নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ মানভঞ্জন

১৭ ই জুলাই, ২০২১ ভোর ৫:৫৩



কুলুঙ্গি হতে উৎসারিত পিলসুজের লালচে আলোয়
তোমার ছায়া ছায়া মায়া ভরা মুখ
আর
মন ভালো করা সন্ধ্যা।

নারকোল তেল মাখা আঁটো সাটো করে বাঁধা চুল
সিঁথিতে রক্ত লাল সিঁদুর
কপালে টিপ
সাথে
আলতা রাঙা পায়ে
রিন ঝিন ঝিন নূপুর বাজে।

হলুদাভ মুখমন্ডল জুড়ে হালকা প্রলেপের তিব্বত স্নো
বাহ!
মিল করে আবার পরেছো
লাল পেড়ে কমলা রঙের শাড়ি।
সেই লাগছে তোমায়!
নাকছাবিটিও বেশ।

ভ্রু জোড়া আঁকনি
তবু দেখতে অনন্য।

একদম সরল শান্ত প্রাকৃতিক
যেখানে পড়েনি'কো বেওয়ারিশ হাত
লাগেনি কোন নাগরিক ছোঁয়া।

মন টানে
বারেবার
দৃষ্টি!সেতো নয় ফেরাবার।

দুষ্টু বালিকা কোথাকার!

তুমি যখন সত্যি বালিকা ছিলে
একদম নিপাট নিঁখুতকালে
সেই সময়
তোমাদের ঘরের ঠিক মাথার উপরে
কলা গাছের পাতা ফাঁকে উঁকি দিত কোজাগরী চাঁদ
আর উঁকি দিতাম আমি
শুধু তোমায় দেখার লোভে।

মায়াময় অপরূপ সুন্দরী!

তুমি, নাকি ওই জোছনা?

প্রতিযোগীতা চলতো।
তুলনাও চলতো
অবিরাম অবিরত!

নতুন টিনের চালে জোছনার প্রতিবিম্বে
আমি বিভ্রান্ত হতাম।
আমি উদভ্রান্ত হতাম।

খুব করে
তোমায় স্পর্শ করার সাধ হতো।

-কি ভাবছো এত? হাত ধুয়ে নাও দিকিনি!

আমি ফিরে আসি বাস্তবে।

যেথা মায়া মায়া সন্ধ্যা আর তুমি আছো সগৌরবে।

দাওয়ায় পেতেছো আসন
বেড়েছো সাদা গরম ভাত
সাথে বেগুন ভাজা আর ঘি।
আর?
জিওল মাছ দিয়ে আলু বড়ি।

বললাম,
একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ হবে কি?

তুমি কাছে এসে হাত পাখা ঘুরাতে ঘুরাতে বললে,
সব আছে ঠিক ঠাক দেখে নাও।খুঁজে নাও। শুধু আমায় দেখলেই হবে?

আমি ভাত মেখে তোমার মুখে তুলতেই তুমি
হেসে বললে,
খাও তো খাও,স্বাদ হয়েছে কি না দেখ। আমি খাবোনি।

আমি বললাম,
খুব স্বাদ হয়েছে । তুমিও খেয়ে দেখো একবার।
আমার হাতে মাখা
এক লোকমা ভাত!

কি যে ছেলেমানুষি করো,লোকে দেখবে। নিন্দে মন্দ কবে।
আবার চুপচাপ।
ঝিঁ ঝিঁ ডাকছে কোথাও।
-শুনছো?
-শুনছি তো,বলো।
-বুধবারের হাটে চাপা কলা এনো তো। দুধ ভাত মেখে খাবো।শুনেছি চাপা কলা দিয়ে দুধ মেখে ভাত খেলে নাকি যে আসছে তার গায়ের রং ফর্সা হয়।

আমি খ্যাক খ্যাক করে গা জ্বালানো হাসি দিয়ে বললাম
-কে আসছে গো? আমি চিনি তাকে?

তুমি একগুচ্ছ রাগ বয়ে নিয়ে সোজা খিল দিলে ঘরে।
নাহ আবার মানভঞ্জন করতে হবে দেখছি..….

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২১ ভোর ৬:১০

সেলিম আনোয়ার বলেছেন: শুভ সকাল কবি।


সুন্দর। +

১৭ ই জুলাই, ২০২১ ভোর ৬:১৭

ইসিয়াক বলেছেন: শুভ সকাল প্রিয় কবি।
ভালো থাকুন সবসময়।

২| ১৭ ই জুলাই, ২০২১ সকাল ৯:০৯

শেরজা তপন বলেছেন: ভাল লাগল কবি। সুপ্রভাত


কবিতার এই স্টাইলটাকে কি বলে?

১৯ শে জুলাই, ২০২১ সকাল ১০:০৮

ইসিয়াক বলেছেন: এটা সম্ভবত গদ্য রীতির কবিতা। ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার ।

শুভকামনা রইলো।

৩| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: "শুধু আমায় দেখলেই হবে"? - খুবই মিষ্টি একটি আধো সংলাপ!
মানভঞ্জনের কবিতাটা আদ্যোপান্ত ভালো লেগেছে। + +

১৯ শে জুলাই, ২০২১ সকাল ১০:০৯

ইসিয়াক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভকামনা জানবেন।

৪| ১৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: দার্জিলিং এর সর্বোচ্চ শৃঙ্গ শ্রীখোলা যাওয়ার পথে ভারত নেপাল সীমান্তের দুর্গম এলাকায় একটি জায়গার নাম মানভঞ্জন। অসম্ভব সুন্দর জায়গাটা। কবিতা ভালো লেগেছে।
শুভকামনা প্রিয় কবিবরকে।

১৯ শে জুলাই, ২০২১ সকাল ১০:১০

ইসিয়াক বলেছেন:

চমৎকার মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় দাদা।শুভকামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.