নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ও শ্রাবণ,
জেনেছো কি মোর দুঃখের কথা? সেই কারণে বুঝি ঝরছো?
পড়েছো কি মনের ভাষা ? সেই হেতু কি কাঁদছো?
আমি তো আমার গল্প বলেছি তোমার কেন গো মুখখানি ভার?
দুঃখ জ্বালা যত এ জীবন জুড়ে মেনেছি অবিচ্ছেদ্য অলংকার।
ও শ্রাবণ ,
তুমি বেদনার মেঘে না সেজে আলোক-উজ্জ্বলময় প্রহর হও
ও বাতাস তুমি এক দমকায় নীরদ যা জমেছে উড়িয়ে নাও ।
চাই না আমার ঝরঝর বরষা চাই না এই অসহ্য রোদন
ক্ষুদ্র বক্ষে সইছে না আর এত জ্বালা সইছে না এই বিরহ বেদন।
ফিরুক এবার আলোর দিন সকল সৃষ্টির মঙ্গল হোক
নিখিল ভূবন হাসি আর গানে হয়ে উঠুক আনন্দলোক।
© রফিকুল ইসলাম ইসিয়াক
ছবিঃ গুগল থেকে সংগ্রহ করে এডিট করা
ও শ্রাবণ
৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৫৪
ইসিয়াক বলেছেন: আমি একটু প্রাচীন পন্থি। গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে ইচ্চুক নই। আধুনিক কবিতা আমি প্রচুর পড়ি কিন্তু সে রকম লিখতে ইচ্ছে করে না কখনও। আমি লিখি আমার মত।
ধন্যবাদ
২| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ১০:০৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভাদ্র মাসের তাল পাকা গরমে শ্রাবণের কবিতা খারাপ লাগে নাই। আপনার মন ভালো থাকলেও শ্রাবণের মেঘ গুলি জড়ো হবে আকাশে আর অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে। মনটাকে এখন উদাসী করে দূর অজানায় হারিয়ে যাওয়াই দুঃখ ভোলার সহজ উপায়।
৩০ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১১
ইসিয়াক বলেছেন:
ক’দিন প্রেমের কবিতা লিখে কেন জানি আজ একটু বিরহ মিশ্রিত কবিতা লিখতে ইচ্ছে হলো। আমার দুঃখবিলাসী মনের ইচ্ছে বলতে পারেন প্রিয় ব্লগার ।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সতত
৩| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫৭
স্প্যানকড বলেছেন: সকল সৃষ্টির মংগল হোক ! খুব ভালো লাগলো আপনার কবিতা। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৩০ শে আগস্ট, ২০২১ সকাল ১১:১২
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।
৪| ৩০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:০৮
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতার সংখ্যা কবি নজরুল ইসলামের থেকে বেশী, নাকি এখনো কম?
৫| ৩০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৬
কবিতা পড়ার প্রহর বলেছেন: এই শ্রাবনে ধুয়ে মুছে যাক সকল পাপ ও তাপ!
০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০০
ইসিয়াক বলেছেন:
কবিতা পড়ার প্রহর বলেছেন: এই শ্রাবনে ধুয়ে মুছে যাক সকল পাপ ও তাপ!
ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
ভালো থাকুন সবসময়।
৬| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০১
ইসিয়াক বলেছেন: অশেষ ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪৭
কামাল১৮ বলেছেন: ভাষা আর একটু আধুনিক হওয়া প্রয়োজন।বেশি বেশি আধুনিক কবিদের কবিতা পড়ুন।ইদানিং এই ছন্দে খুব একটা কেউ কবিতা লেখে না।