|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
জ্বলছে জোনাক মিটিমিটি 
আলো ঝলমল পরিপাটি। 
গহীন বনের বুক ছুঁয়ে
হাউয়ের মত যায় বয়ে।
আঁধারে শত আলোর মিছিল 
কি যে দারুণ!  মুগ্ধতা।
ছুঁয়ে দিলেও  তাপ নেই কোন
মায়া মায়া স্নিগ্ধতা।
জ্বলে নেভে জ্বলে নেভে 
দীপ যেন ছন্দে। 
আনমনে ঘোরে ফিরে 
নির্মল আনন্দে।
ধরতে গেলে উড়ে যায় সে
মেলে দেয় পাখনা। 
ওরে জোনাক পথ হারাবি 
ওদিক পানে যাস না।
© রফিকুল ইসলাম ইসিয়াক
 ১৮ টি
    	১৮ টি    	 +৭/-০
    	+৭/-০  ০৩ রা জুলাই, ২০২১  রাত ৮:২৬
০৩ রা জুলাই, ২০২১  রাত ৮:২৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। 
শুভ কামনা রইলো।
২|  ০৩ রা জুলাই, ২০২১  সন্ধ্যা  ৭:২২
০৩ রা জুলাই, ২০২১  সন্ধ্যা  ৭:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ উপভোগ্য। 
৪লাইনে হাউয় মানে কি হাওয়া ? হাওয়া শব্দটা ব্যবহার করলে সুন্দর হতো।
  ০৩ রা জুলাই, ২০২১  রাত ৮:২৫
০৩ রা জুলাই, ২০২১  রাত ৮:২৫
ইসিয়াক বলেছেন: 
  ০৩ রা জুলাই, ২০২১  রাত ৮:২৯
০৩ রা জুলাই, ২০২১  রাত ৮:২৯
ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার। 
শুভ কামনা সতত।
৩|  ০৩ রা জুলাই, ২০২১  রাত ৮:১৮
০৩ রা জুলাই, ২০২১  রাত ৮:১৮
জটিল ভাই বলেছেন: 
থোকায় থোকায়
জ্বলে জোনাক,
কাব্য লিখেন
ভাই ইসিয়াক 
কবিতা অপূর্ব 
  ০৩ রা জুলাই, ২০২১  রাত ৮:৩২
০৩ রা জুলাই, ২০২১  রাত ৮:৩২
ইসিয়াক বলেছেন: কাব্যিক মন্তব্যে দারুণ অনুপ্রেরণা পেলাম প্রিয় ব্লগার।
শুভ কামনা সতত।
৪|  ০৩ রা জুলাই, ২০২১  রাত ৮:৩১
০৩ রা জুলাই, ২০২১  রাত ৮:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।
  ০৩ রা জুলাই, ২০২১  রাত ৮:৩৩
০৩ রা জুলাই, ২০২১  রাত ৮:৩৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। 
শুভেচ্ছা রইলো।
৫|  ০৩ রা জুলাই, ২০২১  রাত ৯:০৬
০৩ রা জুলাই, ২০২১  রাত ৯:০৬
শায়মা বলেছেন: বাহ! জোনাকী আসলেও এক বিস্ময়!!!!!
  ০৮ ই জুলাই, ২০২১  সকাল ১০:৫২
০৮ ই জুলাই, ২০২১  সকাল ১০:৫২
ইসিয়াক বলেছেন: আসলেই জোনাকি পোকা এক বিষ্ময়।  
শুভকামনা রইলো আপু।
৬|  ০৩ রা জুলাই, ২০২১  রাত ৯:৪৩
০৩ রা জুলাই, ২০২১  রাত ৯:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখনকার কবিদের 'আমিতুমি' 'লদকালদকি প্রেমের' বাইরে  জোনাক টোনাক নিয়ে ভাবার সময় আছে নাকি? 
 চমৎকার কাব্য। বিষয় বৈচিত্রের কারনে আপনার কাব্যগুলি সুন্দর।
  ০৮ ই জুলাই, ২০২১  সকাল ১০:৫৪
০৮ ই জুলাই, ২০২১  সকাল ১০:৫৪
ইসিয়াক বলেছেন: প্রিয় লিটন ভাই্ 
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। আপনাদের ভালো লাগা আমার অনুপ্রেরণা।  
শুভকামনা রইলো।
৭|  ০৪ ঠা জুলাই, ২০২১  রাত ১২:০৭
০৪ ঠা জুলাই, ২০২১  রাত ১২:০৭
জগতারন বলেছেন: 
হাউয় বাংলা শব্দের অর্থঃ যে যে বস্তু আকাশে উপরের দিকে গমন করে।
যেমন আতশ বাজি বা হাউয়' (+)আই বা হাউয়াই বাজি।
যে বাজি উর্ধ আকাশে গমন করিয়া বিস্ফোরিত হয়।
তাই; এই কবিতা'টিতে মনে হয়; ৪লাইনে হাউয় মানে কি হাওয়া ? হাওয়া শব্দটা ব্যবহার করলে সুন্দর হতো।
আমি মোঃ মাইদুল সরকার-এর সাথে সহমত।
কবিতা ভাল লেগেছে ও লাইক।
  ০৮ ই জুলাই, ২০২১  সকাল ১০:৫৭
০৮ ই জুলাই, ২০২১  সকাল ১০:৫৭
ইসিয়াক বলেছেন: আসলে আমাদের দিকে এক ধরণের আতশবাজি পাওয়া যায়। আগুল জ্বালিয়ে দিলে আস্তে আস্তে আকাশে উড়ে যায় খুব সুন্দর ধীরে ধরে বাতাসে ভেসে চলে । দেখতে দারুণ লাগে সেটিকে  কল্পনা করেই আমার  এই লেখা।   
শুভকামনা রইলো প্রিয় স্বপন ভাই।
৮|  ০৪ ঠা জুলাই, ২০২১  বিকাল ৪:০২
০৪ ঠা জুলাই, ২০২১  বিকাল ৪:০২
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর ছন্দময় কবিতা। এখন জোনাকি গ্রামেও মনে হয় বেশী দেখা যায় না।
  ০৮ ই জুলাই, ২০২১  সকাল ১১:০১
০৮ ই জুলাই, ২০২১  সকাল ১১:০১
ইসিয়াক বলেছেন: কৃত্রিম  আলোতে জোনাকি থাকতে চায় না তাই মনে হয় অন্য কোথাও সরে যায়। আর বন বাদাড় কমে যাচ্ছে   জোনাকির বিলুপ্তির একটা কারন হয়তো ।  
শুভ কামনা রইলো । ভালো থাকুন সবসময়।
৯|  ১০ ই জুলাই, ২০২১  বিকাল ৪:২৭
১০ ই জুলাই, ২০২১  বিকাল ৪:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার হাউয় চড়ে জোনাক পোকার পিছনে ছোটাছুটি ভালো লেগেছে। 
পোস্টে লাইক।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০২১  সন্ধ্যা  ৭:০৬
০৩ রা জুলাই, ২০২১  সন্ধ্যা  ৭:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+