নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ জীবের ধর্ম

৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২০

আজ ক'দিন হলো, বুড়ো মেহগনির সদ্য ক্ষত বিক্ষত মগডালটায় একটা  কাক চুপচাপ বসে থাকে।বসে থাকে তো বসেই থাকে!একাকী আনমনা, উদাসী !

দেখে মনে হয় তীর ভাঙা ঢেউ এসে একুল ওকুল দু'কুল ভাসিয়ে  নিয়ে গেছে বেচারার। সত্যি বলতে কি কাকটির জীবনের রঙ হঠাৎ ই ধুসর হয়ে গেছে। ওই যে গত সপ্তাহের সর্বনেশে ঝড়টা হলো।সেই ঝড়ে ভেঙে গেছে কাক দম্পতির সুখের সংসার।হারিয়ে গেছে তার সঙ্গী ও সন্তান।

ভেঙে গেছে খেলাঘরএক নিমেষেই।একটু থিতু হয়ে সেই ঝড়ের পর থেকেই অপেক্ষার প্রহর গুনছে বিরহী কাকটি।ফিরবে আপনজন কিন্তু কেউ ফেরে নি। এদিক ওদিকে কত খুঁজেছে সে। নিখোঁজ তো নিখোঁজ ই।ফেরে নি আর কেউ। 

কয়েকটি বিনিদ্র রজনী অতিবাহিত হলো,তবু আশা নিয়ে বসে আছে সে, হয়তো সব ঠিক হয়ে যাবে।জীবের জৈবিক তাড়নায় একাকী বসবাস কেবল দূরুহ ই নয়  দুঃসহ যন্ত্রণাময়ও বটে।জাগতিক নিয়মে প্রতিটি জীব নিজেকে বড় বেশি ভালোবাসে আর তাই বেদনার ভারে দুঃখক্লীষ্ট হলেও জীবনটা সে বয়ে নিয়ে বেড়ায়। টিকে থাকার চেষ্টা করে সর্বতোভাবে। সময়ে সে সবই মানিয়েও নেয়, মানিয়ে নিতে হয়।তবু হারানোর ব্যাথাটা কোথায় যেন থেকেই যায়।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মানিয়ে নেয়া অথবা মেনে নেয়া, এটাই সকল জীবনের না চাওয়া এক বাধ্যবাধকতা।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:০৩

ইসিয়াক বলেছেন:




আপনার মন্তব্যের সাথে কোন দ্বিমত নেই প্রিয় ব্লগার।

পাঠ মন্তব্য ও লাইকের জন্য কৃতজ্ঞতা জানবেন ।
শুভেচ্ছা রইলো।

২| ০৩ রা এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৪১

অধীতি বলেছেন: বেলা শেষে এসে নিজেকেই বড্ড ভাল লাগে।

০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৪

ইসিয়াক বলেছেন:





ঠিক সেটাই।
গল্প পাঠ ও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো।
শুভেচ্ছা সতত।

৩| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: যথাযথ।

০৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৪

ইসিয়াক বলেছেন:




অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।

৪| ০৮ ই এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই তো জীবন। ভালো লাগলো

১৫ ই এপ্রিল, ২০২৩ ভোর ৬:২৪

ইসিয়াক বলেছেন:



ধন্যবাদ আপু।
নববর্ষের শুভেচ্ছা রইলো

ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.