নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ চিঠি

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪১

আষাঢ়ে যদি বাদল নামে
মেঘলা আকাশ থমকে থামে
যেনো লিখছি একটি চিঠি
তোমার নামে তোমার নামে।

ধু ধু রোদে দুর বহুদূর
ভেসে বেড়ায় অকরুণ সুর
পাঠিয়েছি চিঠি নীল খামে
তোমার নামে তোমার নামে।

তোমার নিয়ে হাজার প্রহর
স্বপ্ন দেখি কাটে না ঘোর
তোমার নামে তোমার নামে
লিখি চিঠি নামে বেনামে।

উদাসী মন বাউল হয়
তোমাতে জাগে গভীর প্রণয়
ভুল কি সঠিক যা হবে হোক
জানুক দেখুক হাজারটা চোখ

তোমাকে চাই তোমাকেই চাই
বলছি শোন ওগো মনোময়।

© রফিকুল ইসলাম ইসিয়াক
কবিতাটি প্রতিলিপি, বিভিন্ন ব্লগ ও ফেসবুকের বিভিন্ন গ্রুপে পূর্বে প্রকাশিত।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫৭

সোনাগাজী বলেছেন:



অন্যত্র পাঠকেরা কিভাবে নিয়েছেন ইহাকে?

০৯ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৮

ইসিয়াক বলেছেন: মোটামুটি।

২| ০৯ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১০

নীল আকাশ বলেছেন: যেনো হবে না যেন হবে?
ভালোবাসার চেনা আগলে / তোমাকেই শুধু বাঁধতে চাই।
শেষ লাইন লিখে দিলাম। :P

১৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:০২

ইসিয়াক বলেছেন: অশেষ ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।

৩| ১০ ই জুলাই, ২০২২ দুপুর ১:২৭

লেখার খাতা বলেছেন: ভাল লাগল কবিতা।

১৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৩

ইসিয়াক বলেছেন: লেখার খাতা আপনাকে আমার পাতায় স্বাগতম।

মন্তব্যে ভালো লাগা জানবেন।
আমার শুভেচ্ছা নিন।

৪| ১৩ ই জুলাই, ২০২২ ভোর ৬:৫১

খায়রুল আহসান বলেছেন: চিঠির কদর যতই কমুক, কবিদের প্রেমের চিঠির আবেদন কোনদিনই কমবে না। কবিগুরু'র ভাষায়,
"তারায় তারায় রবে তারই বাণী, কুসুমে ফুটিবে প্রাতে"!
কবিতায় তূতীয় প্লাস। + +

ঈদ কেমন করলেন? ঈদ মুবারক!

১৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৭

ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্য। ঈদের শুভেচ্ছা নিন। যদিও অনেক দেরি হয়ে গেল। ইদানীং আমি কেমন যেন অলস হয়ে যাচ্ছি। নিজগুণে ক্ষমা করবেন।

জ্বি আমি / আমরা ঈদ ভালোই কাটিয়েছি।

শুভকামনা রইলো।

৫| ১৩ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: আগেই পড়েছি। প্রেমের আবেশে মোহনীয় কাব্যে ভালোলাগা রইলো।

১৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৮

ইসিয়াক বলেছেন: এত প্রেমের কবিতা পড়েন কেন? হা হা হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.