নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কুড়ি বছর পর

০৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২১


স্বপ্নগুলো ভেঙে গেছে সেই সে কবে
তবুও জানতে ইচ্ছে হয়।

কোন একদিন
যদি আমাদের আবার দেখা হয়!

এতদিন বাদে না হওয়া সম্পর্কের
রেশ ধরে
তখন কি পরিচয় দেবে আমায়?

চিনতে পারবে কি?



আহা!
দেখা যদি হয় আবার
নিঝুম দুপুরে কাশের বনে।

নিশুতি রাতের ভরা জোছনায়
প্রাচীন বাড়ির নিঃসঙ্গ ছাদে।

কিম্বা
শেষ বিকেলে দীঘির পাড়ে
দোলে যদি আবার তোমার অবয়ব
ঢেউয়ের তালে!

চিনবে কি আমায়?

নেবে নাতো মুখ ফিরিয়ে?

বল নেবে কি?

কুড়ি বছর হয়ে গেছে!

কত হাজার দিন
কত হাজার রাত্রি
চলে গেল
কালের পরিক্রমায়

চিনবে?
চিনবে আমায়?

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,



আপনার এমন সুন্দর কবিতাটিতে জীবনানন্দকে মনে পড়লো---

শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে -
বলিলাম - একদিন এমন সময়
আবার আসিও তুমি - আসিবার ইচ্ছা যদি হয় -
পঁচিশ বছর পরে।
এই বলে ফিরে আমি আসিলাম ঘরে;
তারপর, কতোবার চাঁদ আর তারা
মাঠে-মাঠে মরে গেলো, ইঁদুর - পেঁচারা
জোৎস্নায় ধানখেত খুঁজে
এলো গেলো.......

১০ ই মার্চ, ২০২২ সকাল ৮:৩০

ইসিয়াক বলেছেন:





প্রিয় ব্লগার এমন অনুপ্রেরণামুলক মন্তব্যে জন্য ই আমি নতুন কিছু লিখতে চেষ্টা করি।
কবিতা পাঠ মন্তব্য ও লাইকের জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।

২| ০৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মনে হয় চিনবে না।

১০ ই মার্চ, ২০২২ সকাল ৮:৩১

ইসিয়াক বলেছেন:


না চেনে না চিনুক। আমি তো চিনবো । B-)
ভালো থাকুন সবসময় প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।

৩| ০৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

বাকপ্রবাস বলেছেন: এমন কবিতা যেই লিখুক মনে হবে জীবনানন্দ লিখে দিয়ে গেছে

১০ ই মার্চ, ২০২২ সকাল ৮:৩২

ইসিয়াক বলেছেন:



শুভেচ্ছা সহ শুভকামনা রইলো প্রিয়।
ভালো থাকুন সবসময়।

৪| ০৭ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

ফয়সাল রকি বলেছেন: কুড়ি বছর পর আমি কি চিনতে পারবো?

১০ ই মার্চ, ২০২২ সকাল ৮:৩৪

ইসিয়াক বলেছেন:



এত সহজে কি কেউ কাউকে ভোলে? না ভোলা যায়?
চিনবেন নিশ্চয় প্রিয় ব্লগার। তবে বাস্তবতার খাতিরে অনেকে এড়িয়ে যায় এই আর কি।
শুভেচ্ছা রইলো।

৫| ০৭ ই মার্চ, ২০২২ রাত ৮:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভুলে যাও আপাতত,
থেকো কবি অক্ষত।

কুড়ি নয় দেখো-
একশ বছর পরেও,
কবি ইসিয়াক রয়ে যাবে-
আর থাকবে এমন করেও।

১০ ই মার্চ, ২০২২ সকাল ৮:৩৫

ইসিয়াক বলেছেন:








কি যে বল প্রিয় অস্বস্তি হয়
আমি মোটেও অতটা যোগ্য নই।


শুভকামনা রইলো।

৬| ০৭ ই মার্চ, ২০২২ রাত ১০:০১

নেওয়াজ আলি বলেছেন: কম কিংবা বেশী নয় কেনো। শুধুই কুড়ি । :D

১০ ই মার্চ, ২০২২ সকাল ৮:৩৬

ইসিয়াক বলেছেন:


কুড়ি একটা সংখ্যা মাত্র। বেশিও হতে পারে প্রিয় মহী ভাই।
শুভকামনা রইলো।

৭| ০৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:২০

ফারহানা শারমিন বলেছেন: সত্যিই অসাধারণ! শেয়ার করতে পারি?

১০ ই মার্চ, ২০২২ সকাল ৮:৪২

ইসিয়াক বলেছেন:


ধন্যবাদ মন্তব্যের জন্য ।
ভালো থাকুন সবসময়।

৮| ০৮ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ আবেগময়...

১০ ই মার্চ, ২০২২ সকাল ৮:৪৩

ইসিয়াক বলেছেন:

ধন্যবাদ প্রিয় দাদা।
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.