নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ঢং ঢং শব্দে দেয়াল ঘড়িটা জানান দিলো এখন রাত দুটো বাজে। সারাদিনের কঠোর পরিশ্রমের ক্লান্তি নিয়ে ঘুমিয়ে আছে মিলন মাহমুদ।
মিলনের স্ত্রী রীতা মিলনকে ডেকে তুলল,
-এ্যাই শুনছো!
-হু।
-হু কি?
ঘুম জড়ানো চোখে মিলন বলল,
-বলো।
-চোখ তো মেলবে,নাকি ঘুমিয়ে ঘুমিয়ে শুনবে?
মিলন অনেক কষ্টে চোখ মেলে তাকালো আসলেই প্রচুর ক্লান্তি লাগছে তার।একটু ঘুম খুবই প্রয়োজন।
রীতা বলল,
- দেখ! আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। চলো বারান্দায় বসি। চা করছি বারান্দায় বসে চায়ে চুমুক দেই আর চাঁদ দেখি।
- হঠাৎ আমায় এতো রাতে ডাকাডাকি কেন? তোমার মুঠোফোন বন্ধু আজ বুঝি তোমায় সঙ্গ দেয়নি? সে কি অন্য কোথাও ব্যস্ত রয়েছে? .....
© রফিকুল ইসলাম ইসিয়াক
২| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: বাহ!!!
অনু গল্পটা তো সুন্দর হয়েছে। পাঠক নাই কেন? আজিব!!!
৩| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩৯
কল্পদ্রুম বলেছেন: আর একটু ভালো হতে পারতো ইসিয়াক ভাই। আপনি কি কাহলিল জিবরানের লেখা অনুগল্প পড়েছেন? কিংবা বনফুল,সাদাত হোসেন মান্টো? পড়ে দেখতে পারেন যদি না পড়া হয়ে থাকে।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪১
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
বাহ ... বুকে আমূল বিঁধে গেছে গল্পের মিষ্টি ছুরি................