নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

রাধাকৃষ্ণ বিচ্ছেদ গাথা

২৮ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:১৫





রুপবতী নারী সে,স্বভাবে অবলা
প্রেম বিরহে আর কত সইবে জ্বালা?

মনের অকথন ব্যধি বলবে সে কাকে
কেন শ্যাম দিবানিশি ঠকায় তাকে?

নাম ধরে জপে নাম এসো হে নন্দলাল
অশ্রুপাতে রাধিকা আঁখি হলো লাল।

সোনার অঙ্গ দেখ রাধিকার মাটিতে লুটায়
শাড়ির আঁচল তার পেছন পানে ধায়।

কোথায় রইলো শ্যাম কালা তুমি বড়ই নিঠুর
প্রেম তোমার ছলনা, স্বভাবে অতি চতুর।

কৃষ্ণ নাম জপে জপে রাধার কাটে যে বেলা
উদাসীনি হয়ে পথ চায় একাকী একেলা ।

এসো এসো প্রাণ স্বামী এসো হে নাথ
তোমা বিনে রাধিকার ঝরে অশ্রু প্রপাত।

© রফিকুল ইসলাম ইসিয়াক

ছবিঃ গুগল থেকে

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৩৩

খায়রুল আহসান বলেছেন: অপূর্ব এক বিচ্ছেদগাথা গেঁথেছেন ছন্দে ছন্দে। ভালো লেগেছে।+ +

('গাথা' আর 'গাঁথা' শব্দদুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আমার প্রথম বাক্যটি খেয়াল করলে সহজেই বুঝতে পারবেন। শিরোনামের বানানটি তদনুযায়ী সম্পাদনা করে নিতে পারেন)।

২৮ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৫১

ইসিয়াক বলেছেন: ভুল সংশোধন করে দিয়েছি প্রিয় ব্লগার।
পাঠ লাইক ও চমৎকার মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো।
শুভ কামনা সতত।
ভালো থাকুন সবসময়।

২| ২৮ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো লাগলো। রাধা কৃষ্ণ নিয়ে কত রকমের কাহিনী যে আছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩১

ইসিয়াক বলেছেন:

অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৯

সোবুজ বলেছেন: গ্রাম বাংলার আদি এক পালা গান।কত রঙ্গে কত ডঙ্গে যে শুনেছি এই পালা গান।আজ আর শুনতে পাওয়া যায় না।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩২

ইসিয়াক বলেছেন:



নতুন আসে পুরাতন হারায় এই তো জগতের নিয়ম :D

৪| ২৮ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪০

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আপনি সত্যি ভোরের কবি, চমৎকার লিখেছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৩

ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো ।
ভালো থাকুন সবসময়।

৫| ২৮ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কবিতায় ভালোলাগা জানবেন ইসিয়াক ভাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৪

ইসিয়াক বলেছেন:



ভালোবাসা রইলো ভাই। কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সতত

৬| ২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:


বাহ্‌ সুন্দর ছন্দদময় কবিতা ।
রূপকার্থে রাধা হল সৃষ্টি আর
শ্যাম কালা তথা কৃষ্ণ হল স্রষ্টা,
তাই জীবাত্মা ও পরমাত্মার প্রেম
নিয়েই তো অপুর্ব গাথা ও গাঁথা।
জীবাত্মা ও পরমাত্মার প্রেম অমর
হোক, বিরহ যাতনাময় হলেও
তাতেই মুক্তি ।
কবিতা পাঠে মুগ্ধ ।

শুভেচ্ছা রইল

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৭

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হয়েছেন জেনে সত্যি আপ্লুত হলাম প্রিয় ব্লগার।

চমৎকার মন্তব্যে ভালো লাগা জানবেন।
শুভেচ্ছা রইলো।

৭| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১:০৮

জটিল ভাই বলেছেন:
সুন্দর গোছালো।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.