুন, ২০২১ সকাল ৮:১৬
ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় ব্লগার কাব্যিক মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
পাঠে মন্তব্যে লাইকে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
শুভ কামনা রইলো।
৩| ১৪ ই জুন, ২০২১ সকাল ১০:০৬
জগতারন বলেছেন:
Like!
Good!!
Best wishes!!!
১৪ ই জুন, ২০২১ সকাল ১০:১৭
ইসিয়াক বলেছেন:
Thanks a lot dear.
৪| ১৪ ই জুন, ২০২১ সকাল ১০:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর কবি দা
১৪ ই জুন, ২০২১ সকাল ১১:০৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
৫| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:৫০
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: যে সময়ের কাব্যধারা নিয়ে এসেছেন সেসময়ে সবার মধ্যে রবীন্দ্রকাব্যধারার ছাপ এমনিই চলে আসতো, তারা না চাইলেও। কবিতাটা অনেকটা রবীন্দ্রযুগের কবিতার মতোই লাগলো। সহজ সরল মুগ্ধতার অনুভুতি প্রকাশিত। ভালো লেগেছে।
১৬ ই জুন, ২০২১ সকাল ৯:১১
ইসিয়াক বলেছেন: কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে এবং এত সুন্দর একটা মন্তব্য পেয়ে আমি যার পর নাই খুশি হয়েছি। অনেক অনেক অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।
৬| ১৪ ই জুন, ২০২১ দুপুর ১২:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: যে ভাষায় প্রেম নিবেদন করা হয়েছে তার সাফল্য মোটামুটি নিশ্চিত। তবে অপলক বেশিক্ষণ তাকিয়ে থাকলে প্রেমিকের মূর্ছা যাওয়ার সম্ভবনা আছে।
১৬ ই জুন, ২০২১ সকাল ৯:১৫
ইসিয়াক বলেছেন: আমি বারবার তাহার চরণে মূর্ছা যেতে চাই। তাহাতে হারায়ে নিজের মাঝে আমি সকল সুখ খুঁজে পাই।
শুভকামনা জানবেন।
৭| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার কাব্যের জন্য আপনাকে
ধন্যবাদ কবি।
ব্লগ এখন কেমন যেন ঝিম মেরে
আছে!! আগের মতো প্রাণবন্ত নয়।
১৬ ই জুন, ২০২১ সকাল ৯:১৭
ইসিয়াক বলেছেন: কাব্য ভালো লেগেছেজেনে পুলকিত হলাম।
#পৃথিবী কারো জন্য থেমে থাকে না ,সময়ে সব ঠিক হয়ে যাবে। হয়তো তারাও আবার ফিরবে। .....।
শুভকামনা রইলো।
৮| ১৪ ই জুন, ২০২১ রাত ১০:১০
জটিল ভাই বলেছেন:
মনের প্রতি মন দিন
কবিতা ভালো লাগলো
১৬ ই জুন, ২০২১ সকাল ৯:১৮
ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুব আনন্দিত হলাম প্রিয় জটিল ভাই। ভালো থাকুন সবসময়।
শুভ সকাল।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০২১ সকাল ৭:৩১
কামাল১৮ বলেছেন: কেমন একটু সেকেলে সেকেলে গন্ধ।ছন্দ মনে হলো পুঁথির পয়ার ছন্দের মতো।