নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ ব্যর্থ অভিযান

২২ শে আগস্ট, ২০২১ দুপুর ২:১৪






-খুব তো উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছো দাদা। তো সব খবর ভালো তো?
- আরে ভায়া উড়বো নাতে কি আর করবো? এখন তো উড়াউড়ির সময়। বুঝলে না, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।
-দেখো আবার গোলাগুলির মধ্যে পড়ে যেও না বেঘোরে প্রাণটাই হারাবে।
-নগদ যা পাও হাত পেতে নাও এই নীতিতে বিশ্বাসী আমি। একটু তো ঝুঁকি থাকবেই ।যায় যাক প্রাণ হা হা হা।
- তো কামাই রোজগার বেশ ভালো হচ্ছে মনে হয়? বেশ ভালো তো?
-আর বলো না যেখানে যাই নানা প্রতিবন্ধকতা,কম ঝক্কি ঝামেলা সামলাতে হয় না। কদিন বাজার বেশ ভালো গিয়েছিল মনের আনন্দে কয়েকটাকে তো লুটে পুটে খেলাম ইচ্ছে মতো। এখন অবশ্য সবকিছুতে ভীষণ কড়া কড়ি। আগের দিন আর নেই চারিদিকে কামান দেগে বংশ নির্বংশ করার অভিযান চলছে। কি আর করা। ভাবছি পেশা পাল্টাবো।না হয় ডুব দেবো কদিনের জন্য। তারপর দেখি কি হয়।
-ডুব দিলে কিভাবে চলবে? কি খাবে ? সঞ্চয় আছে কিছু? স্ট্যাটাস মেইনটেইন করতে পারবে তো?
-তাই তো ভাবছি। মুশকিল হয়ে গেল ভায়া।এমন পরিস্থিতি হবে আগে ভাবিনি। কি যে দিনকাল এল!
-চল আমাদের উগান্ডার অন্যতম ক্ষমতাধরের বাড়িতে অভিযান চালাই। কি যেন নাম ও হ্যাঁ মনে পড়েছে ডুগডুগি রহমান,ওর বাসায় যাই। প্রতি দিন তো টিভিতে দেখছি।বেশ নাদুস নুদুস চেহারাখানি হয়েছে। বক্তব্য ও রাখছে বেশ ভালোই ।দেখলে মনে হয় বয়সটা কমে একেবারে ইয়াং হয়ে গেছে। একেবারে গুলুবুবু।
-ঢুকতে দেবে না। ঢুকতে দেবে না। ওখান কার সিকিউরিটি গার্ড খুব কড়া।
- লাইন আছে লাইন আছে।ম্যানেজ করা যাবে।তারপর সুযোগ বুঝে জায়গা মতো একটা পুশ । ব্যাস কেল্লা ফতে। আরে খেতে হলে রাজকীয় খাবারই খেতে হয় জানো তো। আহ! যেমন গন্ধ তেমন স্বাদ। আমাদের তো এইটুকুই জীবন। এইটুকুতেই সুখ।কি বল ভায়া?
-লাভ কি এত ঝুঁকি নিয়ে?আবার বিপদ না বেড়ে যায়।সীমা অতিক্রম করলে সমস্যা আছে।
-আরে না! কি যে বলো না বলো, আমায় ধরে সে সাধ্য কার।

তাহলে চল তাড়াতাড়ি চল অনেকক্ষণ না খাওয়া বেজায় খিদে পেয়েছে আমার।

-দাড়াও দাড়াও এখন না। সময় হয়নি এখনও ব্যস্ত হও কেন? এখন এত আলোতে পথ ঘাট ভালো দেখা যাবে না। শেষে সবটা মাটি হয়ে যাবে ।সন্ধ্যাটা আগে নামতে দাও। অন্ধকার একটু গাঢ় হোক তারপর আমরাও টুক করে ঢুকে যাবো ফাঁক ফোঁকড় গলে। সমস্যা বিশেষ হবে না।
অবশেষে বিশেষ কসরত করে সুযোগ মত তারা দুজন ঢুকে গেল উগান্ডার ফুটানি মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ডুগডুগি রহমানের সুসজ্জিত বাসায়। ......

এ ঘর ও ঘর মনের আনন্দে ঘুরে বেড়াল ওরা। খুব একটা প্রটেকশন নেই কোথাও। মন্ত্রী মশাইয়ের ছোট ছেলেটা দেখতে বেশ নাদুস নুদুস। আরামে ঘুমাচ্ছে সে। পছন্দ হয়ে গেল আগন্তকদের।
সত্যি এরকম নাদুসনুদুস দেহ দেখে লোভ সামলানো মুশকিল ! বড় মশাটি আর দেরি না করে দিল টুক করে হুল ফুটিয়ে। তার দেখা দেখি অন্যটিও।
আহ! সেকি স্বাদ! চুমুকেই তৃপ্তি। চো চো করে রক্ত টানতে লাগলো তারা মনের আনন্দে।
কিন্তু ইহা উগান্ডার মন্ত্রী সভার বিশেষ মন্ত্রীর বাসা।যে সে জায়গা নয়। নিরাপত্তা প্রহরীরা অচিরেই আক্রমণকারীদের সন্ধান পেয়ে গেল।
ঠাস!
একটা শব্দ মাত্র। নিমেষে ভবলীলা সাঙ্গ হল মশা দুটির।
বেচারা!!! সব জায়গায় কি আর পাকামো খাটে?

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: কামড় দেয়ার আগেই মশা দুটিকে মারা উচিত ছিল। ডেঙ্গুর জীবাণু দেহে ঢোকার পর মশা মেরে কোন লাভ নেই। উগান্ডা বলেই নিরাপত্তার এই বেহাল অবস্থা। বাংলাদেশে মশা মারার জন্য কামান পর্যন্ত আছে। তাই কোন চিন্তার কারণ নাই। আর মন্ত্রীদের বাড়ির গেটে লেখা থাকে 'সংরক্ষিত এলাকা - জনসাধারণ এবং মশা প্রবেশ নিষেধ' ( ব্রিটিশ আমলে ব্রিটিশদের ক্লাবে যেমন লেখা থাকতো 'ডগ এন্ড ইন্ডিয়ানস আর নট এলাউড';)। ফলে মশারা মন্ত্রীদের বাসায় প্রবেশ করে না। মানুষ তো পারেই না।

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪৭

ইসিয়াক বলেছেন: মন্তব্য দারুন কিছু কথা বলেছে।

শুভকামনা রইলো।

২| ২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:১০

ফয়সাল রকি বলেছেন: একটা শব্দ মাত্র। নিমেষে ভবলীলা সাঙ্গ হল মশা দুটির।
এক ঠাসেই দুই প্রাণ গেল! ঠাসের জোড় আছে বলতে হবে!

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪৯

ইসিয়াক বলেছেন: ঠাসের জোর আছে বলতে হবে! না হলে ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে কি করে?

শুভকামনা রইলো প্রিয় ব্লগার।

৩| ২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:০৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: শুধু একটি আওয়াজ হলো- ঠাস !!!! তারপরেই ভবলীলা সাংঙ্গ হলো লুটেরা (মশা) দের ।

আহা :(( এভাবে যদি সকল লুটেরা দের ভবলীলা সাংঙ্গ করা যেত তাহলে কতনা মজা হত।

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৫১

ইসিয়াক বলেছেন:






শুধু একটি আওয়াজ হলো- ঠাস !!!! তারপরেই ভবলীলা সাংঙ্গ হলো লুটেরা (মশা) দের ।

আহা :(( এভাবে যদি সকল লুটেরা দের ভবলীলা সাংঙ্গ করা যেত তাহলে কতনা মজা হত।



কোন দিন হবে হয়তো ।সেই সুদিনের অপেক্ষায়। আশায় বাঁচে মানুষ।

ভালো থাকুন । শুভকামনা রইলো।

৪| ২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে ..... এত তাড়াতাড়ি ভবলীলা সাঙ্গ নয় বরং আরো কিছুকাল এগিয়ে চলুক....

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৪

ইসিয়াক বলেছেন:


আপনিও সাথে চলুন দাদা। দুজনে ইচ্ছেমত হুল ফুটিয়ে আসি হা হা হা


শুভকামনা রইলো।

৫| ২২ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৯

উম্মে সায়মা বলেছেন: আহা ভালোই তো এডভেঞ্চার চলছিল। দিলেন ভবলীলা সাঙ্গ করে!

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৫

ইসিয়াক বলেছেন:



উম্মে সায়মা আপনাকে আমার ব্লগে স্বাগতম।


পাঠে ও মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা জানবেন।

৬| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৪

শেরজা তপন বলেছেন: বিষয়বস্তুতে ভিন্নতা আছে

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৬

ইসিয়াক বলেছেন:


কেমন লাগলো জানালেন না তো প্রিয় ব্লগার।
শুভকামনা সতত। ভালো থাকুন সব সময়।

৭| ২২ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৭

নেওয়াজ আলি বলেছেন: খুব দারুন লিখেছেন
শুভ কামনা রইলো

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৭

ইসিয়াক বলেছেন:





কেমন আছেন মহি ভাই? অনেকদিন পরে আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগলো্ । শুভকামনা রইলো।

৮| ২৩ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: যতই ব্যস্ত থাকি আপনার কোনো লেখাই মিস করি না।

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৮

ইসিয়াক বলেছেন: ভালো না মন্দ কিছুই তো বুঝলাম না।

৯| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ১:২২

ভুয়া মফিজ বলেছেন: রুপক অর্থে লেখা, ভাবের তো দেখি কোন কমতি নাই। ;)

গল্প কিন্তু ভালো হইছে। শেষের ঠাস দিয়া অনেক কিছুই বোঝা যায়, যদি কেউ বুঝতে চায়! :P

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩৭

ইসিয়াক বলেছেন:


অনেকেই কিন্তু বোঝে নাই :( যাক আপনে জ্ঞানী মানুষ আপনে বুঝবার পারলে ই হইবো...ভালো থাইকেন ।

শুভকামনা রইলো।

১০| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন তো। বুঝতেই পারিনি মশা হাহাহাহা

থ্যাংকিউ

২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩৮

ইসিয়াক বলেছেন:

অনেক অনেক শুকরিয়া আপু।

ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.