নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
সকাল সকাল চুমকি জোর পায়ে হেঁটে চলেছে।অনেক দেরি হয়ে গেছে আজ।বড় রাস্তায় উঠে ঠিক ঠাক একটা ইজি বাইক পেলে হয়। না হলে টুম্পা ভাবি আজ বাড়তি দু'কথা না শুনিয়ে ছাড়বে না এটা নিশ্চিত।
সাড়ে সাতটা নাগাদ চুমকি কলিং বেলে হাত রাখতে না রাখতেই দরজা খুলে গেল এবং রোজকার মত সে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে গেল যথারীতি।
অন্যদিন টুম্পা ভাবি দরজা খুললেও আজ খালুজান দরজা খুলে দিয়েছে। যাক আপাতত আর টুম্পা ভাবির মুখোমুখি হতে হচ্ছে না এটাই অনেক ভাগ্য । যে মুখ বাবারে বাবা। ভাবি মনে হয় এখনও ঘুমাচ্ছে । ঘুমাক,ভালো করে ঘুমিয়ে নিক।চুমকি রান্না ঘরে এসে ঝটপট কাজে হাত দিল। এমনিতে অনেক বেলা হয়ে গেছে আর দেরি করা ঠিক হবে না। এ বাড়ির কাজ সেরে অন্য বাড়িতে ছুটতে হবে। গরীবের কাজের কি শেষ আছে নাকি! সব কাজ গুছিয়ে ছেলেটা স্কুল থেকে ফেরার আগেই আবার বাড়ি পৌছুতে হবে।
একটা প্লেটে যেই ভিম লিকুইডের খানিকটা লাগিয়েছে ঠিক এমন সময় পেছন থেকে কে যেন এসে চুমকির কাঁধে হাত রাখলো। আলতো স্পর্শ! ভীষণ চমকে চুমকি পেছন ফিরে চাইলো এবং অবাক হয়ে গেল।
- একি খালুজান আপনি?
-এখন এসব কাজ রাখ।উঠে আয়।
-কাজ রাখ বললেই কি করে হইবো? সেই তো সব আমারেই করতে হইবো এখন আর তখন।আপনে ঘরে যান আমার দেরি হইতাসে ।
-তোকে এসব কাজে মানায় না চুমকি।
-উল্টা পাল্টা কি কন এসব? যান ঘরে যান। ভাবি দেখলে রাগ করবো।
-ভাবি দেখবে না। সে তো বাড়ি নাই। তার মা হাসপাতালে। টুম্পা সেখানে ব্যস্ত।
-আপনে আপনার কাজে যান। এসব কথা শুনন পাপ।
-বাদ দে তোর ধর্ম কথা। চল একটু মজা করি।
চুমকি এ বাড়িতে বছর খানিক ধরে কাজ করে,এ বাড়ির মানুষ দুটিকে তার আপনজন বলেই মনে হয় ।এখানকার প্রতিটা কাজ সে বেশ স্বতঃস্ফূর্তভাবেই করে। একদম ঝামেলা বিহীন নির্ঝঞ্ঝাট মানুষ এরা।কারো সাথেও নেই পাঁচেও নেই। টুম্পা ভাবি একটু ঠোঁটকাটা হলেও বাড়ির মালিক তো একেবারে নিপাট ভদ্রলোক। চুমকি অনেক খেয়াল করে দেখেছে চাল চলন আচার ব্যবহার চোখের নজর সব দিক দিয়েই লোকটা খুব ভদ্র। আদর্শ মানুষই বলা চলে।
বাড়ির মালকিনকে ভাবি বললেও অভ্যাস বশত মালিককে খালুজান ডাকে সে। সব বাসাতেই অবশ্য তাই করে । এতে গৃহকর্তার সাথে একটা নিরাপদ দূরত্ব তৈরি হয় সম্পর্ককে আড়াল করে।
টুম্পার স্বামির আজকের ব্যবহারে এক নিমেষে চুমকির বিশ্বাসের ভিত্তি টলে গেল। সে নানাভাবে বাধা দিতে গিয়ে শক্তিতে পেরে উঠলো না শেষ পর্যন্ত ।তাকে এই নির্জন ফ্ল্যাটে অসহায়ভাবে আত্মসমর্পণ করতেই হলো...
ঘন্টা খানিক ধরে চুমকির শরীর খুবলে খুবলে খেয়ে জয়নাল ভালো করে শাওয়ার নিল। তারপর হতভম্ব চুমকির দিকে কিছু টাকা ছুড়ে মেরে এমনভাবে বলল যেন কিছুই হয়নি।
-কেউ যেন কিছু জানতে না পারে বুঝছিস। উত্তেজনার বশে ভুল হয়ে গেছে। তোর ভাবি বাড়িতে নেই আর তোকেও আজ অন্যরকম লাগছিলো। স্যরি
যা গোসল সেরে নে। ভালো করে সব পরিষ্কার করে ফ্রেশ হয়ে নে। দেখবি ভালো লাগবে।আর টেবিলের উপর তোর টুম্পা ভাবির জন্য কেনা নতুন একটা ড্রেস রাখা আছে। গতকালই কিনেছি। বেশি দামি না অবশ্য ওটা তোকে দিয়ে দিলাম,নিয়ে নে। বলিস না আবার কাউকে এসব।
চুমকি বাথরুমে গেলো তবে সে গোসল করল না।শুধু পোশাক পাল্টে নিল। মন্দের ভালো, পরণের পোশাকের যে অবস্থা তাতে এটা পড়ে আর বাইরে বের হওয়া যায় না।
আর যা ভাবার ভেবে নিয়েছে চুমকি।এখন পদক্ষেপ যা ফেলতে হবে হিসাব করে।আসলে সে আলামত নষ্ট করতে চাইছে না,এই ধরনের ঘটনা তার জীবনে এই প্রথম নয়।অনেক হয়েছে, এই সমস্ত ঘাপটি মেরে থাকা জানোয়ার গুলোর বিচার হওয়া উচিত,কিন্তু তার মত খড়কুটোরা কি পারবে এদের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে? না টিকতে পারুক চুমকি ঠিক করলো এবার একটু হলেও ঝাঁকি দেবে সে। চুমকি শুধু জামা কাপড় পাল্টালো আর অন্য জামা কাপড়গুলো প্যাকেটে ভরে নিলো।
এখান থেকে তার কাজের পাট আজ থেকে উঠে গেল।উঠে যায় যাক।এই ঘটনার একটা বিহিত করেই ছাড়বে সে। এখনই সে শিরিন আপার বাসায় যাবে। তারপর যা কিছু করার শিরিন আপাই করবেন।
বেরিয়ে আসার আগে চুমকিকে আবার ডাকলো জয়নাল,
-চুমকি শোন।
-জ্বি বলেন।
- এখন ফ্রেশ লাগছে তো।
-হু।
-কাউকে কিছু বলার দরকার নেই। বুঝেছিস তো।
-হু।
-বাড়াবাড়ি করলে বা কোন সুযোগ নেবার চেষ্টা করলে কিন্তু সমস্যা হবে।উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করলে কিন্তু টিকতে পারবি না এটা মনে রাখিস। খড়কুটোর মত ভেসে যাবি।
চুমকি মনে মনে হাসে আর বলে,
বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার ঘুঘু তোমার বধিব পরাণ.......
সমাপ্ত
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৬ শে জুলাই, ২০২১ সকাল ১০:১০
ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা অনেকদিন পরে আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে। নিশ্চয় ভালো আছেন?
# গল্পের বাকীটুকু পাঠকে নিজের মত করে ভেবে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। ভালো থাকুন সবসময়।
শুভ কামনা রইলো।
২| ২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসভ্যগুলার জন্য পুরুষজাতীল বদনাম। এত তেল ক্যারে ইতানতের। খবিশগুলাৱ
সুন্দর হয়েছে গল্প
২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৫:২৯
ইসিয়াক বলেছেন: কিছু কিছু মানুষ আছে যারা দেখলে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এধরনের মানুষেরা মাঝে মাঝে এমন একেকটা কাজ করে দেখলে থ মেরে যেতে হয়।
ভালো থাকবেন আপু
শুভ কামনা রইলো।
৩| ২৬ শে জুলাই, ২০২১ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: গল্পটি পড়লাম। শুধু এইটুকু জানিয়ে গেলাম।
২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৩০
ইসিয়াক বলেছেন: শুধু গল্প পড়লে হবে। ভালো মন্দ কি বলতে তো হবে নাকি!
৪| ২৬ শে জুলাই, ২০২১ বিকাল ৩:০০
অপু তানভীর বলেছেন: আসলে চুমকির মনে কী চলছে? এইটা তো জানতে মন চাইছে ! সে কেমনে বেটাকে জব্দ করবে?
২৯ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৫৬
ইসিয়াক বলেছেন: চুমকির মনে যে কী চলছে তা চুমকি জানে। তবে সে যে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে সেটার ইঙ্গিত গল্পে দেওয়া আছে প্রিয় ব্লগার।
শুভ কামনা রইলো।
ভালো থাকুন সবসময়।
৫| ২৬ শে জুলাই, ২০২১ রাত ৯:১৯
ভুয়া মফিজ বলেছেন: আপনের গল্পের এইসব ছোট ছোট প্যারা যে করেন, এইটা ডায়ালগের জন্য করা হয়।
বিভিন্ন নামী দামী লেখকদের বই তো নিশ্চয়ই পড়েন, দেখেন......উনারা কিভাবে লেখাকে সাজায়। কুচ তো পাতা চালেগা!
গল্প প্লট হিসাবে ভালো। আপনের লেখার স্টাইলেরও উন্নতি লক্ষনীয়। বাস.....লে আউট ঠিক কারনা হ্যায়।
অপু তানভীর বলেছেন: আসলে চুমকির মনে কী চলছে? এইটা তো জানতে মন চাইছে ! সে কেমনে বেটাকে জব্দ করবে? সেই ইঙ্গিত গল্পে বেশ ভালোভাবেই আছে। আপনি কি সেটা ধরতে পারেন নাই?
২৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০০
ইসিয়াক বলেছেন: ছোট ছোট প্যারা মোবাইলে লিখতে সুবিধা হয় তাই আর কি। আজকাল পিসিতে বসতে ইচ্ছে করে না। কুঁড়েমি লাগে
চমৎকার গঠনমূলক মন্তব্যের জন্য লাল নীল আর বেগুনি গোলাপের শুভেচ্ছা।
শুভ কামনা সতত।
৬| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১০:৪৭
মুক্তা নীল বলেছেন:
ইসিয়াক ভাই ,
গল্পটা পড়তে একটু খারাপ লাগছিলো চুমকির জন্য কিন্তু
ছবি আপনার মন্তব্য পড়ে আমি হাসতে হাসতে শেষ ।
২৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০১
ইসিয়াক বলেছেন: আপু আপনাকে অনেক দিন পরে ব্লগে দেখে ভালো লাগছে।
ভালো থাকুন সবসময়।
শুভ কামনা রইলো।
৭| ২৭ শে জুলাই, ২০২১ সকাল ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০২
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই। শুভকামনা রইল।
৮| ২৭ শে জুলাই, ২০২১ সকাল ১১:১৬
অজ্ঞ বালক বলেছেন: নাহ। এইটারে আরেকটু আগান দরকার ছিলো। এইটারে গল্প কওন ঠিক হইবো না ভাই। এইটারে শুরুর অংশ কওন যাইতে পারে। যাই হোক, এগুলার বিচার হয় না। এইটাই শেষ কথা।
৯| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১১:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: আমার এই চেনা প্লট নিয়ে চেনাজানা ভাবে গল্প লিখতে ভালো লাগেনা। সাধারণের মধ্যে ব্যতিক্রমী না হলে ঠিক মনে ধরে না। অবশ্য এটা আমি আমার মতামত জানালাম।
শুভেচ্ছা জানবেন।
২৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৫
ইসিয়াক বলেছেন: আজ একেবারে আনকমন( এই শব্দটার ঠিক বাংলা মনে আসছে না) বিষয় নিয়ে পোস্ট দিয়েছি আশা করি নিরাশ হবেন না। হা হা হা
শুভেচ্ছা না জানালেও আপনার প্রতি শুভকামনা রইল ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৯:৩২
বিজন রয় বলেছেন: চুমকি কি ওই বদ ব্যাটাকে শাস্তি দিতে পেরেছিল?
নাকি উত্তর আমাকেই দিতে হবে?