নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। বিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

খ্যাপা খুঁজে খুঁজে ফেরে - ১ম পর্ব

২৫ শে জুলাই, ২০২২ সকাল ৭:৫৬



(১)
মার! মার!! মার হালারে!!! হালায় পাগল সাইজ্যা লুইচ্চামি করতে আইছে আমাগো গ্রামে, এত বড় সাহস! হালার পো হালা।
বসির আলী লাথি মারার জন্য ডান পা উঁচু করতেই অন্যপাশ থেকে দমাদম আরো কিছু কিল ঘুষি নেমে এলো কুটু মিয়ার ঘাড়, পিঠ বরাবর। এত রাতেও সারা উঠোন জুড়ে লোক গিজগিজ করছে।প্রথমে সবাই ভেবেছিল চোর তারপর বুঝলো নারীঘটিত ব্যাপার। খবর চাউর হতে দেরি হয় না। লোক জমা হতে শুরু করে অল্প কিছুক্ষণের মধ্যে।নানারকম টিকা টিপ্পনী চলছে সাথে চড় চাপড়। কেউ কেউ টর্চ জ্বেলে অপরাধীর মুখ দেখে চেনার চেষ্টা করছে ,কিন্তু চেনা কেউ বলে মনে হচ্ছে না তাদের কাছে। কোথা থেকে এলো এই অচেনা আগন্তক? রহিমুদ্দীন মেম্বার চোখ কুঁচকে ভুরু নাচিয়ে জানতে চাইলো,
-কি মিয়া বাড়ি কই?
কুটু মিয়া চোখ মেলে তাকাবার চেষ্টা করলো কিন্তু কিছুতেই সে চোখ খুলে রাখতে পারছে না।মার খেয়ে তার অবস্থা কাহিল।রাজ্যের ক্লান্তি আর ঘুম নেমে আসছে তার দু‘চোখ জুড়ে। এতদিনের রাগ,ক্ষোভ দুঃখের জায়গায় প্রচন্ড অভিমান জমা হচ্ছে মনের গহীনে। ধারাবাহিক কিল ঘুষি লাথি তাকে স্পর্শ করছে বলে মনে হচ্ছে না।
উঠোনের মাঝখানে কুটুমিয়া সটান পড়ে আছে। তার সাজ পোশাক এমনিতেই আগের থেকে অবিন্যস্ত ছিল এখন মার খেয়ে তাকে আরও এলোমেলো দেখাচ্ছে। তার ঠোঁট কেটে গেছে মুখ দিয়ে রক্ত আর লালা ঝরছে। চুলগুলো পাটের ফেসোর মত ফুরফুর করে উড়ছে।
হাশেমআলী বলল,
ওরে আর মারিস না।মইরা গেলে তহন আবার আরেক সমস্যা। পুলিশে দে পুলিশে দে।
সোহেল অতি উৎসাহে বলল
-ওরে কি বাইন্ধ্যা রাখুম? যদি পালায়?
-রাখ বাইন্দা রাখ। পালাইয়া যাইবো হালার পো হালায়। চেয়ারম্যান কইছে বিচার বইবো কাল সকালে । এতো রাইতে কিছু করন যাইতো না।
-পানি! পানি খামু । একটু পানি দেন.. কুটু মিয়া বিড়বিড় করে ঠিক তখন আধ পাগলা নুরুজ্জামান কুটু মিয়ার মুখে প্রস্রাব করে দেয়। কুটু মিয়া বিরক্ত হয়ে কাতর স্বরে বলে
-মুখে মুইত্যা দিলেন জনাব? আমি কইলাম মিয়া বংশের পোলা। সম্মিলিত হাসির রোল উঠলো।কুটু মিয় থু থু করে থুতু ফেলতে লাগলো্।লাইটের পর লাইট পড়ে কুটু মিয়ার মুখে । দবির আলীর কাছে কুটু মিয়ার কন্ঠটা চেনা মনে হয় কিন্তু কিছুতেই সে মনে করতে পারে না এটা কার কন্ঠ।
চলবে
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ৯:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেউ বিচার নিজের হাতে তুলে নিতে পারেনা তাই কুটু মিয়াকে মারার বিচার চাই।

২৫ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৯

ইসিয়াক বলেছেন: গ্রামের দিকে প্রায়ই আইন নিজের হাতে তুলে নেওয়া হয়। যেটা কোন ক্রমেই সমর্থনযোগ্য নয়।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: চলুক, শুরুটা ভাল হয়েছে ।

২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:২২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইলো।

৩| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:৩১

ফয়সাল রকি বলেছেন: পর্বটা আরেকটু বড়ো হলে ভালো হতো।
চলুক।

২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩২

ইসিয়াক বলেছেন: অনেকে বলেন ছোট করে পর্ব দিতে । তাই দেওয়া আর কি।

শুভকামনা রইলো ।

৪| ২৫ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫৩

শায়মা বলেছেন: কার কন্ঠ?

২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৩

ইসিয়াক বলেছেন:
হা হা হা ক্রঃমশ প্রকাশ্য ..।শুভকামনা রইলো আপু।

৫| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০০

ভুয়া মফিজ বলেছেন: গল্পটা সম্পূর্ণ হোক, তারপরে পড়বো। আপাততঃ কাজ খানিকটা এগিয়ে রাখলাম। :)

২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৪

ইসিয়াক বলেছেন:

এবার কিন্তু ফাঁকি দিলে হবে না হা হা হা

৬| ২৬ শে জুলাই, ২০২২ রাত ৩:২৭

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই ভুয়া মফিজ বলেছেন: গল্পটা সম্পূর্ণ হোক, তারপরে পড়বো। আপাততঃ কাজ খানিকটা এগিয়ে রাখলাম।

আমিও ডুব মারবো বলে সিরিজ দেখে পড়া হলো না বলে ক্ষমা করবেন প্রিয় ভাই :(

২৬ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৬

ইসিয়াক বলেছেন: হায়! হায়!! কি একটা অবস্থা।চলে যাবেন কেন? ব্লগে থাকেন। আমারও অনেক বেশি ব্যস্ততা বেড়ে গেছে তবুও সুযোগ পেলে আসি।
শুভকামনা রইলো।

৭| ২৬ শে জুলাই, ২০২২ দুপুর ২:০১

পদাতিক চৌধুরি বলেছেন: ভূয়া ভাই পুরোটা ফাঁকিবাজ হয়ে গেছে... আপনি আবার যেন অনেকটা আমার মতো কইয়ে ফেলেন না :)

২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৪৮

ইসিয়াক বলেছেন: ইশশ!! এক বুড়ি আরেক বুড়িরে কয় দাদী!! :>

৮| ২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:০১

পদাতিক চৌধুরি বলেছেন: দবির আলীর কাছে কুটু মিয়াকে চেনা চেনা কেন মনে হয় তার সন্ধানে এখন যাই পরবর্তী পর্বে।

২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৪

ইসিয়াক বলেছেন: চেনা চেনা লাগে তবু অচেনা.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.