নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
একজন মানুষ
প্রচন্ড ভীত,
অসহায়,
অাক্রান্ত,
নিপীড়িত,
নির্যাতিত,
সে বিচার প্রার্থী...
আপনি বা আপনারা মুখ ফিরিয়ে নিলেন,
তার পেশা, অতীত কর্মকান্ত বিশ্লেষণে বসলেন।
বিচার প্রার্থীর বিচার চাওয়ার ক্ষেত্রে তার পেশা, তার অতীত কর্মকাণ্ডের পুনঃপুন বিশ্লেষণ কি খুব জরুরী?
তাকে অজস্র তীর্যক মন্তব্যে আহত করলেন।
আপনার এই সব ভুল ভাবনা,
অসুস্থ মানসিকতা।
কতটুকু ক্ষতিকর আপনি কি তা অনুধাবন করতে পারছেন?
আপনি কি বুঝতে পারছেন আপনি নিজের অজান্তে অপরাধীর পক্ষ নিচ্ছেন?
আক্রান্তের প্রতি আপনার যে আচরণ,
তুই খারাপ
তুই পতিতা
তুই নষ্টা
তোর এমনই হওয়া উচিত।
এমন মানসিকতা নিয়ে যারা সমাজে দাপিয়ে বেড়ান বা বেড়াচ্ছেন ।
তারা শুনুন,
আজ একজনের দুর্দিন।
ওর অতীত ব্যবচ্ছেদ চলছে।
আপনি মজা নিচ্ছেন, নিতে থাকুন।
কাল আপনার সাথে
বা আপনার পরিবারের কারো সাথে
এমনটি হবে না
গ্যারান্টি দিতে পারবেন?
পারবেন না।
অতএব সাধু সাবধান।
সময় থাকতে
অন্যায়ের প্রতিবাদ করুন।
© রফিকুল ইসলাম ইসিয়াক
১৬ ই জুন, ২০২১ সকাল ৯:২১
ইসিয়াক বলেছেন: ফুয়াদের বাপ আপনাকে আমার ব্লগে স্বাগতম। এভাবে পাশে চাই আপনাকে সব সময়।বেশি বেশি কবিতা পড়ুন। জীবনকে কবিতার রঙে রাঙিয়ে তুলুন।
শুভকামনা রইলো।
২| ১৪ ই জুন, ২০২১ রাত ৮:১০
কামাল১৮ বলেছেন: এগুলো উকিলদের কাজ।বিচারক সুধু প্রমান চায়।
১৬ ই জুন, ২০২১ সকাল ৯:২২
ইসিয়াক বলেছেন: সব কিছুর আগে অন্যায়ের প্রতিবাদ হওয়া প্রয়োজন। তারপর অন্য কিছু। দিনে দিনে অপরাধীদের সাহসের মাত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে।
ভালো থাকুন।
৩| ১৪ ই জুন, ২০২১ রাত ৮:৩৮
অনল চৌধুরী বলেছেন: রাত ২ টায় স্বেচ্ছায় লম্পট-মাতালদের আড্ডাখানায় গিয়ে কেউ যখন অভিযোগ করে, সেটাকে বাসে বা নিজের ঘরে ধর্ষণের সাথে তুলনা করা যায় না।
১৬ ই জুন, ২০২১ সকাল ৯:৩১
ইসিয়াক বলেছেন: আপেক্ষা করছি আর সবার মত সামনে কি সত্য প্রকাশিত হয় সেটাই দেখার।
৪| ১৪ ই জুন, ২০২১ রাত ৯:৩২
জটিল ভাই বলেছেন:
নিরো কখন যেনো বাঁশি বাজাচ্ছিলো!!!
আমাদেরও সেই দশা.........
১৬ ই জুন, ২০২১ সকাল ৯:২৯
ইসিয়াক বলেছেন: সব পুড়ে যাবে ,ছই শুধু পড়ে রবে। কিছুই করবার নাই শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া।
শুভকামনা।
৫| ১৪ ই জুন, ২০২১ রাত ১০:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিচারের বানী
নিভৃতে কাঁদে !!
১৬ ই জুন, ২০২১ সকাল ৯:২৯
ইসিয়াক বলেছেন: আর কতকাল এমন চলবে? এর কি কোন শেষ নাই।
শুভকামনা প্রিয় নুরু ভাই।
৬| ১৪ ই জুন, ২০২১ রাত ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সইত্য
১৬ ই জুন, ২০২১ সকাল ৯:৩০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু।
৭| ১৫ ই জুন, ২০২১ রাত ১২:১৩
ঢুকিচেপা বলেছেন: ভাল লিখেছেন।
সাধুরা ২ লাইন বেশী বোঝে তাই আপনার কথা ওদের কাছে মূল্যহীন।
অন্যায়ের বিচার হওয়া জরুরী।
১৬ ই জুন, ২০২১ সকাল ৯:৩৩
ইসিয়াক বলেছেন: অবশ্যই অন্যায়ের বিচার হওয়া জরুরী। আর বিচারহীনতার কারণেই সব অন্যায়ের মাত্রা বাড়তে বাড়তে সীমা ছাড়িয়ে যাচ্ছে।
ভালো থাকবেন প্রিয় ব্লগার।
শুভকামনা সতত।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৭
ফুয়াদের বাপ বলেছেন: লেখার প্রতিটি পুংক্তির সাথে একমত