নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ তোমার প্রতীক্ষায়

২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০৫



এ জন্মে তো হলো না
পরের জন্মে অন্য কাউকে দিও না মন
সেই জন্মে আমি তোমার একমাত্র প্রেমিক হবো
বুঝেছো?

তোমাকে এত করে চাই -এই চাওয়া
মিথ্যে করে দিও না

আচ্ছা একটা প্রশ্ন

কি করে পারলে বলতো
কাজল মোছার মত আমার প্রেম মুছে দিতে?

মনকে স্বান্তনা দিয়েছি- বলেছি
এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে!

অনেক হাহাকার জমে ছিল যে
সে যাক
সব ভুলেছি
ক্ষমাও করেছি
তিন সত্যি!

আমি অপেক্ষায় বিশ্বাসী
হোক সে অনন্ত অপেক্ষা।

তোমার অপেক্ষায়
তোমার প্রেমের অপেক্ষায়
তোমার আদরের অপেক্ষায়
তোমার চুলের গন্ধ নেবার অপেক্ষা
তোমার উষ্ণতার অপেক্ষা....

কলেজ করিডরে
যেদিন প্রথম দেখেছি তোমায়
আমার অপ্রেম বুকে
হঠাৎ প্রেম এলো
টগবগিয়ে ফুটলো যেন আমার দুরন্ত যৌবন।

হে ঋতুমতী
তুমি আমার সহায় হও।
মনে মনে প্রার্থনা করেছি কত শতবার
এক জানালা খুলে হাজার জানালা
মনের অলিগলি
সবখানে দিয়েছি উঁকি
কি করে বসে গেছে সেসব ছায়াচিত্র
জেরক্স কপির মত
হাজারে হাজার
আমার মনে-মননে
তোমার ছবি- তোমার ছবি

দেবোস্মিতা আমি তোমার কামদেব
আমায় গ্রহন করো
আলিঙ্গন করো গভীর প্রণয়ে

চুম্বনে চুম্বনে ভরিয়ে দাও
মম জীবনও যৌবন

মিথ্যে হলো সব!

তুমি হলে না আমার আপন
রইলে হয়ে শুধু গভীর গোপন

মেনে নিয়েছি
হারও মেনেছি

তবু কোথায় যেন অস্বস্তি
তুমি অন্যের সে আমি ভাবতে পারি না
তুমি অন্যের বুকে মাথা রেখেছো আমি ভাবতে পারি না
কত কিছু হয় তোমাদের
আমি ভাবতে পারি না
আমি ভাবতে চাইও না।

এক কষ্ট কেন ভালোবাসায়?
জানি না।

এখন শুধু অপেক্ষা
অনন্ত অপেক্ষা

আরেকটি জনমের

তুমি দয়া করে সেই জনমে আর কারো দিও না মন
কথা দাও
দিচ্ছো তো?

তোমার প্রতীক্ষায়---
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১০

পদাতিক চৌধুরি বলেছেন: আসারে! মম অন্তরে অন্তরে আছো লুকিয়ে হে হৃদয় হরণি....
কবিতায় ভালো লাগা রইলো।
শুভেচ্ছা প্রিয় কবি বরকে।

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৯

ইসিয়াক বলেছেন: ওয়াও! অনেকদিন পরে আপনাকে পেয়ে ভালো লাগছে প্রিয় ব্লগার।
শুভেচ্ছা আপনাকেও।
ভালো থাকুক সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.