নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ চল যাই দুরে চল

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৪৮



চল যাই দুর এ চল
পড়ে থাক কোলাহল।
চল ছুটি মজা লুটি
করি কিছু খুনসুটি।

মন হারিয়ে রঙ ছড়িয়ে
নীলিমার নীল হই ওই আকাশে
তুই কাছে আমি পাছে
অনন্ত অম্বরে রব ভেসে ভেসে।

গানে গুঞ্জনে মধু রঞ্জনে
চেয়ে দেখি চেয়ে দেখি অবাক পৃথিবী
তুই আমি আর যত কিছু পাগলামি
ধরে রাখি চল কতক ছবি।

মদিরও সুবাসে থাকি মিলেমিশে
প্রেমেরও পিয়াসে গোপনও অভিলাষে
যাই চল দুর এ চল
পেছনে ফেলে রেখে কোলাহল।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভেচ্ছা রইলো।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে কবি

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৮

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩২

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন।
#ব্লগে আপাতত এটাই শেষ পোস্ট। আমার লেখার পাঠক নেই তাই এখন আর ব্লগে আসতে উৎসাহ পাই না।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: লোকে কবিতা কম পড়ে। গল্প পোস্ট করুন। অথবা সমসাময়িক বিষয় নিয়ে প্রবন্ধ জাতীয় কিছু।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

ইসিয়াক বলেছেন: গতকাল একটা গল্প পোস্ট করেছিলাম। সারাদিনে কোন কমেন্ট নেই। মন্দের ভালো গল্পটি একটা প্রডাকশন হাউস পছন্দ করেছে। ওয়েব সিরিজ হবে।বিকালে পোস্টটা সরিয়ে নিয়েছি।ওয়েব সিরিজের কাস্টিং শুরু হবে শীঘ্রই।
যাহোক নতুন একটা গ্রুপ খুলে আপনাকে ইনভাইট করবো সেখানে আমার লেখা গল্প পড়তে পারবেন।
শুভকামনা রইলো।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৬

অপ্‌সরা বলেছেন: সকলকে পিছে ফেলে হারিয়ে যাবার নেই মানা.... :)

২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪০

ইসিয়াক বলেছেন:







ঠিক তাই। অসীমে হারাতে দারুণ মজা।
ভালো থাকুন সবসময়।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: কবিদের অভিলাষের কোন সীমারেখা নেই।
ব্লগে পোস্ট দেয়া বন্ধ করতে চাচ্ছেন কেন? লিখে চলুন, এখানেও, অন্যত্রও।

০৫ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৫০

ইসিয়াক বলেছেন: হা হা হা ঠিক তাই মানুষের অভিলাষের শেষ নেই।
ধন্যবাদ প্রিয় ব্লগার।
মাঝে মাঝে অভিমান হয় নানা কারণে । সেজন্য ব্লগে পোস্ট দেবো না বলেছিলাম। এখন সব ঠিক আছে। সমস্যা নেই। তবে আপনি কলকাতা থেকে পরিচালিত "প্রতিলিপি" এ্যাপে আমার লেখা পাবেন। ওখানে প্রতিদিন দিনে দুটো তিনটা করে কবিতা পোস্ট করি, সেই সাথে গল্পও।

শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.