নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
নিশুতি রাত
শুনশান নীরবতায়
ঘন ঘোর জোছনা
টুপটাপ ঝরঝর ঝরছে।
অলকা,
তুৃমি কি বিবাহ বাসরে কাঁদছো?
কেঁদো না।
সব ফুলে মালা হয় কি?
হয় না।
আমি সেই ঝরে যাওয়া ফুল
আর কিছুটা বাদে
রোদের তাপ বেড়ে ওঠার সাথে সাথে
দুমড়ে মুচড়ে শুকিয়ে যাবো।
আর তুমি
ক্রমশ দিনমানে আরও প্রকাশিত
আরও বিকশিত হবে নতুন স্পর্শের ছোঁয়ায়।
তবে মিছে কেন
আর্তি?
তুমি যখন এটাই চেয়েছিলে
তবে মুছে ফেল চোখের জল
বন্ধ কর দ্বিচারিতা।
অর্থ সকল সুখের মূল
তুমিই তো বলেছিলে!
বলেছিলে কি- না বল?
অর্থ বৃত্তে কাটুক তোমার অনন্ত সুখের জীবন ।
যতক্ষণ বাঁচি
আমি না হয় জোছনায় ডুবে থাকি।
রোদ এলে আমায় যে ফিরে যেতে হবে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৪৩
ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই,
দেরিতে প্রতি মন্তব্যে আসবার জন্য দুঃখিত।
অনেক দিন পরে আপনার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো। আশা করি ভালো আছেন।
শুভেচ্ছা রইলো।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবাই সুখী হোক!
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৪৪
ইসিয়াক বলেছেন: হ্যাঁ জগতের সকল প্রাণি সুখী হোক।
ভালো থাকবেন প্রিয় ব্লগার।
শুভ কামনা সতত।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: "সুখে আছে যারা সুখে থাক্ তারা,
সুখের বসন্ত সুখে হোক সারা
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৪৭
ইসিয়াক বলেছেন: সুখগুলো৷ সব তোমার থাকুক
দুঃখগুলো আমার।
তার মাঝে প্রেম চির অম্লান হোক
এইটুকুই তো চাওয়ার।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৮
নেওয়াজ আলি বলেছেন: অর্থ বৃত্তে কী প্রকৃত সুখ
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৪৭
ইসিয়াক বলেছেন: মনের সুখ ই আসল সুখ।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৪৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভকামনা সতত।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৩২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২১ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৩৪
জটিল ভাই বলেছেন:
জটিলভাবে সুখী হোন।
২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:১৩
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ প্রিয় ভাই।
শুভকামনা সতত।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০০
পদাতিক চৌধুরি বলেছেন: ঠিক আছে যার যেমন তার তেমনটাই সুখ।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:১৫
ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা
আজকাল ব্যস্ততার জন্য ব্লগে কম আসা হয়। তবু সুযোগ পেলে মাঝে মাঝে আসি।আসল কথা পোস্টে আপনার কমেন্ট পড়ল কি-না তাই দেখার লোভে আসি। এটা নিশ্চয় ছেলেমানুষী। যাহোক আপনার কমেন্ট ছাড়া আমার পোস্ট কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে।
ভালোবাসা জানবেন।
আসলে সত্যি বলতে কি কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। শুভেচ্ছা রইলো।
শুভকামনা সতত।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
যতক্ষণ বাঁচি
আমি না হয় জোছনায় ডুবে থাকি।
রোদ এলে আমায় যে ফিরে যেতে হবে।
ভালো লিখেছেন। চমৎকার হয়েছে কবিতা।