নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
তুমি আমি সাথে আশ্বিনের শেষ কয়েকটি প্রহর
রাত নিশিথে বসেছিলাম
নিঝুম বনেতে।
জোনাকির জল চিকচিকে আলোয়
ছাতিম গাছের ছায়ায়
সঙ্গী ছিল মাতাল গন্ধী বাতাস
সদ্য ফোঁটা সাদা - সবুজ ফুলের মদির মাতাল সুবাস
জোছনামাখা চরাচর
অচিন পাখির গান।
আহা!
মায়া!
কী মায়া!!
গাছের নিচে আলো আঁধারির মেলা
শেষ শরতের হিমজড়ানো লগন
জল চিকচিক ওই যে দুরের নদী
সেও ভিজিয়েছে কোমল জোছনাধারা।
আজও সবই আছে শুধু তুমি হলে বিলীন
অসুস্থতায় হারিয়ে গেলে দুরে।
এখন,
তুমি আমি যোজন যোজন দুর
এক লোক হতে অন্য লোকে তোমার গতায়ত
আজ কয়েকটি বছর।
যা কিছু দুঃখ ক্লেশ
জীবনহরা
হোক সব দুর।
সপ্ত পর্ণী,
আজও আমি তোমাতেই পাগলপারা।
© রফিকুল ইসলাম
২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।
২| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১১:১১
পদাতিক চৌধুরি বলেছেন: ভালোবাসার সপ্ত ডিঙার সপ্তপর্ণী পাগলপারা কোনো সে প্রেয়সীর ত্বরে। চমৎকার কাব্যে ভালোলাগা রইলো।
শুভেচ্ছা প্রিয় ব্লগারকে।
২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৭
ইসিয়াক বলেছেন: হা হা হা সেই এক প্রেমের কবিতা এই ভুত ঘাড় থেকে কবে যে নামবে! কে জানে?
৩| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১১:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর।
২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভেচ্ছা রইলো।
৪| ২৩ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৮
খায়রুল আহসান বলেছেন: পাগলপারা কবির প্রেমময় কবিতা মুগ্ধতার আবেশ রেখে গেল!
কবিতায় প্লাস। + +
২৩ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
আপনার মন্তব্য সব সময় আমাকে অনুপ্রেরণা জোগায়।
ভালো থাকবেন। শুভেচ্ছা সতত।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৯
জগতারন বলেছেন:
কবিতা খুউব ভালো হয়েছে।
আমার অত্যন্ত ভালো লেগেছে।