নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ছোটবেলা থেকে আমার ছবি তোলার খুব শখ। ক্যামেরাও কিনেছিলাম একসময়। তবে ছবি ভালো তুলতে পারতাম না মানে যে ছবি তুলতাম আমার নিজের খুব একটা পছন্দ হতো না।
যা হোক এখন তো প্রত্যেকটা মোবাইল এক একটি ক্যামেরা।নিমেষে অসাধারণ সব ছবি তোলা যায়।
তো মোবাইলে তোলা আমার কিছু ছবি।
জীবনযাপন !!!!
ঢাকার নীলক্ষেত থেকে তোলা।
মান অভিমান
এমন আলো ঝলমলে দিন তবুও কেন তাহাদের মন খারাপ ? যশোর বেজ পাড়া থেকে তোলা ।
পিঠাপুলি
নিজের বাসার আয়োজন ছিল ।
হাহাকার
আগুনে সব শেষ হয়ে যাওয়ার পরে নিঃশ্ব একটি ভিটা।
ক্লান্ত শহর
আম্ফান ঝড়ের পরের দিন। আর এন রোড(রবীন্দ্র নাথ রোড) যশোর।
প্রকৃতি
আমার নিজের লাগানো ।
সিদ্ধ কোয়েল পাখির ডিম।
একত্রিত পত্র পল্লব
উদাস দুপুর
বৃষ্টিভেজা সন্ধ্যা
আমার ব্যলকনি থেকে।
বিশ্রাম
খাদ্য গ্রহণের পরে মা মেয়ের বিশ্রাম।
স্মৃতি
নিজের করা ছাদের বাগান থেকে ছবিটি তোলা।
২০ শে জুন, ২০২১ দুপুর ১২:০২
ইসিয়াক বলেছেন:
হা হা হা কোয়েল পাখির ডিম খাওয়ার নিমন্ত্রণ রইলো প্রিয় ভাই।
ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা রইলো।
২| ২০ শে জুন, ২০২১ সকাল ১১:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: কোয়েলের ডিম পছন্দ হইছে।
২০ শে জুন, ২০২১ দুপুর ১২:০৩
ইসিয়াক বলেছেন: বাস্তবের চেয়ে কোয়েলের ডিম অনেক বড় দেখাচ্ছে।
ভালো থাকুন সবসময়।
৩| ২০ শে জুন, ২০২১ সকাল ১১:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সু্ন্দর হয়েছে
২০ শে জুন, ২০২১ দুপুর ১২:০৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
শুভ কামনা রইলো।
৪| ২০ শে জুন, ২০২১ দুপুর ১২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে ভাইয়া। আরও ভালো ছবি আশা করছি।
২৩ শে জুন, ২০২১ ভোর ৪:৩৩
ইসিয়াক বলেছেন: প্রিয় আপু আপনি ছবি ব্লগের মহারানী।
আপনার ভালোলাগা টুকু আমার ভরসা। অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন।
আজ হয়তো নতুন একটা ছবি ব্লগ পোস্ট দেবো।ইনশাআল্লাহ।
ভালো থাকুন সবসময়।
শুভ কামনা রইলো।
৫| ২০ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৬
মনিরা সুলতানা বলেছেন: উদাস দুপুর আর বৃষ্টিভেজা সন্ধ্যা সবচেয়ে সুন্দর!
২৩ শে জুন, ২০২১ ভোর ৪:৩৪
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল আপু।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন।
শুভ কামনা সতত।
৬| ২০ শে জুন, ২০২১ দুপুর ১:৫৩
ঢুকিচেপা বলেছেন: ছবিগুলি খুব সুন্দর হয়েছে।
১ নং ছবিটা কষ্টের হলেও ইউনিক।
২৩ শে জুন, ২০২১ ভোর ৪:৩৬
ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার আপনার প্রশংসা সব সময় আমার জন্য অনুপ্রেরণা।
ভালো থাকুন সবসময়।
শুভ কামনা রইলো।
৭| ২০ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৫
শেরজা তপন বলেছেন: বেশ ভাল- তবে ব্লগার কাজী ফাতেমা ছবি'র সাথে আমি একমত
২৩ শে জুন, ২০২১ ভোর ৪:৪০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
আপনার মতামত আমার জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনার মন্তব্য আমাকে আরও ভালো ছবি তুলতে উৎসাহ যোগাবে।
এভাবে পাশে থাকলে অনুপ্রাণিত হই।
ভালো থাকুন সবসময়।
শুভ কামনা রইলো।
৮| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৩
ভুয়া মফিজ বলেছেন: জীবনযাপন ছবির ভিক্ষুকটা কি ঘুমায় নাকি?
মান অভিমান কোনটা বিএফ আর কোনটা জিএফ মার্কিং করে দ্যান। বুঝতে অসুবিধা হচ্ছে।
ক্লান্ত শহর যশোহরের তো মনে হয় হালুয়া টাইট!!!
সিদ্ধ কোয়েল পাখির ডিম। আমার খুব প্রিয়! বহুদিন খাই না। এইবার দেশে আসলে খাওয়ায়েন।
সবগুলা ছবিই সৌন্দর্য হইছে। অল দ্য বেস্ট!!
২৩ শে জুন, ২০২১ ভোর ৪:৪৯
ইসিয়াক বলেছেন: #জীবনযাপন ছবিটির ব্যক্তিটি কিছু একটা খাবার খেতে চেষ্টা করছে।
#বি এফ / জি এফ আপনি মার্ক করুন। ছবি জুম করলে বুঝতে পারবেন । সবচেয়ে বড় কথা এর ওর ইয়ে দেখার অত শখ ভালো না
# আম্ফান পরবর্তী সেই সময় যশোরের অবস্থা বেশ টাইটই হয়েছিল। আর এখন টাইট করোনায়। আজ মৃত্যু আটজন।যশোর শহরে। বেশ ভীতিজনক অবস্থা।
#কোয়েল পাখির ডিম খাওয়ার দাওয়াত থাকলো প্রিয় ব্লগার।
শুভ কামনা রইলো।
৯| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
চমৎকার সব ছবি।
প্রকৃতি আর কোয়েল পাখির ডিম ছবি দু'টো বেশী ভালো।
সাফল্য কামনায়।
২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৪০
ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার ,
আপনার ভালো লাগা মানে আমার অনুপ্রেরণা।
শুভকামনা রইলো। ।ভালো থাকুন সবসময়।
১০| ২০ শে জুন, ২০২১ রাত ১০:০৬
কামাল১৮ বলেছেন: আর এন রোড়ের অনেক স্মৃতি মনে পড়ে গেলো।বন্ধুদের অনেকেই আর নেই,অনেকের সাথে যোগাযোগ নাই বহু বছর।
২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৪২
ইসিয়াক বলেছেন: আপনার অনেক স্মৃতি মনে পড়ে গেল জেনে অসম্ভব ভালো লাগলো। আসলে অতীত স্মৃতি সবসময় মধুর।
ভালো থাকবেন।
শুভকামনা রইলো।
১১| ২০ শে জুন, ২০২১ রাত ১০:১০
ঠাকুরমাহমুদ বলেছেন:
প্রতিটি ছবি মনে রাখার মতো। বিশেষ করে আগুনে পোড়া ভিটা বাড়ি। বাড়ি পোড়ার সাথে সাথে পুড়ে যায় মানুষের স্বপ্ন মানুষের বেঁচে থাকার স্পৃহা। বাড়ি পোড়া আর মানুষ হত্যা করা আমি উভয়কে সমান পাপ মনে করি।
২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৪৩
ইসিয়াক বলেছেন:
প্রতিটা ছবি মনে রাখার মত উক্তিতে যার পর নাই আনন্দিত হলাম। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা রইলো।
১২| ২০ শে জুন, ২০২১ রাত ১০:৪২
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ব্যালকনি কবিদের জন্য উপযুক্ত স্থান।
২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৪৫
ইসিয়াক বলেছেন: ছোট্ট কিন্তু চমৎকার মন্তব্য।
আসলে আমি এই ব্যলকনিতে বসেই কবিতা লিখি । আমার অসম্ভব প্রিয় একটি স্থান।
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
১৩| ২০ শে জুন, ২০২১ রাত ১১:৫৩
জগতারন বলেছেন:
"প্রকৃতি !
আমার নিজের লাগানো।"
ঝিংগে ফুলের ছবিটি আমার খু-উ-ব ভালো লাগিয়াছিল।
২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৪৫
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সহ শুভকামনা রইলো প্রিয় স্বপন ভাই।
১৪| ২১ শে জুন, ২০২১ রাত ১২:৩৩
হাবিব বলেছেন: দারুণ সব ছবি
২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৪৬
ইসিয়াক বলেছেন: মন্তব্যে দারুণ ভাবে অনুপ্রাণিত হলাম । শুভকামনা সতত।
১৫| ২১ শে জুন, ২০২১ দুপুর ২:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: পত্রপল্লব, উদাস দুপুর, স্মৃতি ভাল্গাগছে।
২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৪৭
ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। শুভকামনা সতত।
ভালো থাকবেন প্রিয় ব্লগার।
১৬| ২২ শে জুন, ২০২১ রাত ২:৩৬
সোহানী বলেছেন: আপনার বিড়ালের মান অভিমানের ছবি দেখে আমার বড় বাবা (মায়ের নানাভাই) এর বিড়ালের কথা মনে পরে গেল। উনার বিড়ালগুলোও এরকম করতো।
ছবিতে ভালোলাগা।
২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৫০
ইসিয়াক বলেছেন: ছবি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। বিড়ালের ছবি দেখে বিড়ালের কথা মনে পড়ে গেল জেনে ভালো লাগলো। এই বিড়ালগুলো আমার এক ছাত্রের। ওদের আমা্র খুব ভালো লাগে। ওরা মোট পাঁচজনের পরিবার।
শুভ কামনা রইলো প্রিয় আপু।
ভালো থাকুন।
১৭| ২২ শে জুন, ২০২১ ভোর ৬:০৮
ডঃ এম এ আলী বলেছেন:
খুবই সুন্দর হয়েছে ছবিগুলি ।
পুলি পিঠা আমার খুবই প্রিয় ।
শুভেচ্ছা রইল ।
২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৫৪
ইসিয়াক বলেছেন: প্রিয় শ্রদ্ধেয় ব্লগার ,
আপনার মন্তব্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে। কৃতজ্ঞতা জানবেন।
পুলি পিঠা খাওয়ার নেমতন্ন রইলো।
ভালো থাকুন সবসময়।
দোয়া রইলো।
১৮| ২২ শে জুন, ২০২১ সকাল ১১:১৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার ছবি
২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৫৫
ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা সহ শুভকামনা রইলো ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
১৯| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:৫১
অপু তানভীর বলেছেন: ম্যাওয়ের ছবি আমি সব সময় ভাল পাই
২৬ শে জুন, ২০২১ সকাল ১১:১৭
ইসিয়াক বলেছেন: হা হা হা .......অপু ভাই ম্যাঁও আমারও প্রিয়।
শুভকামনা রইলো।
২০| ২৪ শে জুন, ২০২১ রাত ৯:৪০
করুণাধারা বলেছেন: মিশ্র ক্যানভাস! সব ছবি সুন্দর হয়েছে। শুভকামনা রইল।
২৬ শে জুন, ২০২১ সকাল ১১:১৮
ইসিয়াক বলেছেন: অনুপ্রাণিত হলাম আপু।
ভালো থাকুন সবসময়।
২১| ২৬ শে জুন, ২০২১ সকাল ১১:২৮
জুন বলেছেন: এই মিলিয়েই আমাদের প্রকৃতি ইসিয়াক। কোয়েল পাখির ডিম কি সেদ্ধ? আমরা ব্যাংককে সিজলার নামে একটা রেস্তোরাঁয় প্রায়ই খেতে যাই । তাদের হরেক পদের সালাদ নিয়ে একটা বিশাল সালাদ বার আছে, সেখানে ডিশ ভরে কোয়েলের সিদ্ধ ডিম থাকে। ব্যুফে হওয়াতে ইচ্ছামত এনে খাওয়া যায়
ছবিতে অনেক ভালো লাগা রইলো
+
২৬ শে জুন, ২০২১ সকাল ১১:৫২
ইসিয়াক বলেছেন:
হ্যাঁ আপু ,
কোয়েলেব ডিম সিদ্ধ করে খোসা ছাড়ানো।
কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা রইলো ।
২২| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৩৭
মলাসইলমুইনা বলেছেন: আপনার ব্যালকনিটা কোন নদীর পারে বা কোন পদ্ম দীঘির পারে ? সুন্দর লাগলো ফটোগুলো ।
২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৪৪
ইসিয়াক বলেছেন: আমার ব্যলকনিটা যশোর শহরের খাল ধার রোডে একটি প্রাচীন শ্মশানঘাটের ধারে। যদিও এখন আর এটি শ্মশান ঘাট হিসাবে ব্যবহৃত হয় না। পুকুরটির নাম (দীঘিও বলা চলে) পন্ডিত পুকুর। খুব কাছেই ভৈরব নদী।
আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো।
শুভকামনা রইলো ভাইয়া।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০২১ সকাল ১১:৪৮
শাহিন বিন রফিক বলেছেন:
কোয়েল পাখির ডিম! ক্যামেরা তো এহাকে মুরগির ডিম বানিয়ে দিয়েছে!! হাহাহা।
মান অভিমান শিরোনামে ছবি বেশ চমৎকার হয়েছে।
শুভকামনা।