নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

হাটে যাবো

১৬ ই জুন, ২০২১ রাত ১০:০৪




হাটে যাবো হাটে যাবো
বড্ড মজা হবে।

সন্দেশ আর রাবড়ি খাবো
দুটো টাকা দেবে?

দাও না মাগো এক আধুলি
ছোলা সিঙ্গাড়া খাবো।

খানিক চেখে বাকিটুকু
তোমায় না হয় দেবো।

শহর ময়রার গজা খেয়েছো?
বেশ কুড়মুড়ে খেতে।

ঘোষ বাড়ির আমও খাবো
হাটের পথে যেতে।

দিনুর সাথে ভাব জমালে
লাভের উপর লাভ।

ছানার জিলিপি দেবে খেতে
দয়ালু স্বভাব।

কিষাণ আমার বন্ধু জানো
খাওয়ায় ঝালমুড়ি।

আমিও তাকে সাহায্য করি
বেচতে তরকারি।

হাট মানে তো দারুণ ব্যস্ততা
বেজায় কোলাহল।

আমারও নানান কাজে অকাজে
বাড়ে চলাচল।

মল্লিকাদি চাইগো কিছু?
লাগলে বলতে পারো।

রেশমিচূড়ি,আলতা ও টিপ
কত কিছু আরো।

চুড়ি খাড়ু সাজ বাহারি
বসেছে লেইস ফিতা।

অত কি আর চিনি আমি?
ভাবলে ধরে মাথা।

যেতে যেতে হাটের পথে
ধরবো ফড়িং কয়েক।

লাগবে কি তোর ছোটকা বল না?
তিন অথবা দুয়েক।

বাবার সাথে সাঁঝবেলাতে
ফিরবো যখন ঘরে।

ক্লান্ত হয়ে ঘুম নামবে
আমার দুচোখ জুড়ে।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:২৪

জটিল ভাই বলেছেন:
মনারে মনা
কোথায় যায়?

ঠিক সেই ফ্লেভার। অসাধারণ! :)

১৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৫

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
শুভ কামনা রইলো।

২| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:২৯

হাবিব বলেছেন: ছোট্ট বেলার স্মৃতি মনে পড়ে গেল আপনার ছড়া পড়ে। খুব সুন্দ হয়েছে।

১৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় হাবিব স্যার।
কৃতজ্ঞতা জানবেন।
শুভ কামনা রইলো।

৩| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:৪৮

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,





আমার পোস্ট " ফুল নেবে গো..." তে আপনার মন্তব্যের উত্তরে যে কথাটা আপনাকে লিখেছি , দেখছি সেটাই ঠিক। আনন্দ ভরা সুখের জীবন আপনার। ছড়াটি তাই বলে।

সুন্দর হয়েছে ছড়া।

১৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৭

ইসিয়াক বলেছেন: এত সুন্দর একটা মন্তব্য পেয়ে খুব খুশি হলাম।
অনুপ্রাণিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো।

ভালো থাকুন সবসময়।
শুভ কামনা।

৪| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:৪৯

শেরজা তপন বলেছেন: দারুন ছন্দে ছোটবেলার হাটের স্মৃতি রোমন্থন!!!

খুব ভাল লেগেছে ভ্রাতা

১৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৯

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো জেনে আমারও খুব ভালো লাগলো।
শুভ কামনা সবসময়।

ভালো থাকুন।
শুভেচ্ছা রইলো।

৫| ১৬ ই জুন, ২০২১ রাত ১০:৫৪

স্প্যানকড বলেছেন: জিলাপি খাইতে মন চাইতাছে ! প্রতিটা প্যাঁচ খুলে খুলে =p~। এখন তো হাঁট জিনিসটা কেমন জানি হয়ে যাচ্ছে। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:০২

ইসিয়াক বলেছেন: এখন অনেক জায়গায় আর হাট বসে না।সব অলটাইম বাজার হয়ে গেছে।
হাট মানে তো সপ্তাহে দু'দিনের বাজার। অপেক্ষা সত্যি মজার ছিল।

কোনদিন দেখা হলে নিশ্চয়ই আপনাকে জিলাপি খাওয়াবো। যশোরের জিলাপি কিন্তু খেতে বেশ।

শুভ কামনা রইলো

৬| ১৭ ই জুন, ২০২১ দুপুর ১:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



এক সময়ের হাট বার বলতে যা ছিলো এখন যেমন তেমন মেলাতেও তা থাকে না। ছড়া কবিতা বেশ ভালো হয়েছে। +++

১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:০৫

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা জানবেন প্রিয় মাহমুদ ভাই।
হ্যাঁ কোন কিছুই আর আগের মত নেই। কেমন যেন সব দ্রুত বদলে যাচ্ছে।

শুভ বিকাল

৭| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৪০

কল্পদ্রুম বলেছেন: ছন্দময়তা ভালো লাগলো। বিশেষত শুরুটা এবং শেষটা খুব ভালো। মাঝখানের দিকে 'হাট মানে...' তারপর 'আমারও নানান...', 'লাগবে কি ছোটকা...' এখানে অন্যভাবে রিরাইট করে দেখতে পারেন। আবৃত্তি করার সময় কোনটা সাবলীল হচ্ছে।

২০ শে জুন, ২০২১ রাত ৯:৪৯

ইসিয়াক বলেছেন: চমৎকার গঠনমূলক মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন প্রিয় ব্লগার।

আমি ছড়াটি আবার রি-রাইট করবো।

শুভ কামনা রইলো।

৮| ১৯ শে জুন, ২০২১ রাত ২:৪১

অপু তানভীর বলেছেন: করোনা কালে হাটে যাইয়েন না । অনলাইন থেকে অর্ডার দেন !

২০ শে জুন, ২০২১ রাত ৯:৫১

ইসিয়াক বলেছেন: সঠিক পরামর্শ ;)

ভালো থাকুন ভাইয়া।
শুভ কামনা রইলো

৯| ২০ শে জুন, ২০২১ রাত ৮:৩১

স্বপ্নাশিস বলেছেন: খুব ভালো লেগেছে আপনার ছড়াটা ।

২০ শে জুন, ২০২১ রাত ৯:৫৫

ইসিয়াক বলেছেন: স্বপ্নাশিস আপনাকে আমার ব্লগে স্বাগতম।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।


শুভ কামনা সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.