নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কে হবে অপরাধী?

০২ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৩





ঘরে দু'মুঠো নেই চাল ডাল
তবে আছে এক চুলো।
পেটের ক্ষুধা,প্রতীক্ষায় আছে
অসহায় মুখগুলো।

অবস্থা বেশ সঙ্গীন
কঠিন কঠোর দিন।
অনাকাঙ্ক্ষিত লকডাউন
পাক্কা সাতটি দিন।

অভাবের সংসারে অভাব মেটাতে
খেতে হয় যখন খেটে।
দূর্যোগকালে দুমুঠো খাবার বল
কিভাবে তাদের জোটে?

ভেবেছে কি কখনও এই দেশ,
ভেবেছে কি এই জাতি?
কর্মহীনতায় এই অভাগাগুলোর
কতটা দূর্গতি?

করোনায় মৃত্যু হবে হয়তো
সে তো রোগ ব্যাধি।
খাদ্যাভাবে কেউ যদি মরে
কে হবে অপরাধী?

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যারা ভাবার কথা তারা ভাবেনা।
আমরা ভেবে সারা!

০৩ রা জুলাই, ২০২১ সকাল ৯:৫৮

ইসিয়াক বলেছেন: তবুও ভাবতে হয়। আঙুল তুলে দেখিয়ে দিতে হবে। নানান সীমাবদ্ধতার কারণে সাহায্য করতে না পারি এ দায়িত্বটুকু তো পালন করতেই পারি।

ভালো থাকুন প্রিয় ব্লগার।

শুভ কামনা রইলো।

২| ০২ রা জুলাই, ২০২১ রাত ৮:০৮

মনিরা সুলতানা বলেছেন: এই ভাবনা টুকু ভাবার কথা , এত অব্যবস্থাপনা কিভাবে যে সম্ভব।

০৩ রা জুলাই, ২০২১ সকাল ১০:০৩

ইসিয়াক বলেছেন: এই সব ক্ষেত্রে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের মাত্রাতিরিক্ত লোভ। সরকারের সমন্বয়হীনতা,দূর্নীতি আর নিলর্জ্জ দলবাজি দায়ী।
এতোটা অমানবিক কিভাবে হয় এইসব মানুষেরা আমার জানা নেই।


কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

৩| ০২ রা জুলাই, ২০২১ রাত ৮:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ অসহায়দের সহায় হোন। ভালো থাকুক দিন মজুররা

০৩ রা জুলাই, ২০২১ সকাল ১০:০৬

ইসিয়াক বলেছেন: আমরা দোয়া টুকুই করতো পারি। আমাদের সামর্থ্য যে গন্ডীবদ্ধ। যারা দেখার তারা একটু চোখ মেলে তাকালে, একটু হাত বাড়িয়ে দিলে এই আপাত দুস্থ মানুষগুলো বেঁচে যায়।
ধন্যবাদ আপু ভালো থাকুন সবসময়।

৪| ০২ রা জুলাই, ২০২১ রাত ৮:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: সময় উপযোগী একটা ভালো কবিতা লিখেছেন।

০৩ রা জুলাই, ২০২১ সকাল ১০:০৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

শুভ কামনা রইলো।

৫| ০২ রা জুলাই, ২০২১ রাত ৮:৪৪

জগতারন বলেছেন:
Like!

০৩ রা জুলাই, ২০২১ সকাল ১০:০৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় স্বপন ভাই।

৬| ০২ রা জুলাই, ২০২১ রাত ৮:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সময়োপযোগী কবিতা। কর্তৃপক্ষের মাথায় যেন ঢুকে সাধারণ মানুষের কথা গুলো।

০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৪:৩৩

ইসিয়াক বলেছেন: কতৃপক্ষ সাধারণ মানুষের কথা ভাবে না প্রিয় কবি,
এই ছবিটি দেখুন গরীব মানুষের পেটে কিভাবে এরা লাথি মারে আবার তাই নিয়ে বীরত্ব ফলায়।সামান্য রাস্তায় ঘুরে চা বিক্রেতার উপর কি নির্মম অত্যাচার।

আল্লাহ সহ্য করবে না।


৭| ০২ রা জুলাই, ২০২১ রাত ৮:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: করুন বাস্তবতা

০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৪:৩৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন সবসময়।

৮| ০৩ রা জুলাই, ২০২১ রাত ১২:০৯

নূর আলম হিরণ বলেছেন: সুস্থ্য থাকুন, নিরাপদে থাকুন।

০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৪:৩৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৯| ০৩ রা জুলাই, ২০২১ রাত ১:৪০

জটিল ভাই বলেছেন:
অপরাধ সেই খেটে খাওয়াদের
দুর্নীতি যারা জানেনা,
তাদের ধরিয়া ফাঁসী দিয়া দাও
কেনো দুর্নীতি করেনা?

সুন্দর কাব্য :)

১০| ০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৩:১৮

মোস্তফা সোহেল বলেছেন: সাধারন জনগনের কথা কেউ ভাবেনা।

১১| ০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৫:১৬

হাবিব বলেছেন: আমি আপনি সবাই অপরাধী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.