নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ইচ্ছে ঘুড়ি তার এক জীবনে হাজার চেষ্টা করেও শেষ পর্যন্ত
পুরো আকাশটাকে ঘুরে ফিরে দেখতে পায় না নিজের মত করে ।
একটা সম্পূর্ণ জীবনে থেকে যায় হাজার অপূর্ণতা।
কোথাও না কোথাও হিসাবের গড়মিল হয়ে যায় না চাইতেই।
মানুষ যেভাবে ভাবে
কল্পনায় আঁকে
বাস্তবতায়
ঠিক ঠাক নিয়ম মেনে সেভাবে কোন কিছুই হয় না সবসময়।
হিসাব মেলে না
দক্ষ হিসাবরক্ষকেরও।
কিছু না কিছু তো অনিবার্যভাবে বদল হয়েই যায়।
পথ আগলে দাড়ায়
স্বার্থ, ইর্ষা,লোভ,পরশ্রীকাতরা,অতি উচ্চাভিলাষী অবাস্তব মোহ সহ আরো নানান কু প্রবৃত্তি।
তারপর একদিন মেঘে মেঘে বেলা যায়
ঝুপ করে নামে সন্ধ্যা
ভাগের নির্দিষ্ট অক্সিজেন ফুরাতে আটকে যায় দম।
স্তব্ধ হয় জীবন।
লক্ষ হাজার দিবস রজনীর যত কর্মকান্ডের বেশিরভাগের ফলাফল হয় শূন্য।
কি লাভ হলো এত অন্যায় দূর্নীতি করে
অসৎ পয়সা উপার্জনে
অন্যের হক ফাঁকি দিয়ে?
সব কিছু মিছে
ভুল সবই ভুল
যদি না ব্যতিক্রম কিছু সৃজনশীলতার ছাপ বা চিহ্ন এঁকে যেতে পারে মানুষ এই পৃথিবীর বুকে।
কেউ মনে রাখে না
কেউ না।
© রফিকুল ইসলাম ইসিয়াক
০২ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
ইসিয়াক বলেছেন: ঠিক তাই ক'জন আর ভাবে।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন প্রিয় ব্লগার।
২| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
তারপর একদিন মেঘে মেঘে বেলা যায়
ঝুপ করে নামে সন্ধ্যা
ভাগের নির্দিষ্ট অক্সিজেন ফুরাতে আটকে যায় দম।
স্তব্ধ হয় জীবন।
চমৎকার
০২ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার।
শুভ কামনা সতত।
৩| ০১ লা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০২
খায়রুল আহসান বলেছেন: কবিতায় মানব জনম ও জীবন বৃত্তান্ত স্বচ্ছভাবে পরিস্ফূট। কবি সত্যই বলেছেন,
"তারপর একদিন মেঘে মেঘে বেলা যায়
ঝুপ করে নামে সন্ধ্যা
ভাগের নির্দিষ্ট অক্সিজেন ফুরাতে আটকে যায় দম।
স্তব্ধ হয় জীবন।"
কবিতায় ভাললাগা। + +
০২ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫২
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে, মন্তব্যে ও লাইকে অনেক অনুপ্রাণিত হলাম।
শুভ কামনা রইলো শ্রদ্ধেয় প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:৩৬
হাবিব বলেছেন: সবাই তো নিজের পেট ভরার চিন্তা করে। কতজন আর এই সব ভাবে বলুন