নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৭



বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

স্বচ্ছল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে বাদলধারা!
ঝরো অবিরাম।
বৃষ্টির ধারাপাত বয়ে চলুক অবিরাম!

পূর্ণ উদ্যোমে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে ওঠে যে যার মত নিজস্ব বলয়ে
নব আনন্দে জাগো!
উৎসব চলুক নব সৃষ্টির উন্মাদনায়
ঝরুক অবিরাম বৃষ্টি ।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১০

জগতারন বলেছেন:
+++
সুন্দর কবিতা !
সক্কাল বেলা কর্ম দিবসের প্রারম্ভে
এ কবিতা পাঠে প্রকৃতির সাথে মনে আমারও এক উতফুল্লাতা অনুভব করেছিলাম।
কবির প্রতি অভিন্দন আর সুভেচ্ছা জনাই।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৫

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লাগলো জেনে আমারও ভীষণ ভালো লাগছে। একজন মানুষও যদি আমার লেখা পড়ে সামান্যতম উৎফুল্ল অনুভব করে তবে আমি মনে করি আমার জীবন স্বার্থক। সেক্ষেত্রে মানুষটি যদি প্রিয় ব্লগার আপনি হন তো আমার ভালো লাগা আরো উচ্চ মাত্রার।

চির কৃতজ্ঞতা আমি আপনার কাছে প্রিয় স্বপন ভাই।
ভালো থাকুন সপরিবারে। শুভেচ্ছা সতত।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫২

কালো যাদুকর বলেছেন: আপনার বৃস্টি প্রার্থনা সত্য হোক। আমাদের বৃস্টি খুব দরকার।
কবিতা ভাল লেগেছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৮

ইসিয়াক বলেছেন: আসলেই বৃষ্টি খুব দরকার প্রিয় ব্লগার আর গত তিন দিন আল্লাহর রহমতে প্রচুর বৃষ্টি হচ্ছে। কাঙ্ক্ষিত বৃষ্টিতে ফসলগুলো বেঁচে গেল।
কবিতা ভালো লাগলো জেনে অনুপ্রেরণা পেলাম।
শুভেচ্ছা রইলো।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বৃস্টি ম্যাডামকে নিয়ে খুব
সুন্দর কবিতা লিখেছেন ভাই।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৯

ইসিয়াক বলেছেন: হা হা হা মজার মন্তব্যে আনন্দিত হলাম।
শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩০

জাহিদ অনিক বলেছেন: সুন্দর, বরিষ ধারার মাঝে শান্তির বাণী

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৫

ইসিয়াক বলেছেন: আহ! রবিঠাকুরের লেখা এই পংক্তিটি আমার ভীষণ প্রিয়। কাব্যিক মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় কবি।
শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময়।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সুন্দর কবিতা কবি

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৭

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.