|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সোনা বন্ধু তুই  না, 
কি বলবো? 
তুই একটা যাচ্ছে তাই। 
এমন করে কেউ কারো মন নিয়ে খেলে?  
আচ্ছা এখন কটা প্রেমিকা তোর? 
এই দশ/বারো! 
যাক সে যাক 
তারপরও তুই ছাড়া আমার কেউ নাই।  
জাদু না কুফরি কালাম 
কি করছিস  আল্লাহ মালুম। 
আমিও বটবৃক্ষ ভেবে তোমাতেই উপনীত হলুম। 
"হালুম হুলুম থাক 
দাও তো ভরিয়ে মন প্রবল প্রেমের তোড়ে   
না হয় সপাটে প্রবেশ কর দেহাভ্যন্তরে তেড়ে ফুড়ে" 
অবাক আমি
হতাশ! 
বিষ্মিতও! 
এসব তোর কেমন তরো চাওয়া 
প্রেম তো নয় যেন ফুটন্ত ফুল ছিড়ে 
দুমড়ে মুচড়ে  নিজের করায়ত্ব করা।
কাঁচের চূড়ির রিনিকঝিনিক প্রেম 
সেই সৌন্দর্য হারিয়েছে কতদিন হলো 
এখন ভালোবাসাগুলো কেমন যেন মেকি আর জলো 
সবটা জুড়ে চরম সুখের খেলা।
ভাবছি খুলবো একটা প্রেমের বিদ্যালয়
ধরে ধরে শেখাবো প্রেমের সকল পাঠ 
আজকালকার প্রেম বড্ড স্বার্থে মোড়া 
বড্ড মেকী বেমানান খাপছাড়া 
সমস্যা বলছো? 
সমাজ আমায় দেবে বেশ্যার তকমা?
আরে সমাজ তো এমনই রুপঙ্কর।
সবকিছুতে গেল গেল রব তোলে 
বরং খুশি ই হয় সবটা ডুবলে রসাতলে। 
হিপোক্রিট সব একেকটা। 
© রফিকুল ইসলাম ইসিয়াক
 ১০ টি
    	১০ টি    	 +৫/-০
    	+৫/-০  ২১ শে এপ্রিল, ২০২৩  ভোর ৬:৪২
২১ শে এপ্রিল, ২০২৩  ভোর ৬:৪২
ইসিয়াক বলেছেন: 
ধন্যবাদ অধীতি।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অশেষ  কৃতজ্ঞতা রইলো।  
আপনার আগামী আনন্দে কাটুক। 
শুভেচ্ছা সতত।
২|  ১৯ শে এপ্রিল, ২০২৩  দুপুর ২:২০
১৯ শে এপ্রিল, ২০২৩  দুপুর ২:২০
অপ্সরা বলেছেন: কবিতায় বলা নিজের সাথে নিজের কথা ভাইয়া।
  ২১ শে এপ্রিল, ২০২৩  সকাল ১০:২৪
২১ শে এপ্রিল, ২০২৩  সকাল ১০:২৪
ইসিয়াক বলেছেন: 
সেরকমই।  
ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো আপু। 
ভালো থাকুন সব সময়।
৩|  ২০ শে এপ্রিল, ২০২৩  ভোর ৫:০৪
২০ শে এপ্রিল, ২০২৩  ভোর ৫:০৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: মেয়ে পটানোর উপর বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট থাকা উচিত। অনেকে অবশ্য জন্মগতভাবেই এই যোগ্যতা নিয়ে জন্মায়। সুন্দর কবিতা।
  ২২ শে এপ্রিল, ২০২৩  সন্ধ্যা  ৬:০৭
২২ শে এপ্রিল, ২০২৩  সন্ধ্যা  ৬:০৭
ইসিয়াক বলেছেন: 
আমার এক বন্ধু তো একসাথে পাঁচ ছয়টি প্রেম করতোআর তাদের টাকাতেই সে নিজের খরচ চালাতো। সে অবশ্য খুব হ্যান্ডসাম আর স্মার্ট ছিল। আমরা অবশ্য তাকে মাঝে মাঝে ভাঙাতাম। সব ফাঁস করে দেওয়ার ভয় দেখাতাম...   হা হা হা
৪|  ২০ শে এপ্রিল, ২০২৩  সকাল ১০:১৪
২০ শে এপ্রিল, ২০২৩  সকাল ১০:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: আই মিয়া পঁচিশ বছর আগে কেন এসব দিলেন না? তবে আপনি এখন এসব কাকে শোনাচ্ছেন জাতির মনে বড় জিজ্ঞাসা...
  ২৬ শে এপ্রিল, ২০২৩  ভোর ৬:২১
২৬ শে এপ্রিল, ২০২৩  ভোর ৬:২১
ইসিয়াক বলেছেন: 
আমি কি বুড়ো গেছি না-কি!  
আরে আমি তো একনও কুড়িতেই আটকে আছি।তাই প্রতিদিন প্রেম করছি। 
৫|  ২১ শে এপ্রিল, ২০২৩  সকাল ৭:০০
২১ শে এপ্রিল, ২০২৩  সকাল ৭:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
  ২৬ শে এপ্রিল, ২০২৩  ভোর ৬:২১
২৬ শে এপ্রিল, ২০২৩  ভোর ৬:২১
ইসিয়াক বলেছেন: 
ধন্যবাদ সেলিম ভাই।  
শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২৩  দুপুর ২:১৫
১৯ শে এপ্রিল, ২০২৩  দুপুর ২:১৫
অধীতি বলেছেন: কবিতার সারমর্ম অসাধারণ।