নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কেন?

১৮ ই আগস্ট, ২০২১ ভোর ৬:২৯





আচ্ছা তোমায় দেখলেই
আমার মুখে এত কথা ফোটে কেন?
অকারণ মন খুশি লাগে কেন?
হৃদ মাঝারে
শত দুষ্টু মিষ্টি ভাবনার উদয় হয় কেন?

আবার
যখন তুমি একাকী ভাবনায় আসো
মন আবেশ করা মধুর আবেগ ছুঁয়ে যায় অন্তর ।

মনে হয়,
দুর হতে চেয়ে দেখো আমার যত পাগলামি
আর
মিটমিটিয়ে হাসে!

কেন?

জানো কি জানি না
গন্ধহীন ফুলে তখন আমি গন্ধ পাই।

জটিল কুটিল শব্দকে মনে হয় তোমার চপল পায়ের নূপুরের রিনিঝিনি।

রঙহীন ক্যানভাস সেজে ওঠে বর্ণিলে।

আহা! রঙিন, যেন ফাগুনের দিন।

আচ্ছা,

তুমি কি আমার মনের আকাশ?
সেই আকাশে
আমি তোমার প্রিয় মেঘ?

না না না তা নয় তা নয়
আকাশ মেঘ মেলে না কখনও যে।

তুমি আমার মন্থন উন্মুখ
গভীর প্রেমের আবেগ।

কিংবা
তুমি আমার উদাসী ঘুড়ি
আমি ভারবাহী সেই সুতো।
তুমি যতই দুরে যাও
আমি তোমাতেই অবনত।

মজেছে মন তাই বুঝি
তোমাতেই আপনারে খুঁজি।
তোমাতে হারাই
তোমাতে দিশা পাই
বলছি সোজাসুজি।

তুমি আমার মেঘ বালিকা
অলীক স্বপ্ন যেন।
তবুও দিনশেষে প্রশ্ন জাগে মনে
তোমাতে বারেবার হারাই কেন?
কেন?

© রফিকুল ইসলাম ইসিয়াক।
ছবিঃ নিজের তোলা

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: উরে বাব্বা! এ যেন প্রিয়তমার জন্য খই ফোটা অষ্টাদশী এক যুবক। এমন ফুলঝুরি শুধুই কি কাব্য নাকি হৃদয়ের অনুরণিত হাহাকার????
কবিতা ভালো লেগেছে মিয়া।
আজ আপনার পোস্টে আপডেট করে গেলুম। ভবিষ্যতে কিছুটা জমে গেলে রাগ করিয়েন না....
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

১৮ ই আগস্ট, ২০২১ সকাল ৯:১৮

ইসিয়াক বলেছেন:






পদাতিক চৌধুরি বলেছেন: উরে বাব্বা! এ যেন প্রিয়তমার জন্য খই ফোটা অষ্টাদশী এক যুবক।

একি কথা বললেন দাদা ! আমি তো যুবকই । আমায় কি আপনি বয়স্ক ভেবেছিলেন নাকি :-B দুঃখ পেলুম। তবে আশা করছি ইহা নিশ্চয় ষড়যন্ত্র নহে =p~

এমন ফুলঝুরি শুধুই কি কাব্য নাকি হৃদয়ের অনুরণিত হাহাকার????
আহা! হাহাকার হবে কেন ? হৃদয়ের অনুরণিত প্রেমময় কথামালা বলতে পারেন। বয়সকালে কোন কোন প্রেম করেননি বুঝি!!!!!!!!!! :-/

আজ আপনার পোস্টে আপডেট করে গেলুম। ভবিষ্যতে কিছুটা জমে গেলে রাগ করিয়েন না....
# কোথাও কি রাগ প্রকাশিত হয়েছে কোন ভাবে? মনে পড়ছে না তো ;)

তবে শুভেচ্ছা রইলো। এক গুচ্ছ গোলাপের !:#P

২| ১৮ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুবই রোমান্টিক কবিতা। ভালো লেগেছে।

আপনার কবিতা পড়ে মনে হোল আপনি কলেজে পড়ুয়া ছাত্র। তাই বিয়ে করে ফেলার পরামর্শ দিচ্ছি। আর যদি বিয়ে ইতিমধ্যে করে থাকেন, আমার প্রশ্ন এত তরুণ আছেন কিভাবে? রহস্যটা আমাদের জানান। :)

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১০

ইসিয়াক বলেছেন:


দেরিতে প্রতি মন্তবে্যে আসার জন্য আন্তরিকভাবে দুঃখিত।


ঘুমিয়েছিলাম হঠাৎ ঘুম থেকে উঠে মনে হলো বেশ কিছুদিন কবিতা লিখি না ,একটা কবিতা লিখলে কেমন হয়। সেই ভাবনা থেকেই লেখা অন্য কিছু নয়। =p~

৩| ১৮ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কিছু বানান ভুল থাকতে পারে।

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১৩

ইসিয়াক বলেছেন:

ব্লগ আর ফেসবুক আমার খেরো খাতা। এখানে সব লেখা জমা রাখি / থাকে । যা মনে আসে লিখে ফেলি। ভুল থাকতেই পারে পরে চেক করে ঠিক করে দিবো। আসলে সব কাজে কেন জানি ইদানিং আমার খুবই আলসেমি লাগছে । হা হা হা

৪| ১৮ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: তালের ডোঙ্গার ছবি দিয়েছেন সম্ভবত। ছবিটা ভালো লেগেছে। তালের ডোঙ্গায় চড়া কঠিন মনে হয়। ঘাড় ঘুরালে উল্টে যেতে পারে।

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১৬

ইসিয়াক বলেছেন: ছবিটা আমার তোলা। এটা আমার প্রিয় ছবি যদিও আমি ছবি তোলার ব্যপারে একেবারে আনাড়ি।


লোকটা তো আমার সামনেই ডোঙাতে চড়লো । বিশেষ কোন কৌশল নিশ্চয় আছে। ছবি ভালো লাগার জন্য ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

৫| ১৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩৯

রানার ব্লগ বলেছেন: সাড়ে চুয়াত্তর @ তালের ডোঙ্গা হলো নট নড়ন চড়ন নৌকা। নড়ছেন তো গেলেন। :D


এতো প্রেম আমি কোথা রাখি
শয়নে স্বপনে কেবল তুমি সখি

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১৭

ইসিয়াক বলেছেন: চমৎকার কাব্যিক মন্তব্যে ভালো লাগা জানবেন।

শুভকামনা শতত ভাইয়া।
ভালো থাকুন সবসময়।

৬| ১৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ রানার ব্লগ - বলেছেন ঠিক কথা। তালের ডোঙ্গা হোল ক্যানোর দেশীয় সংস্করণ।

তোমায় নিয়ে ডোঙ্গা ভাসিয়ে যাবো তেপান্তর
চাই না আমি আর কিছু, শুধু তোমারই অন্তর।।
ডোঙ্গায় বসে ঘাড় ফিরিয়ে দেখো না আমায়
ডোঙ্গা কিন্তু উল্টে যাবে, জীবন বাঁচানো দায়।।

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১৯

ইসিয়াক বলেছেন: বাহ! সুন্দর কবিতা। আরেকটু বড় করে লিখে পোস্ট দিয়ে দিন।


শুভকামনা।

৭| ১৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: এই কবিতা ভালো হয়নি। স্যরি।

২১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১৯

ইসিয়াক বলেছেন:

আপনার কাছে লাইটার আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.