| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
প্রেমের পদাবলী-১
(১)
নয়নে নয়ন রেখে কি বলিতে চাও? 
যা কিছু গচ্ছিত আমার সবই তুমি নাও।
নীলিমার নীল তুমি, তুমি স্বপ্নীল 
রাত নিশীথের আকাশ তুমি  তারা ঝিলমিল। 
(২)
 যত খুশি আমায় দুঃখ দিতে চাও দিতে পারো।
ওগো দুঃখ জাগানিয়া তবুও তোমায়  
ভালোবাসবো আরো। 
(৩)
একদা যে আঁখিতে  ছিল  সুগভীর মায়া
সে আঁখি জুড়ে আজ অবিশ্বাসের কালো ছায়া। 
বিশ্বাস উঠে গেলে প্রেম কি আর বাঁচে?  
যেতে চাইলে যেতে পারো,বাঁধা দেবার কি আছে!   
(৪) 
আঁধার রাতের নিঃসঙ্গ  একাকী তারা 
ঘুমহীন রাত জেগে দেয় পাহারা 
সে কি ফিরবে? নাকি ফিরবে না?
ভাবনায় আকুল, চোখে বাদল ধারা। 
© রফিকুল ইসলাম ইসিয়াক 
   
 ছবিঃ নিজের তোলা।
 
০৮ ই সেপ্টেম্বর, ২০২১  সকাল ১০:৪৫
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু । শুভকামনা রইলো।
২| 
০৮ ই সেপ্টেম্বর, ২০২১  সকাল ১০:৪২
সাড়ে চুয়াত্তর বলেছেন: বিশ্বাস উঠে গেলে প্রেম আর বাঁচে না। প্রেমের ভিত্তি হোল বিশ্বাস। 
যাওয়ার অনুমতি দেয়ার পর আবার ফেরার অপেক্ষায় থাকা এটাই মনে হয় প্রেম।
 
০৮ ই সেপ্টেম্বর, ২০২১  সকাল ১০:৪৮
ইসিয়াক বলেছেন: বিশ্বাস উঠে গেলে প্রেম আর বাঁচে না। প্রেমের ভিত্তি হোল বিশ্বাস।  
শতভাগ সত্য। আর যেখানে প্রেম নেই সেই সম্পর্ক অকারণে বয়ে বেড়ানোর কোন মানে নেই তবে   ফেরার অপেক্ষায় থাকে/থেকে যায় মনের গহীনে। আর তাই প্রেম। সুন্দর বলেছেন । 
ভালো থাকুন সবসময়
শুভকামনা রইলো।
৩| 
০৮ ই সেপ্টেম্বর, ২০২১  বিকাল ৪:১০
শেরজা তপন বলেছেন: সবইতো দিয়ে দিলেন ভ্রাতা- নিজের জন্য কিছু রাইখেন  
 
 
৩ নম্বরখানা বেশী ভাল লেগেছে
 
০৯ ই সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:৪০
ইসিয়াক বলেছেন: 
 হা হা হা .......নিজের জন্য বেখেছি তো 
  
যাক তবু একখানা ভালো লেগেছে জেনে  আনন্দিত হলাম।  
শুভকামনা রইলো।
৪| 
০৮ ই সেপ্টেম্বর, ২০২১  রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: ভালো। সুন্দর।
 
০৯ ই সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:৪১
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ জনাব। 
শুভকামনা রইলো।
৫| 
০৮ ই সেপ্টেম্বর, ২০২১  রাত ১১:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: অনেক বছর আগে একটা কবিতা পড়েছিলাম," হাওয়া বয় শন শন তারারা কাঁপে।" আজ আপনার কবিতার মধ্যে তার ফ্লেভার পেলাম। ভালো হয়েছে। 
পোস্টে লাইক।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
 
০৯ ই সেপ্টেম্বর, ২০২১  সকাল ৯:৪৪
ইসিয়াক বলেছেন: 
কবিতাঃ জং 
লিখেছেনঃ প্রেমেন্দ্র মিত্র 
-----------------------------
হাওয়া বয় শনশন
তারারা কাঁপে ।
হৃদয়ে কি জং ধরে
পুরনো খাপে !
কার চুল এলোমেলো
কিবা তাতে আসে গেল!
কার চোখে কত জল
কেবা তা মাপে?
দিনগুলো কুড়াতে
কত কি তো হারাল
ব্যথা কই সেই ফলা-র
বিধেঁছে যা ধারালো!
হাওয়া বয় শনশন
তারারা কাঁপে ।
জেনে কিবা প্রয়োজন
অনেক দূরের বন ।
রাঙা হলো কুসুমে, না
বহ্নিতাপে?
হৃদয় মর্চে ধরা
পুরনো খাপে!! 
আবার পড়ুন প্রিয় দাদা। আমিও পড়লাম। যদিও আগে কখনও পড়া হয়নি। শুভকামনা সতত। 
ভালো থাকুন সবসময়।
৬| 
০৯ ই সেপ্টেম্বর, ২০২১  দুপুর ১২:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: ওয়ান্ডারফুল!
5 নম্বর কমেন্টের প্রতিমন্তব্যে একরাশ মুগ্ধতা।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০২১  সকাল ১০:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে