নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

পরচর্চা

১৬ ই জুন, ২০২১ ভোর ৫:৪৫





তোমার আমার প্রেমের চর্চা
পুরোটা শহরময়।

পোস্টমর্টেমের নামে ব্যবচ্ছেদ,
চলছে, যেমনটি হয়।

আসলেই কি যা রটেছে তা
ঘটেছে প্রেমের নামে?

দেখা যাক গুজবের ডালপালা
কতদুর গিয়ে থামে!

যুগটাই এমনই কান নিয়েছে,
নিয়ে গেলো কান ওই চিলে।

আয় দৌড়ে যাই এক্ষুনি আয়,
উদ্ধারে নামি সকলে মিলে।

একটুও ভাবার প্রয়োজন নেই
কি মিথ্যা আর কি সত্যি ?

শুনেই খালাস! সঠিক জানার
চেষ্টা করোনি কেউ এক রত্তি!

বাহ!

বাহ! রে মানুষ বিবেক বুদ্ধি
কি সব ধুয়ে খেলে?

অন্যের চরকায় তেল দিয়ে
কি লাভ তুমি পেলে?

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২১ ভোর ৬:০১

হাবিব বলেছেন:



অন্যের কলে তেল তবুও দিবেই
পরচর্চায় মজা লুটে নিবেই

১৬ ই জুন, ২০২১ সকাল ৯:২৪

ইসিয়াক বলেছেন:
সেটাই। তাই তো এই আহ্বান, আসুন সচেতন হই।

শুভ কামনা রইলো প্রিয় হাবিব স্যার।

২| ১৬ ই জুন, ২০২১ ভোর ৬:০৫

কামাল১৮ বলেছেন: শহরে এমন কোন কথা শুনলাম না।এটা করে গ্রামের লোক,বিষয়টাই একটা গ্রাম্যতা।শহরের লোকের ভাবনা চিন্তা একটু অন্য রকম।

১৬ ই জুন, ২০২১ সকাল ৯:২৫

ইসিয়াক বলেছেন: প্রিয় ইসলাম ভাই পরচর্চা সব জায়গাতেই হয়। কি শহর কি গ্রাম।


আসুন সচেতন হই নিজেকে শুধরাই।
শুভকামনা।

৩| ১৬ ই জুন, ২০২১ সকাল ৯:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ কবি দা

১৬ ই জুন, ২০২১ সকাল ৯:৫০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় লিটন ভাই ।
ভালো থাকুন সবসময়।

৪| ১৬ ই জুন, ২০২১ সকাল ১০:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু।
শুভকামনা রইলো।

৫| ১৬ ই জুন, ২০২১ দুপুর ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: পর চর্চা পর নিন্দা নিন্দনীয় ।

৬| ১৬ ই জুন, ২০২১ দুপুর ১২:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর+

৭| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:২৯

জটিল ভাই বলেছেন:
অসীম লাভ আমি পেয়েছি,
বেলা শেষে, অবেলায় এসে
নিজের জালে নিজেই ফেঁসেছি!

সুন্দর লিখনী অবিরাম চলুক...... :)

৮| ১৬ ই জুন, ২০২১ রাত ৯:৪০

কামাল১৮ বলেছেন: কিভাবে সচেতন হবো আর নিজেজেক্ শুধরাবো এই জন্য কোন মাদ্রাসায় ভর্তি হতে হবে।আপনাদের ঐদিকে অনেক মাদ্রাসা।

৯| ১৭ ই জুন, ২০২১ সকাল ৯:৩৩

জুন বলেছেন: যুগোপযোগী কবিতা ইসিয়াক, পড়ার মাধ্যমে অনেক জ্ঞ্যান বৃদ্ধি হলো B-)
ভালো লাগা রইলো অনেক অনেক
+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.