নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
প্রিয়তমা, ভালোবেসে ধরেছো যে হাত পরম মমতায়
আজীবন তাকে ধরে রাখতে চাই নিঁখুত বিশ্বস্ততায়।
ভালোবাসা বেঁচে থাকুক নির্মল হাসিতে
ভালোবাসা টিকে থাকুক সুখ ও সন্তুষ্টিতে।
ভালোবাসা ছাড়া প্রতিটা ক্ষণ দুঃসহ কষ্টকর
ভালোবাসা ছাড়া বেঁচে থাকা সত্যি অবান্তর।
ভালোবাসা ছুঁয়ে যাক এক পেয়ালা কফিতে
ভালোবাসা ধরা দিক উপহারের ছোট্ট টফিতে।
ভালোবাসাময় হোক পৃথিবীর প্রতিটি প্রান্তর
জয়তু ভালোবাসা জয়তু এ জগত সংসার।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৬ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১৯
ইসিয়াক বলেছেন: এত সুন্দর মন্তব্য পেলে কার না মনটা ভরে ওঠে। অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভকামনা সতত।
২| ২৬ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১০
হাবিব বলেছেন: ইসিয়াক শব্দের অর্থ কি?
২৬ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১৮
ইসিয়াক বলেছেন: হা হা হা এই প্রশ্নের উত্তর যদিও অনেকবার দিয়েছি তবু আরেকবার বলি ব্লগে রেজিষ্ট্রেশন করার সময় একটা নিক লাগে তখন অবশ্য নিক কি অত ভালো বুঝতাম না। তবে ছোটবেলা থেকে আমার ইসতিয়াক নামটা খুব পছন্দ। সবসময় আফসোস হত ইশ আমার নাম ইসতিয়াক হলো না কেন। তো সেই ইসতিয়াক নামটা নিক হিসাবে রেজিস্ট্রেশন করার পরে দেখা গেল ইসিয়াক দেখাচ্ছে। এ জীবনে আমার আর ইসতিয়াক নাম রাখা হলো না । সেই থেকে আমি ইসিয়াক। তবে নিকটা বেশ আনকমন । এখন তো আমার ভালোই লাগে ইসিয়াক হিসাবে পরিচিত হয়ে।
কবিতা পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো প্রিয় হাবিব ভাই।
শুভকামনা সতত।
৩| ২৬ শে আগস্ট, ২০২১ সকাল ১০:২৮
হাবিব বলেছেন: মন্তব্যের জবাব দেয়ার জন্য ধন্যবাদ
২৬ শে আগস্ট, ২০২১ সকাল ১০:২৯
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন প্রিয় ব্লগার।
শুভেচ্ছা রইলো ।
৪| ২৬ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৪২
ফয়সাল রকি বলেছেন: ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন চিরকাল।
২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৩৬
ইসিয়াক বলেছেন:
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
৫| ২৬ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! ভাগ্যিস ভালোবাসা ছিল নতুবা জীবন যে পানসে হয়ে যেতো।
২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৩৭
ইসিয়াক বলেছেন:
শুধু কি পানসে.......।স্বাদ গন্ধহীন হয়ে যেত
শুভেচ্ছ! শুভেচ্ছা!! শুভেচ্ছা!!
৬| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: বন্ধু তেজি কবিতা লিখুন। পুতু পুতু টাইপ না। পুতুপুতু টাইপ অনেক হয়েছে।
২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪৬
ইসিয়াক বলেছেন: কবিতা কবিতাই .....।মনের খেয়ালে লেখা। লুতু পুতু পুতু পুতু মানে কি বুঝলাম না। লেখালেখি কখনও জোর করে হয় না। যখন মন চাইবে তখন সেরকমই লিখতে চাই। ফরমায়েশী লেখা লিখতে চাই না।
ধন্যবাদ
৭| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৩
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার , মুগ্ধ হলাম ।
২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় মহী ভাই।
৮| ২৭ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
খায়রুল আহসান বলেছেন: "ভালোবাসাময় হোক পৃথিবীর প্রতিটি প্রান্তর" - আপনার এ অভিলাষের সাথে সহমত পোষণ করছি।
ভালোবাসা একটি সার্বজনীন অনুভূতি। পশুপাখিসহ (প্রায়) সকল মানব মানবী এ অনুভূতি কামনা করে, লালন করে।
কবিতায় ভাললাগা। + +
২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৫৮
ইসিয়াক বলেছেন:
ভালো থাকুন প্রিয় ব্লগার । মন্তব্যে ভালো লাগা জানবেন ।
শুভকামনা সতত।
৯| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। টফি তো ছোটবেলায় খেয়েছি। এখনও আছে নাকি?!
২৮ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০১
ইসিয়াক বলেছেন:
আমিও ছোটবেলাতে অনেক টফি খেয়েছি। এখনও পাওয়া যায় কিনা জানি না। কবিতাটি লেখার সময় উপহারের ছোট্ট নমুনা হিসাবে টফির কথা মনে এলো তাই লেখা।
শুভকামনা রইলো। ভালো থাকুন সবসময়।
১০| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ১০:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি টফি দিয়েও মেয়ে পটিয়ে ফেলতেন!!! আপনি তো এই ব্যাপারে একটা কোচিং সেন্টার খুলতে পারেন। অবশ্য মেয়েদের কাছে কবিদের চাহিদা অনাদিকাল থেকেই বেশী। কবিরাও মেয়ে ছাড়া কবিতা লেখে না বললেই চলে। পৃথিবীর ৯৯% গান আর কবিতা মনে হয় নর-নারীর প্রেম নিয়ে। ব্লগে এটা ৯৯.৯৯%।
'জয়তু এ ভালোবাসা জয়তু এ জগৎ সংসার' - প্রেমে পড়লে দুনিয়াটাকে স্বর্গ বলে মনে হয়। কি বলেন। প্রেমে পড়ে কিভাবে এটাই আমি বুঝি না। প্রেমটা কি কুয়া না পুকুর যে পড়ে।
তবে কফি বেশী খেলে উচ্চরক্ত চাপ বাড়ে।
২৮ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩১
ইসিয়াক বলেছেন:
মেয়েরা আমাকে কেন জানি খুব পছন্দ করে। তবে আমি তাদের তেমন সময় দিতে পারি না। আমি সবসময় আমার লেখা আর পড়াকে প্রাধান্য দেই। আপাতত দুটো রহস্য উপন্যাস নিয়ে বেশ ব্যস্ত আছি। প্রেম করার কই। একটা কবিতা লিখতে আমার দশ মিনিট সময়ও লাগে না। টাইপ করতে যে টুকু সময়। আজকাল কবিতা তেমন লিখি না। আমি একজন ভালো গল্পকার হিসাবে প্রতিষ্ঠা পেতে চাই। সেই চেষ্টায় আছি। শুভকামনা রইলো।
১১| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: হায় আফসোস! আপনার সাথে আমার আরও আগে দেখা হওয়া উচিত ছিল। কিছু সবক পেলেও কাজে লাগতো। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে।
ভাবি ছাড়া আর কোন মেয়েকে সময় দিতে চান বুঝলাম না। গতিবিধি সন্দেহ জনক।
আমার তো মনে হয় আপনি কবিতা, গল্প এবং উপন্যাস সব ক্ষেত্রেই ভালো করবেন।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৮
অক্পটে বলেছেন: সকালটা আরো সুন্দর হলো এই কবিতা পাঠে। খুব ভাল লাগল। এভাবেই ভালোসায় টিকে থাকে আমাদের সম্পর্ক গুলো।