নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কথোপকথনঃ দ্বিতীয় পর্ব

২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫৪


কথোপকথনঃ প্রথম পর্ব


-হ্যালো! রেজওয়ান সোবহান বলছেন? হ্যালো?
- জ্বী, আপনি কে বলছেন প্লিজ ?
-কন্ঠ শুনে চিনবেন, আশা করেছিলাম।
-না চিনতে পারছি না। নাম বলুন প্লিজ।
-যার নাম তার মুখে ভালো লাগে না.... ♪
-নাম জানতে চাইলাম আর আপনি শোনাচ্ছেন গান? অদ্ভুত তো!
-কেন গানের কলিটা ভালো লাগেনি? আমি কি বেসুরো গলায় গেয়েছি?
-কেন অকারণ বকবক করছেন? যা বলতে চান ঝটপট ঝেড়ে কাশুন।
- অকারণ! ওমা একি কথার ছিরি!অকারণ হতে যাবে কেন?আচ্ছা বোরিং লোক তো আপনি!
- অকারণ নয়তো কি? শুধু শুধু আং সাং বকবক....
-আমার কথা শুনবার জন্য কত জন উন্মুখ হয়ে থাকে তা কি আপনি জানেন ?
-কেন? উন্মূখ হয়ে থাকে কেন? আপনি কি বিশেষ কেউ? কোন সিঙ্গার? নামটা বললেই তো হয় কোন সে হরিদাস পাল আপনি যার কন্ঠ শোনার জন্য ভক্ত শুভ্যানুধায়ীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে ? বলুন বলুন নামটা বলুন।
-আপনি এত রুক্ষ কেন? কথায় তো দেখি কোন রস কষ নেই। ছোট বেলায় মধু টধু মুখে পড়েছিল তো।খোঁজ নিয়ে জানাবেন তো!
- রুক্ষতার কি দেখলেন এতে? কথা বার্তা ঠিক করে বলুন।
- ননসেন্স!
-দেখুন আপনি কিছু সীমা অতিক্রম করছেন।
-মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তো জানেন না দেখছি। অসহ্য
- অসহ্য তো এখনও বিরক্ত করছেন কেন?অসহ্য তো আপনি! আপনি হয়তো জানেন না আমি অচেনা কারও সাথে অকারণ বকবক পছন্দ করি না। বিশেষ করে আপনার মত মেয়েদের সাথে।

-একেবারে মনের কথা বলেছেন আমিও অচেনা কারও সাথে বকবক করতে পছন্দ করি না। ইন ফ্যাক্ট আপনার সাথে বকবক করার মত যথেষ্ট সময় আমার হাতে নেই। তবে
-তবে কি?
-আচ্ছা বেরসিক লোকের পাল্লায় পড়া গেল? শুধু কথার মধ্যে ফোড়ন কাটে। বিরক্তিকর
-ফোন রাখছি।
-রেখে দেখুন না। দেখবেন আমি করি।
- কি করবেন কি? অ্যাঁ
-আমি আবার ফোন দেবো ।
-নাম্বার ব্লক লিস্টে ফেলবো।
-অন্য নাম্বার থেকে কল করবো।
-আচ্ছা নাছোড় বান্দা তো আপনি। এই আপনি আমার নাম্বার পেলেন কোথেকে?ঠিক ঠাক বলুন তো আপনি কে?আর কেনইবা আমায় বিরক্ত করছেন?
-মেয়েদের প্রতি আপনার কি এ্যালার্জি আছে না- কি? বা কোন ধরনের বিতৃষ্ণা।
-মানে?
-আমার কিন্তু সন্দেহ হয়।
- সন্দেহ হয় মানে?
- সন্দেহ হয় মানে সন্দেহ হয়!
-দেখুন ভালো হবে না বলছি। আমি মেয়েদের যথেষ্ট শ্রদ্ধা করি।
- শুধুই শ্রদ্ধা? ভালোবাসেন না?
- মানে?
-আশা করেছিলাম আপনি আমায় চিনবেন। এত ভুলো মন আপনার!
-দুঃখিত।
-এতে দুঃখ পাবার কিছু নেই আপনার কাছে একটা দরকারে ই ফোন দিয়েছিলাম।
-আমি চিনি না জানি না আমার কাছে দরকার? তো বেশ বলুন।
-আচ্ছা অভদ্র তো আপনি। আপনি জানেন আমি কে?
-জানি না জানতে চাই ও না। কারণ আমি অচেনা মানুষের সাথে কথা বলতে পছন্দ করি না বিশেষ করে মোবার্ইলে। বারবার বলছি তবুও আপনি ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান করেই যাচ্ছেন?
- আমি সুহাসিনী
- কী!!!!! আগে বলবেন তো!! একি হ্যালো, হ্যালো। যা বাবা লাইনটা কেটে গেল নাকি? আচ্ছা দস্যি মেয়ে তো কোথায় আগে নিজের পরিচয় দেবে তা না.....
চলবে
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩০

জ্যাকেল বলেছেন: চলুক, পড়তে ভালোই লেগেছে। তুলনামূলক প্রথমটা অধিক জোশ ছিল।

২৮ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৪১

ইসিয়াক বলেছেন: কথোপকথন পাঠ ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
আশা করি পরবর্তী পর্বেও আপনাকে পাশে পাবো।
শুভ সকাল।

২| ২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ এত বকবক করলো আগে নাম জিগায় নাই বেচারা

২৮ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৪২

ইসিয়াক বলেছেন: দেখুন তো আপু কি একটা অবস্থা! এত ভুলো মন কি আর বলবো হা হা হা...
শুভ কামনা রইলো।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৩২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় আসলেই ছেলেটা জানে না । ফোন কেটে দিয়ে উচিত শাস্তি দিয়েছে মেয়েটি - আমি সুহাসিনী !

২৮ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৪৪

ইসিয়াক বলেছেন: ঠিক তাই।
দেখা যাক কথোপকথনের সূত্র ধরে সম্পর্ক কতদূর অবধি গড়ায়।...
ভালো থাকুন সবসময়।
শুভ কামনা রইলো।

৪| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ১:২৩

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,




প্রথমপর্বে স্যারের সাথে দেখা করিয়ে দেবেন বলে বসিয়ে রাখলেন! এই পর্বেও দিলেন ফোন কেটে! পাবলিক যাবে কই ????? :(
যাক, দুজনের কথোপকথন জমে উঠছে। সুহাসিনীর মিষ্টি হাসি আর সোবাহান এর পবিত্রতার অপেক্ষায়............

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৯

ইসিয়াক বলেছেন:




চমৎকার মন্তব্যে ভালো লাগা জানবেন।
শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৬

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর ভাবে এগুচ্ছে গল্প। শুভ কামনা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪০

ইসিয়াক বলেছেন:


একটু বেশি ব্যস্ততা যাচ্ছে। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি দেবো আশা করি।
শুভ কামনা রইলো।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: পরের দিন মেয়ে সশরীরে ছেলের বাড়িতে গিয়ে হাজির হবে। লাজলজ্জা তো তার একদমই নাই। আর ছেলে তো বেশী ভদ্রলোক। মেয়ের নাম দিয়ে তার দরকার কি।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪২

ইসিয়াক বলেছেন:


প্রেমের রঙ কত না রঙে রাঙানো .... দেখা যাক সামনে কি হয়।
শুভ কামনা রইলো।

৭| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ২:২৯

জটিল ভাই বলেছেন:
নিজের পয়সা খরচ করে পরের শ্রাদ্ধ! =p~

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৪

ইসিয়াক বলেছেন: হা হা হা .. প্রেমে পড়লে বারো মাসই গান সবাই গায় =p~ =p~ =p~

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: পড়লাম দুটো পর্ব। শেষ পর্যন্ত অপেক্ষা করছি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২০

ইসিয়াক বলেছেন: খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব পোস্ট দিবো আশা করছি প্রিয় ব্লগার ।
শুভকামনা রইল।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.