নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ নাগরিক ব্যস্ততা তুতুল ও অন্যান্য

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:১২

একটা লাল গঙ্গা ফড়িং ছিল
দুটো দুষ্টু চড়ুই আর কিছু শালিকও ছিল
টুনটুনিরা এদিক ওদিক উড়ছিল
গাছে গাছে অনেক ফুল ফুটছিল
সেদিন সোনা রঙের রোদ্দুর ছিল
হাজার রঙের রঙিন স্বপ্নও ছিল
তুতুল সোনা চোখ মেলে সব দেখছিল
আর
অপার বিষ্ময়ে অবাক হচ্ছিল
আম্রকুঞ্জে মৌচাক ছিল
সেই মৌচাক ঘিরে অজস্র মৌমাছি উড়ছিল
তাই দেখে
তুতুল সোনাটা দারুণ ভয় পেয়েছিল।
ভয় পেয়ে খুব কাঁদছিল
আমরা শুধু হাসছিলাম।
ওর কান্ড দেখে মজা পাচ্ছিলাম।
তারপর
সবাই যে যার মত ব্যস্ত হয়ে গেল
যে যার কাজে চলে গেল
নাগরিক জীবন প্রাণ পেল।

তুতুল তার মতই ছিল
একা একাই খেলছিল
বাড়িতে তখন সে আর তার দিদা ছিল
দিদা হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল
তুতুল তখনও নিজের মত খেলছিল
তখন রোদটা বেশ চড়ে ছিল
গ্রীষ্মের তপ্ত দুপুর ছিল
দিদা তখনও অজ্ঞান ছিল
সবাই যে ভীষণ ব্যস্ত ছিল।
কখন যেন কিসের একটা শব্দ হলো
সেই দুপুরে তুতুল ছাদ থেকে পড়ে গেল
পড়ে গেল আর হারিয়ে গেল
সকল ছেড়ে সে কোথায় পালালো ?
নাগরিক ব্যস্ততায় সমগ্র শহর তখনও যে যার মত ব্যস্ত ছিল
ব্যস্ত শহরের ব্যস্ততা ক্রমশ বাড়ছিল......
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: কাব্যপাঠে বেশ লাগাল কবি দা ভাল থাকবেন

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫২

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভ কামনা রইলো।

২| ১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কেমন আছেন কবি সাহবে?

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৪

ইসিয়াক বলেছেন: ভালো আছি ভাইয়া। আশা করি আপনিও ভালো আছেন।
শুভ কামনা সতত।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইশ কী দুঃখজনক

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৬

ইসিয়াক বলেছেন: অতি ব্যস্ততায় মানুষের জীবন জটিল থেকে জটিলতর হচ্ছে। মানুষ হয়ে উঠছে যান্ত্রিক এবং বিবেক বুদ্ধিহীন।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:২২

ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।
ভালো থাকুন সবসময়।
শুভ কামনা রইলো।

৫| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন সবসময়।

৬| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ২:৩৩

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
আজকের ছন্দে পতন ঘটলো যে..... তবে লিখা সাধারণ নয়।
খুকু নিয়ে শিশুতোষটাই আনন্দমুখর :)

২০ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:১৪

ইসিয়াক বলেছেন: এইটা কবিতা কি- না জানি না প্রিয় ব্লগার তবে এই লেখাটি এভাবে লিখতে ইচ্ছে করলো।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভ কামনা সতত।

৭| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২২

পদাতিক চৌধুরি বলেছেন: অপার বিস্ময়ের পর অবাক শব্দটি ব্যবহার করবেন না। ওখানে বরং অপার বিস্ময়ে চেয়েছিল বলতে পারেন।
বেচারা তুতুল!
কাব্যে বেশ ফুটিয়ে তুলেছেন।
পোস্টে লাইক।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

২১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫০

ইসিয়াক বলেছেন:





ওকে ই স্যার।

অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।
শুভ কামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.