নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
বাবার বুকে ব্যাথা
মায়ের অসুস্থতা
তোমার অপারগতা!
বাহ! প্রিয়তমা চমৎকার অযুহাত
তবে প্রশ্ন জাগে একটাই
আমি কে?
তোমার হৃদয়ে আমার অবস্থান কোথায়?
মিছে খেলা খেলে
অবহেলা দিয়ে
এখন ময়ূরমহলে রাত্রি যাপন করছো বেশ।
আমি সত্যি বিস্মিত তোমার ছলনায়।
আমার কান্না
আমার দুঃখ
আমার হাহাকার
আমার আর্তনাদ
আমার শোক স্তব্ধতা
সব দিয়েছি বিসর্জন।
আমিও ভালো থাকতে জানি
আমিও ভালো থাকতে পারি
আমি সত্যি বেশ ভালো আছি।
হে প্রভু
তুমি আমার মনে অনন্ত প্রেম দাও
ঘৃণা বা ধিক্কার
আমি জানাবো না কাউকে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২১ শে অক্টোবর, ২০২২ রাত ৯:২৮
ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্যে বরাবরের মত ভীষণ অনুপ্রাণিত হলাম। ঠিক এ কারণে আমার পাঠক না থাকা স্বত্বেও ব্লগে পোস্ট দিয়ে চলেছি নিরন্তর।
শুভকামনা সতত প্রিয়।
ও হ্যাঁ লাইকের জন্য কৃতজ্ঞতা।
২| ২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবি বরের ব্যস্ততা কি এখনো কাটেনি?
২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০৬
ইসিয়াক বলেছেন: সকালে স্কুল সারাদিনে আটটা টিউশনি। রাত দশটা বেজে যায় কোন কোন দিন হাঁটা পথ বলে( সাইকেল চালাতে পারি না)। স্কুলে বেতন দেয় ৯১০/- টাকা সেক্ষেত্রে টিউশনি ভরসা। কি আর করা! কাজ ছাড়া এই চড়া দ্রব্য মূল্যের বাজারে টিকে থাকা মুশকিল। ইদানীং আমি তেমন কিছু পড়তে পারছি না ব্যক্তিগত ব্যস্ততার জন্য । সেকারণেই লেখালেখি শিকেয় উঠেছে।
৩| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: পাঠক নিয়ে দুশ্চিন্তা করবেন না। নিজের লেখাকে স্বাভাবিক রাখতে নিয়মিত লিখবেন। কমেন্ট পেলে ভালো লাগে মানছি। কিন্তু কমে যাওয়ার জন্য লেখনিকে আঘাত করবেন না।
একটু আগে গল্পটা পড়লাম। মানছি প্লটটা আমাদের পরিচিতি। কিন্তু আপনি সেই পরিচিত প্লটকেও রীতিমতো সাসপেন্স রাখতে পেরেছেন। এখানেই লেখকের সার্থকতা। আপনার লেখনিতে যথেষ্ট পরিণতির ছাপ এসেছে। কাজেই সেটাকে মেইনটেইন করুন।
ভালো থাকবেন।
শুভকামনা সতত।
২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০৯
ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার আপনার মন্তব্য সব সময় আমার জন্য অনুপ্রেরণার। কত লেখা যে অসম্পূর্ন ফেলে রেখেছি সময়ের অভাবে। সত্যি বলতে কি আমি সব সময় পড়তে ও লিখতে চাই। কিছু এ জনমে সে-রকম সুযোগ পেলাম কোথায়।
শুভকামনা রইলো।
৪| ২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:০১
খায়রুল আহসান বলেছেন: ব্লগার পদাতিক চৌধুরি এখানে পর পর তিনটে মন্তব্যে যা যা বলেছেন, এর পরে আমার বলার আর সামান্যই বাকি থাকে।
কবিতায় বঞ্চনা এবং প্রত্যাখানের হাথাকার থাকলেও, শেষের চারটি পংক্তি যেন কবিতাকে শুভ্রতা ও শুদ্ধতার আভরণ পরিয়ে গেল।
কবিতায় তৃতীয় ভাললাগা রেখে গেলাম।
২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৮:১১
ইসিয়াক বলেছেন: বরাবরের মত প্রেরণাদায়ক মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকুন প্রিয় ব্লগার।
শুভকামনা সতত।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: এক নির্মম হাহাকার কাব্যে ফুটিয়ে তুলেছেন প্রিয় ব্লগার। তবে জীবনে বেঁচে থাকার জন্য যে অনন্ত প্রেমের দরকার, প্রভু যেন তা মঞ্জুর করেন- কবির এই আর্তি যেন ফলপ্রসু হয়।