নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ভায়ের রক্তে পেলাম ভাষা
মায়ের শপথে মুক্তি।
বোনের সম্ভ্রমে স্বাধীনতা এলো
একুশ আমার শক্তি।
মনের কথা মনের মতো
করবে বলে প্রকাশ।
বুকের তাজা রক্তে এলো
ছাত্র জনতার ইতিহাস।
সেই ইতিহাসের হাত ধরি
ফুল সহযোগে গাই শোক গীতি।
নয়কো করুণা নয়তো দয়া
এটাই শ্রদ্ধা জানাবার রীতি।
একুশ আমার ভালোবাসায়
ফেব্রুয়ারী অমর গান।
একুশ আমার চেতনায়
সদা জাগ্রত দীপ্ত প্রাণ।
ভাষা শহীদেরা আমার ভাই ,
ছিলো মায়ের স্নেহের ধন।
ভাষার লাগি কোল খালি হলো
পাথর চাপা মায়ের প্রাণ।
বিনিময় মূল্য চায়নি তারা
চায় নি কোনো নাম ও খ্যাতি
ছিলো নিঃস্বার্থ দেশপ্রেমিক তারা,
রইলো বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি।
© রফিকুল ইসলাম ইসিয়াক
রচনাকালঃ ১৮ই ফেব্রুয়ারী ২০২১
রিপোস্ট
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪১
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৮
শায়মা বলেছেন: অনেক সুন্দর কবিতা!
২১ মানে এখনও সেই ছেলেবেলার প্রভাত ভেরী, অজানা ভালোবাসা ভাষার প্রতি, ভাষা শহীদদের প্রতি!
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪২
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভেচ্ছা।
ভালো থাকুন সব সময়।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। অমর একুশের শুভেচছা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৩
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ প্রিয় কবি।
শুভকামনা রইলো।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: ভাষা আন্দোলনের শহীদদের প্রতি রইলো অন্তরের শ্রদ্ধাঞ্জলি।
কবিতা ভালো হয়েছে। পোস্টে লাইক।
শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনে গতকাল আমিও একটা কবিতা লিখেছি।
অমর একুশের শুভেচ্ছা আপনাকে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৬
ইসিয়াক বলেছেন:
অশেষ ধন্যবাদ।
কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৭
ইসিয়াক বলেছেন:
মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
ভালো থাকুন।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪০
সেলিনা শিরীন শিকদার বলেছেন: কবিতাটি পড়ে ভাল লেগেছে! শুভেচ্ছা।
০৩ রা মার্চ, ২০২৩ সকাল ১১:৪৭
ইসিয়াক বলেছেন: সেলিনা শিরীন শিকদার আপনাকে আমার পাতায় স্বাগতম।
কবিতা পাঠ, মন্তব্য ও লাইকের জন্য কৃতজ্ঞতা রইলো।
শুভেচ্ছা সতত।
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৮
মুক্তা নীল বলেছেন:
ইসিয়াক ভাইয়ের লেখা কবিতা আমার আগে থেকেও ভালো লাগতো । সুন্দর হয়েছে কবিতা ।
০৩ রা মার্চ, ২০২৩ সকাল ১১:৪৮
ইসিয়াক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা রইলো আপু।
ভালো থাকুন সব সময়।
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৩
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
ভাষার মাসে যথার্থ শ্রদ্ধাই নিবেদন করা হয়েছে কবিতায়। সুন্দর।
০৩ রা মার্চ, ২০২৩ সকাল ১১:৪৮
ইসিয়াক বলেছেন:
অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভেচ্ছা সতত।
ভালো থাকুন সব সময়।
৯| ০১ লা মার্চ, ২০২৩ রাত ১১:৫৬
খায়রুল আহসান বলেছেন: বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি যথার্থ শ্রদ্ধাঞ্জলি। কবিতাটি আমাকে স্পর্শ করেছে। + +
০৩ রা মার্চ, ২০২৩ সকাল ১১:৫০
ইসিয়াক বলেছেন: এমন মন্তব্য পেলে, নতুন কিছু লেখার দারুণ অনুপ্রেরণা জাগে।
কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভেচ্ছা সতত।
ভালো থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৯
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন।