নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আমি নামহীন বুনো ফুল
ফুটেছি পথের ধারে
নরম ঘাস আর লতা গুল্মের মাঝে।
কেমন মুগ্ধতা মেখেছি চোখে দেখ
দেখ একবার চেয়ে।
নির্মলতা ছড়িয়ে
অবাক চোখে দেখি বিশ্ব ভুবন।
ওই গাছ
ওই পাখি
ওই নদী প্রান্তর
দুরের আকাশ
আরও কত কি!
নিশিথে রাতের জোছনা মাখি
প্রভাতে সূর্য কিরণ।
ভালোবাসা পাই বা না পাই
দলো না আমায়
ছিড়ো না আমায়
হইয়ো না গো
ছোট প্রাণের অকাল মৃত্যুর কারণ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
১০ ই মার্চ, ২০২২ সকাল ৯:২৪
ইসিয়াক বলেছেন:
ভালো লেগেছে জেনে ভালো লাগলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
২| ১০ ই মার্চ, ২০২২ সকাল ১০:১৬
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর কবিতা!
১০ ই মার্চ, ২০২২ সকাল ১০:২১
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
৩| ১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:২১
জগতারন বলেছেন:
ভালোবাসা পাই বা না পাই
দলো না আমায়
ছিড়ো না আমায়
হইয়ো না গো
ছোট প্রাণের অকাল মৃত্যুর কারণ।
অসাধারন আবেগময় ও বেদনময়ী কথা
আমার মনকে নাড়া দিয়েছে।
কবি ইসিয়াক -এর প্রতি আমার অভিন্দন ও সুভেচ্ছা রহিলো।
১০ ই মার্চ, ২০২২ দুপুর ২:৫০
ইসিয়াক বলেছেন:
আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো প্রিয় স্বপন ভাই।
আপনার আন্তরিকতা ও উপকার আমি ভুলি নাই। আপনার হাত ধরে আমার সামহোয়্যারইন ব্লগে পদচারণা। একথা আমি মনে রাখবো সারাজীবন।
সুখী সুন্দর হোক আপনার আগামীদিনগুলো।
নতুন জীবনের জন্য শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।
ভাবীকে আমার সালাম দিবেন।
ধন্যবাদ।
৪| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: সবটাই ভালো হয়েছে।
প্রথমটুকু অসাধারন।
১০ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।
৫| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০০
বাকপ্রবাস বলেছেন: সুন্দর। বেশ সুন্দর।
১৮ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৩
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ প্রিয় ব্লগার।
ভালো থাকুক সবসময়।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০২২ সকাল ৯:১৩
মনিরা সুলতানা বলেছেন: কেমন মুগ্ধতা মেখেছি চেয়ে দেখো
দেখো একবার চেয়ে।
সুন্দর ।