নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বালিকা বধূ আমি ও বর্ষণমূখর দিন

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০২




মেঘের উপর মেঘ জমেছে ঝরছে বাদলধারা
আকুল বরষায় অবিন্যস্ত প্রকৃতির আলুথালু চেহারা।

দিনের আলো ফিকে হয়ে এলো বজ্র দিলো হুঙ্কার
কোমল হৃদয় বালিকা বধূ আতঙ্কে দেয় চিৎকার।

আমি তখন সব কাজ সেরে সদ্য ফিরেছি বাড়ি
বধুয়া আমার দ্বার খুলে জড়িয়ে ধরলো সরাসরি।

অভয় দিয়ে মুখ তুলে বলি,কোথা তোমার সকল লাজ?
বধু হেসে কয় সুযোগ নেওয়া সুযোগ সন্ধানীর কাজ।

আমি বলি,
সুযোগ বুঝি আমি নিয়েছি? তুমিই তো এলে ছুটে।
বললে,
চুপ করো ভালো হবে না বলছি, দুষ্টু ঝাঁকামুটে!

কপট ভঙ্গিতে আমি বললাম, আমি তাহলে ফিরে যাই
দেখা যাক আবার বজ্র হুংকারে কোথা মেলে আশ্রয় ।

ক্ষিপ্র গতিতে হাত ধরে বললে, কেন অভিমান করো?
কিসের এত ব্যস্ততা তোমার কেন এত তাড়াহুড়ো?

এমনও দিনে এই বর্ষণকালে তুমি হীনা বৃথা জীবন
প্রণয়ে আরও গভীর বাঁধনে বাঁধো শত জনমের বন্ধন।

তুমি পতি প্রাণ নাথ তোমাতেই পরিপূরক যে আমি
প্রেম পাঠে আজ না হয় হোক অকারণ কিছু পাগলামি।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১২

পদাতিক চৌধুরি বলেছেন: আহা কি আকুলতা! চলতে থাকুক......

শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১৫

ইসিয়াক বলেছেন: হা হা হা আবার নিয়মিত হলেন তাহলে।
এবার চটপট পোস্ট দিন তো প্রিয় দাদা। আর অপেক্ষা করতে পারছিনে।

শুভ কামনা জানবেন।

২| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৪৯

কুশন বলেছেন: শিরোনামে কেন লিখে দিতে হয় কবিতা?
যারা পড়বেন তাড়া কি বুঝতে পারবেন না, আপনি কবিতা লিখেছেন?

১০ ই জুলাই, ২০২১ রাত ১০:০৯

ইসিয়াক বলেছেন: কবিতাকে কবিতা নামে উল্লেখ করলে আমি কোন সমস্যা দেখি না। এটা আমার লেখার নিজস্ব ধরন। আমার লেখা আমি কিভাবে উপস্থাপন করবো নিশ্চয় আমি ভালো বুঝি নাকি?

৩| ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: রোমান্টিক কবিতা ভালো লাগলো। প্রেমিক প্রেমিকাদের জন্য সব কালই ভালো তবে মনে হয় বর্ষাকাল বেশী ভালো যদি বধু হয় বালিকা!!! :)

১০ ই জুলাই, ২০২১ রাত ১০:১২

ইসিয়াক বলেছেন: ঠিক বলেছেন প্রিয় ব্লগার,
বালিকা বধূর সাথে ভরা বরষায় প্রেম করতে মজাই আলাদা।

শুভ কামনা জানবেন।

৪| ১০ ই জুলাই, ২০২১ রাত ৯:১৯

জটিল ভাই বলেছেন:
বালিকা বধূর বুড়ো স্বামী মানায় ভালো =p~
কবিতায় অসাধারণ ভাল লাগা :)

১০ ই জুলাই, ২০২১ রাত ১০:১৪

ইসিয়াক বলেছেন: জটিল ভাইয়ের জটিল মন্তব্য।

কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার।
শুভেচ্ছা রইলো।

৫| ১০ ই জুলাই, ২০২১ রাত ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৩ ই জুলাই, ২০২১ ভোর ৫:৩৮

ইসিয়াক বলেছেন: শুভ কামনা রইলো প্রিয় কবি।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.