নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
-রাতের আকাশ রঁচিতে পারে কি কোন কবিতা?
-পারে তো,পারে!
নক্ষত্রমালা সাজিয়ে বলে হৃদয়ের কথকতা।
-নদী? নদী কি পারে গাইতে গান?
-হ্যাঁ সেও পারে
সেও গায়, কখনও কুলকুল ধ্বনি স্বরে
কখনও আবার উন্মাদিনী কলোরবে।
-বাতাসে পেতেছো কান?
-কেন?
-শুনতে তাদেরই গান?
-হুম!
শুনি তো - শোনা যায়
তার - তাহার অবারিত কলতান।
-আর ছায়া,
আলো ছায়া কি বলে কোন কথা?
-বলে তো শুধু বলে ই না গায় সে বড় কাব্যিক গান
সে সব শুনতে হয় অনুভূতির স্পর্শে।
-রোদও সুর সাধে জানো তো!
-সে কী কিভাবে?
-তাপদাহের অস্থিরতায়
অনুভবের পারদে চড়ে রুক্ষতার আবির মেখে
ভয়ানক গুরুগম্ভীর সে গীত।
-বৃষ্টির গান?
-সে শুনি- সে শুনি - কে ই বা না শোনে
আহা মুগ্ধতা - একটানা রিমঝিম।
অতি মনোহর,অতি মনোরম।
-শরতের গান কি বলো তো?
- সে-তো নীল আকাশে মেঘের ভেলা।
- আর হেমন্তের?
-সে হিম ঝরা জমানো শিশির।
আর কবিদের গান?
-সেতো সব অক্ষর বিন্যাস্ত
লেখার আকারে কবিতা।
আহা কত গান কত সুর
মধুময় সুমধুর
হোক তবে এই গান
সুমধুর কলতান
ভোরে যাক মন প্রাণ
জীবনের জয়গান।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২১ শে নভেম্বর, ২০২২ রাত ১০:১৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
ভালো থাকুন সব সময়।
২| ২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:০৯
খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটা সুন্দর!
সেই সুমধুর কলতান, অনুচ্চারিত গান, শোনার জন্য চাই তেমন এক জোড়া কান!
২৮ শে নভেম্বর, ২০২২ ভোর ৫:৫৭
ইসিয়াক বলেছেন:
চমৎকার মন্তব্যে অনুপ্রানিত হলাম প্রিয় ব্লগার
শুভকামনা সব সময়
ভালো থাকুন
সুপ্রভাত।
৩| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২৮ শে নভেম্বর, ২০২২ রাত ৮:০৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
শুভেচ্ছা রইলো।
৪| ২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
২৮ শে নভেম্বর, ২০২২ রাত ৮:০৪
ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৭
পদাতিক চৌধুরি বলেছেন:
তবে তাই হোক।
ভরে যাক মন প্রাণ
জীবনের জায়গান।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪১
ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভকামনা সতত।
শুভরাত্রি।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতাটি ভালো লাগলো।