নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
-কাকে চাই?
- স্যার কি আছেন? আয়মান রহমান স্যার।
- আপনার নাম?
- রেজওয়ান সোবহান।
- কি করা হয়?
- পড়াশোনা শেষ হয়েছে কিছুদিন আগে। এখন চাকরির চেষ্টা করছি।
- ও,বেকার?
- বেকার তবে হাফ বেকার।
- সে আবার কি?
- কয়েকটি টিউশনি করা হয় আর কি!
- তো আসবার কারণ?
- ওনাকেই বলি!
- ওহ! ঠিক আছে। আপনি এখানেই অপেক্ষা করুণ। আমি ডেকে দিচ্ছি।
- বৃষ্টি পড়ছে যে... বলছিলাম ছাতা নেই তো ভিজে যাচ্ছি। ভেতরে আসবো?
- সকাল থেকেই তো আকাশে মেঘ। এমন ভুল কেউ করে?
- কি ভুল?
- ন্যাকা ষষ্ঠী!
- কিছু বলছেন?
- আসুন ভিতরে আসুন।ভিজছেন যখন!
-ধন্যবাদ।
- এত বিনয়ের কিছু নেই ।
- এতো স্বাভাবিক ভদ্রতা।
- বাকপটু!
- তাই নাকি? আর যাই হোক প্রশংসা শুনতে সবারই ভালো লাগে।
- মোটেও প্রশংসা করিনি আমি।
- সুন্দরী শিক্ষিত মেয়েদের মুখের বানী মাত্র.... ।
- কি হলে থামলেন যে।যাহোক আপনার কথা আমি শুনেছি বাবার মুখে । বাবার প্রিয় ছাত্র আপনি।
- স্যার বলেছেন বুঝি আমার কথা?
- হ্যাঁ রেজওয়ান সোবহান নামে একটা ছেলের কথা প্রায় বলেন। আপনার নামের সাথে মিলে গেল তাই ধারণা করলাম। তবে সেই ব্যক্তিটি ঠিক ঠাক আপনিই কি-না নিশ্চিত নই।
- ওহ!
- বলছিলাম কি শরবত খাবেন নাকি কোল্ড ড্রিংস?
- না না ঠিক আছে।
- ভনিতা আমার চিরকাল অপছন্দ।
- বাদল দিনে কোল্ড ড্রিংস? না না চা অথবা কফি?
- কে দিচ্ছে?
- ওই যে অফার করলেন।
- বাজিয়ে দেখলাম। আর আমি আগুনের কাছে যাই না।
- কেন?
- আমার ইচ্ছে!
- বুঝলাম না।
- সবে তো শুরু এখনও অনেক পথ বাকি।
- শুনেছি মেয়েরা কোমল হৃদয়ের অধিকারী হয়।
- সব মেয়েকে একই পাল্লায় মাপেন বুঝি? অভিজ্ঞ মনে হচ্ছে!
- আপনি বেশ শক্ত পোক্ত অন্য রকম।
- সামান্যতে সবটা বুঝে গেলেন?
- ওই যেমন আপনি বুঝেছেন।
- মানতেই হবে।
-কি?
- বেশ ঘাঘু!
- শ্লেষ!
- বোঝেন তাহলে?
- বসতে পারি।
- এগুচ্ছেন তো ভালোই। বসুন বসুন। হাজার হলেও বাবার পছন্দের ছাত্র আপনি।কি করে অসম্মান করি।
চলবে
© রফিকুল ইসলাম ইসিয়াক।
২৩ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:২৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ আব্দুলহাক ভাই।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন সবসময়।
শুভ সকাল।
২| ২২ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৩
তারেক ফাহিম বলেছেন: চলুক।
২৩ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:২৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম ভাইয়া।
কথোপকথনটি পাঠ শেষে মতামত ব্যক্ত করার জন্য কৃতজ্ঞতা রইলো।
শুভ কামনা সতত।
৩| ২২ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০০
আসিফআহমেদ বলেছেন: শিরোনামে 'প্রথম পর্ব' দেখে ভালো লাগলো। পর্বেরা আসতে থাকুক৷
২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৩৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয়।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।
৪| ২২ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: মাস্টারের মেয়ে মাস্টারি করা শুরু করেছে। এই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ালে ঐ ছেলের খবর আছে। কান ধরে ওঠবস করাবে। ছেলেকে আরও চালু হতে হবে, না হলে সারা জীবন পস্তাতে হবে।
আর এই মেয়ে মনে হচ্ছে চায়ের বদলে ঘোল খাওয়াবে ছেলেকে।
২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪০
ইসিয়াক বলেছেন: প্রথমেই স্বীকার করছি ভীষণ ফাঁকিবাজ হয়ে গেছি আমি। এই কথোপকথনের পরবর্তী আরও তিনটি পর্ব লেখা হয়ে গেছে কিন্তু আলস্যের কারণে পোস্ট করা হচ্ছে না। হা হা হা
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভ কামনা সতত।
৫| ২২ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: লিখেছেন মাস্টারের মেয়ের সঙ্গে প্রিয় ছাত্রের কথোপকথন। কিন্তু মনে হচ্ছে কোন কর্পোরেট কর্পোরেট সেক্টরে বস ও কোনো নিউ এম্প্লয়ীর প্রথম দর্শন। পরের পর্বের অপেক্ষায় রইলাম।।
২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫৭
ইসিয়াক বলেছেন: হা হা হা ব্যপারটা কতদূর গড়ায়..….
শুভ কামনা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
৬| ২২ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
মনিরা সুলতানা বলেছেন: বেশ চলছিলো তো !
২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫৮
ইসিয়াক বলেছেন: পরের পর্ব দিয়েছি। আশা করি পড়বেন।
শুভ কামনা রইলো।
ভালো থাকুন সবসময়।
৭| ২২ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:০৩
জুল ভার্ন বলেছেন: অবস্থা খুব ভালো ঠেকতেছে না
চলুক.......
২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫৯
ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যের কৃতজ্ঞতা জানবেন প্রিয় ব্লগার।
শুভকামনা সতত।
৮| ২২ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: এগিয়েছে ভালোই
২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:০০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
আশা করি পরবর্তী পর্বেও আপনাকে পাশে পাবো।
শুভেচ্ছা রইলো।
৯| ২৩ শে জানুয়ারি, ২০২২ রাত ৩:২৫
নেওয়াজ আলি বলেছেন: চলতে থাকুক কথা
২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:০১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই।
ভালো থাকুন সবসময়।
১০| ২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: চলুক
২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:০২
ইসিয়াক বলেছেন: পরের পর্ব পোস্ট দিয়েছি আপু। আশা করি পড়বেন।
শুভ কামনা রইলো।
১১| ২৩ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৪
জটিল ভাই বলেছেন:
মোটেই সাধারণ নয়! চলতে থাকুক
২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:০৩
ইসিয়াক বলেছেন: হা হা হা.....
মন্তব্যে প্রীত হলাম প্রিয় ব্লগার।
শুভ কামনা সতত।
১২| ২৩ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: চলুক।
২৮ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৪৬
ইসিয়াক বলেছেন: পরের পর্ব পোস্ট করেছি প্রিয় ব্লগার। আশা করি পড়বেন।
ভালো থাকুন সবসময়।
শুভ কামনা সতত।
১৩| ২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৮
জ্যাকেল বলেছেন: পড়তে দারুণ লাগছিল তো।
২৮ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৪৭
ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনেক অনেক অণুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার।
শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাথে আছি।