নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

প্রেমের পদাবলী

২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৩৩



(১)
একাকী অরণ্য মনের খেয়ালে কাব্য লেখে
আকাশের নীল ক্যানভাসে।
কেন কে জানে মেঘেদের মন খারাপের সময়ে
সব কাব্য আড়ালে লুকায়।
হতাশা এসে উঁকি দেয়।
তবে তুমি যে কাব্য লিখেছো এ বুকে
তা কখনও মুছবার নয়।

(২)
জীবন চলার পথে
তোমার সাথে দেখা।
সেই প্রথম ভালো লাগা
তারপর ভালোবাসা
ধীরে ধীরে কাছে আসা।
তুমিই শেষ আশা রাখি
তোমাতে ভরসা রাখি
তবে ভয় অন্যখানে
কবে না আবার উড়ে যায় যতনে রাখা হলুদিয়া পাখি।

(৩)
বিশ্বাস করো আমি তোমার
তুমি মুখ ফিরিয়ে নিলেও তোমার
তুমি হাসিমুখে হাত ধরলেও তোমার
বাঁকা চোখে চাইলেও তোমার
শুধু তোমার
শুধু তোমার
শুধু তোমার।

(৪)
সন্ধ্যাটা খুব সুন্দর ছিল
মৃদু মন্দ হাওয়া বয়ে যাচ্ছিল
জোনাকিরা আঁধারের বুকে ভাসছিল
সন্ধ্যা তারা উঠেছিল
দুরে কোথাও শাখ বাঁজছিল
চাঁদটি আনমনে চেয়েছিল
ফুলের সুবাস মনোরম ছিল
তোমার কথা মন ভাবছিল
সবকিছু ভালো লাগছিল।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৩৮

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো আপু।

শুভ সকাল।

২| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতাগুলি খুব ভালো লাগলো। এই কবিতা শুনলে যে কোন মেয়ে প্রেমে পড়ে যাবে।
ভাবির জন্য কয়টা কবিতা লিখেছেন?!!!:)

২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৫৬

ইসিয়াক বলেছেন:




ভাবির জন্য কয়টা কবিতা লিখেছেন?!!!:)

ভাইজার আপনার ভাবির জন্য এখনও একটাও কবিতা লিখা হয় নাই। সাহস হয় নাই। তার তো আমার কবিতা একদমই পছন্দ না। সব নাকি মিথ্যা কথা লিখি :>

৩| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের ধর্মে হাদিসে আছে যে, সেই ব্যক্তিই ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। সংক্ষেপে সারাংশ বললাম আর কি। আপনি এখনও মনে হয় ভাবির কাছে ভালো হতে পারেন নি। পারবেন কিভাবে, কবিতা তো লেখেন বিয়ের আগের ছেঁকা দেয়া প্রেমিকাদের উদ্দেশ্যে।:) অবশ্য নতুন প্রেমিকাও আছে কি না জানি না। :)

আর আপনার চরিত্র সম্পর্কে সব চেয়ে ভালো সনদ দিতে পারবেন ভাবি। তাই ওনার কথাটা আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে বইকি।:)

ভাবি আপনার কবিতাকে মিথ্যা কথা বলেছেন কারণ উনি ওনার জন্য একজন প্রেমিক চান, কিন্তু আপনি তো বিশ্বপ্রেমিক।:) ঘরের খেয়ে পরের বাড়ির মেয়ের উদ্দেশ্যে কবিতা লিখে বেড়ান। ভাবির রুপের প্রশংসা করে কবিতা লিখলে উনি মিথ্যা বলবেন না। এই ব্যাপারে আমি নিশ্চিত। আপনি চেষ্টা করে দেখতে পারেন। যদি বুকে সাহস থাকে। :) আর রুপ যেমনই হোক একটু বাড়িয়ে বলবেন কবিতায়। উনি সেটাকে মিথ্যা বলবেন না। রুপের প্রসংসা ভালো লাগে না এই রকম মেয়ে পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না। আমি বাজি ধরতেও রাজি আছি এই ব্যাপারে।

২৮ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১৮

ইসিয়াক বলেছেন:


এতো বড় মন্তব্য !!!!!!!!!!!


মন্তব্য পড়ে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না B-)) । আসলে মানুষের জীবনটা রহস্যময়। আলো আঁধারে ঘেরা। সব সময় সবকিছু সত্য হয়ে ধরা দেয় না আপাতদৃষ্টিতে। অনেক মিথ্যাও চরম সত্য রুপে প্রকাশ পায় কখনও কখনও। তবে তা ক্ষণিকের জন্য অবশ্য।

ভালো থাকুন । শুভকামনা রইলো।

৪| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:০৯

দেয়ালিকা বিপাশা বলেছেন: অনেক সুন্দর কবিতা লিখেছেন। ছোট হলেও ভালোবাসার গভীরতা স্পষ্ট দৃশ্যমান!

@ সাড়ে চুয়াত্তর সাহেবের প্রথম মন্তব্য শুনে আমি শঙ্কিত B-) মেয়ে হলে তিনি নির্ঘাত প্রেমে পড়ে যেতেন ;) :) হাহাহা... !!!

কবিতাগুলো ভালো লাগলো।
শুভকামনায়,

- দেয়ালিকা বিপাশা

২৯ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩৬

ইসিয়াক বলেছেন:




দেয়ালিকা বিপাশা আপনাকে আমার ব্লগে স্বাগতম।

কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনুপ্রাণিত হলাম।
আপনিও খুব ভালো লিখেন ,আমি পড়েছি আপনার লেখা কিন্তু মন্তব্য করা হয়নি।
কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা রইলো।

৫| ২৮ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ দেয়ালিকা বিপাশা - আমি যে ছেলে এই ব্যাপারে এত নিশ্চিত কিভাবে হলেন???!!! :P

৬| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৮:০১

দেয়ালিকা বিপাশা বলেছেন: সাড়ে চুয়াত্তর,




আপনি ছেলে এই ব্যাপারে নিশ্চিত হবার জন্য বেশি দূর যাবার প্রয়োজন নেই। যুক্তির পর যুক্তি দিয়ে প্রমান করতে পারি কিন্তু আপাতত আপনার পোস্ট "বাঙালির ঐতিহ্যবাহী খাবারের রন্ধন পদ্ধতি" সেখানে প্রতিমন্তব্যে আপনি আমাকে স্পষ্টভাবে বলেছেন ভাবি বাড়িতে না থাকলে আপনি অমলেট তৈরি করে খেয়ে নেন। ;) :)

আশা করি আপাতত একটি প্রমাণেই আপনি সন্তুষ্ট। তাছাড়া আরও সন্তুষ্ট হতে চাইলে অগ্রিম কিছু প্রমাণ দিতে পারি যেমন ফুফুদের শাড়ির কুচি ভাচ করে দেয়া, শাড়ি পরানোর কোচিং সেন্টার চালু করার ইচ্ছা পোষণ ইত্যাদি ইত্যাদি ;) ( কবিতা পড়ার প্রহর আপুর তোমার কাছে যাবো কবিতার প্রতি মন্তব্য ;) )

৭| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার পদাবলী। ৩ নম্বরটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

পোস্টেও ৩ নম্বর প্লাস। + + +

২৯ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৮

ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার আপনার মন্তব্য ও লাইক পেলে আমি সবসময় সম্মানিত ও অনুপ্রাণিত বোধ করি।


ভালো লেগেছে জেনে ভালো লাগলো্। শুভেচ্ছা রইলো।

ভালো থাকুন সবসময়।

৮| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১:৫০

রাজীব নুর বলেছেন: মনে হয় সুখের সাগরে ভাসছেন?

২৯ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫২

ইসিয়াক বলেছেন: আমার জীবনটা সব সময়ই সুখের।

৯| ২৯ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৫৩

অক্পটে বলেছেন: ৪ নম্বরটা দারুন। ঠিক এমনই একটা পরিবেশে আমরা হাত ধরে পাশাপাশি হেটেছিলাম। আমরা আজও কখনো কখনো সেই সন্ধ্যাটির কথা স্মরণ করে আপ্লুত হই।

২৯ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫৫

ইসিয়াক বলেছেন:





চমৎকার মন্তব্য। ভালো থাকবেন ভাইয়া।

পাশে থাকবার জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সতত।

১০| ২৯ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১৩

হাবিব বলেছেন: কবিতা পাঠ করে আপনার প্রেমে পড়ে গেলাম

২৯ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫২

ইসিয়াক বলেছেন:



হায় হায় কি বলেন? B-))

১১| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ৮:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: আমার কমেন্ট- প্রেমের পদাবলী মনে ধরেছে।প্রথম দুটি ও শেষেরটির চেয়ে তৃতীয়টির আকুতি অনেক বেশি হৃদয়ের গভীর থেকে ফুটে উঠেছে। সবমিলিয়ে দারুন উপভোগ্য পদাবলী হয়েছে।

শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩৭

ইসিয়াক বলেছেন:

কি সর্বনাশ মনে ছিল না আপনার কমেন্টের উত্তর দিতে। স্যরি


বেখেয়ালী ছাত্র হলে যা হয় তবে ভালোবাসার কমতি নেই একটুও এটা নিশ্চিত জানবেন। শুভকামনা রইলো প্রিয় দাদা।

ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.