নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
সুরে সুরে গাইবে না কোন গান প্রিয় গানের পাখি
আহা!এত দুঃখ কোন পরানে কেমনে ধরে রাখি।
তোমার শোকে কাঁদে সকল প্রাণ কাঁদে বনের পাখি
একটিবার আবার আসো ফিরে মেলো তব আঁখি।
স্বর্গীয় কণ্ঠের মুগ্ধতায় কৈশর যৌবনের যত দিন
স্মৃতি পাতা মেলে দেয় ডানা যা রবে চির অমলিন।
দিনের শেষে ফুরায় বেলা হারায় সবই সবাই জানে
তুমিও হারাবে চির সত্য অবুঝ মন তবুও না মানে।
ভালো থেকো গানের পাখি ভালো থেকো ওপারে
বিদায়কালে বিনম্র শ্রদ্ধাটুকু জানাই তোমারে।
© রফিকুল ইসলাম ইসিয়াক।
ছবিঃ গুগল থেকে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৭
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ আপু,
ভালো থাকুন সবসময়।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩০
নীল আকাশ বলেছেন: খুব চমতকার কিন্নর কন্ঠের অধিকারিনী ছিলেন উনি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৮
ইসিয়াক বলেছেন:
ঠিক তাই
এমন কন্ঠ আর সম্ভবত পাওয়া যাবে না। উনি যা কিছু বলতেন সবই শুনতে ভালো লাগতো উনার কন্ঠ মাধুর্যর কারণে।
শুভকামনা রইলো প্রিয় ব্লগার।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার শ্রদ্ধাঞ্জলি।
শ্রদ্ধা রইলো সুর সম্রাজ্ঞীর প্রতি।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪০
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা।
শুভকামনা সতত।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:২৩
জটিল ভাই বলেছেন:
শ্রদ্ধাঞ্জলি জটিল হয়েছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪২
ইসিয়াক বলেছেন:
শুভেচ্ছা সতত প্রিয়ভাই।
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
তার প্রতি শ্রদ্ধা রইলো